Zubeen Garg's Death : সিঙ্গাপুরের সঙ্গে MLAT হোক, জুবিন গর্গ মৃত্যু-তদন্তে কেন্দ্রের কাছে অনুরোধ অসম সরকারের
Mutual Legal Assistance Treaty : উল্লেখ্য, MLAT হল দু'টি দেশের মধ্যে একটি চুক্তি যা আইন প্রয়োগকারী সংস্থার জন্য তথ্য এবং প্রমাণ বিনিময়কে সহজতর করে।

গুয়াহাটি : সিঙ্গাপুরের সঙ্গে Mutual Legal Assistance Treaty (MLAT) বা পারস্পরিক আইনি সহায়তা চুক্তি লাগু হোক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এই অনুরোধ জানিয়েছে অসম সরকার। দক্ষিণ-পূর্ব এশিয়ার ওই দেশটিতে জুবিন গর্গের মৃত্যুকে কেন্দ্র করে এই অনুরোধ বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। উল্লেখ্য, MLAT হল দু'টি দেশের মধ্যে একটি চুক্তি যা আইন প্রয়োগকারী সংস্থার জন্য তথ্য এবং প্রমাণ বিনিময়কে সহজতর করে।
এক্স হ্যান্ডেল পোস্টে হিমন্ত বিশ্বশর্মা লিখেছেন, "একবার আবেদন করা হলে, এটি সিঙ্গাপুর কর্তৃপক্ষের পূর্ণ সহযোগিতা নিশ্চিত করবে -- আমাদের মামলার বিবরণে অ্যাক্সেস দেবে এবং অভিযুক্তদের ফিরিয়ে আনতে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সহায়তা করবে।" ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রে ডুবে গায়কের মৃত্যুর তদন্তে অসম সরকার বিশেষ ডিজিপি এম পি গুপ্তের নেতৃত্বে ১০ সদস্যের একটি এসআইটি গঠন করেছে। জুবিন উত্তর-পূর্ব ভারত উৎসবে পারফর্ম করতে সিঙ্গাপুর গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, 'মন্ত্রক অনুরোধটি সিঙ্গাপুরে পাঠানোর পর, আমাদের পুলিশ দল, যারা ইতিমধ্যেই সেখানে রয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।' অসমের ডিজিপি হরমিত সিং বলেছেন যে, সিঙ্গাপুরের সঙ্গে ভারতের এমএলএটি রয়েছে এবং এখন প্রয়োজনীয় কাগজপত্র এমএইচএ থেকে সেই দেশে যাবে, "যাতে আমরা তদন্তে সিঙ্গাপুর কর্তৃপক্ষের সাহায্য নিতে পারি"।
জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় সিঙ্গাপুরে উত্তর-পূর্ব ভারত উৎসবের প্রধান আয়োজক শ্যামকানু মহন্ত এবং গায়ক জুবিন গর্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে লুক-আউট নোটিস জারি করা হয়েছে। মহান্ত এবং শর্মা উভয়কেই ৬ অক্টোবরের মধ্যে গুয়াহাটিতে সিআইডি অফিসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদি তাঁরা তা মেনে না চলেন, তাহলে অসম পুলিশ তাঁদের রাজ্যে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাঁর কথায়, "জুবিন গর্গ আমাদের সম্পদ। শ্যামকানু মহান্ত, সিদ্ধার্থ শর্মা এবং আরও কয়েকজনকে আমাদের আরও অনেক প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। আমি শ্যামকানু মহান্ত এবং সিদ্ধার্থ শর্মাকে জানাতে চাই যে আপনারা জনগণের ধৈর্য পরীক্ষা করার চেষ্টা করবেন না। আমরা চাই, আপনারা দু'জনেই ৬ অক্টোবর অসমে থাকুন। আমরা চাই, আপনারা দু'জনেই ৬ অক্টোবর আইডি অফিসে উপস্থিত থাকুন। যদি আপনারা নির্দোষ হন, তাহলে দয়া করে সিআইডি অফিসে এসে বলুন আপনি কী বলতে চান। যখন অসমের মানুষ জুবিনের ন্যায়বিচারের জন্য আওয়াজ তুলছেন, তখন আমাকে এটা করতেই হবে। আমি অসমের জনগণের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি যে, মুখ্যমন্ত্রী হিসেবে সকল অভিযুক্তকে আইনের আওতায় আনা আমার কর্তব্য এবং আমি এই দায়িত্ব পালন করব। অসম পুলিশ ইতিমধ্যেই প্রমাণ করেছে যে প্রয়োজনে তারা দৃঢ় অবস্থান নিতে পারে।"





















