Atif Aslam: কন্য়া সন্তানের বাবা হলেন আতিফ আসলাম, শেয়ার করলেন সদ্য়োজাতর ছবি
Atif Aslam: পাকিস্তানি গায়ক আতিফ আসলামের স্ত্রী সারা ভারওয়ানা জন্ম দিলেন কন্য়া সন্তানের।
![Atif Aslam: কন্য়া সন্তানের বাবা হলেন আতিফ আসলাম, শেয়ার করলেন সদ্য়োজাতর ছবি Atif Aslam welcomes baby girl, names her Halima; here's what it means. See pic Atif Aslam: কন্য়া সন্তানের বাবা হলেন আতিফ আসলাম, শেয়ার করলেন সদ্য়োজাতর ছবি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/23/d43633317b0be33a11b3ec7de038467c167956847858847_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: গোলাপি পোশাকে মোড়ানো একটি ছোট্ট শিশু। এমনই ছবি নিজের ইন্সটাগ্রাম পেজে শেয়ার করলেন সঙ্গীতশিল্পী আতিফ আসলাম (Atif Aslam)। জানালেন নিজের বাবা হওয়ার খবর। শুধু তাই নয়, সন্তানের কী নাম রাখলেন তাও ভক্তদের সঙ্গে শেয়ার করলেন তিনি।
হ্য়াঁ, পাকিস্তানি গায়ক আতিফ আসলামের Atif Aslam) স্ত্রী সারা ভারওয়ানা জন্ম দিলেন কন্য়া সন্তানের। সদ্য়োজাতর নাম রাখলেন হালিমা আতিফ আসলাম। ছবি পোস্ট করে ক্য়াপশানে লিখলেন, "অবশেষে অপেক্ষার পালা শেষ। আমার হৃদয়ের নতুন রানী এসেছে। " তিনি আরও লেখেন, "বেবি এবং সারা দুজনেই আলহামদুলিল্লাহ ভালো আছেন। অনুগ্রহ করে আপনার প্রার্থনায় আমাদের মনে রাখবেন। হালিমা আতিফ আসলামের তরফ থেকে রমজান মোবারক।" তিনি হ্যাশট্যাগও যোগ করেছেন--রমজান।
আতিফ আসলামের এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে অভিনেতা শরদ মালহোত্রা মন্তব্য করেছেন, "মাবরুক।"
ওমাইর রানা লিখেছেন, "মাশাল্লাহ!!!!! মোবারক হো বন্ধু। বোহাত মোবারক। তোমার কাছে এখন আল্লাহর নেয়ামত ও রহমত আছে! আমরা যেন এই পৃথিবীকে শিশু হালিমার যোগ্য করে তোলার জন্য যথাসাধ্য চেষ্টা করি এবং বিশ্বের সন্তানদের কাছে প্রার্থনা করি।"
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৯শে মার্চ লাহোরে সারা ভারওয়ানার সঙ্গে গাঁটছড়া বাঁধেন বিশ্বখ্য়াত গায়ক আতিফ আসলাম Atif Aslam)। তাদের দুই ছেলের নাম আব্দুল আহাদ এবং আরিয়ান আসলাম।
আরও পড়ুন...
Kangana Ranaut: 'থালাইভি' অসফল, ক্ষতিপূরণ দাবি করা হয়েছে কঙ্গনার থেকে? কী বলছেন অভিনেত্রী?
২০২১ সালের এক সাক্ষাৎকারে আতিফ আসলাম ভারতে গান গাওয়ার প্রসঙ্গে বলেছিলেন যে," এখানে কাজ করে এতটাই আনন্দের যে আমি সেখানে সবচেয়ে বেশি কাজ করেছি এবং প্রত্য়েকবার প্রতিটি কাজ পুরোপুরি উপভোগ করেছি। ভারত থেকে আমি যে ভালবাসা পেয়েছি তা এখনও আমার সারাজীবনের সঙ্গী। আমার বিশ্বাস করি যে, যদি সত্য়িই কিছু আমার জন্য হয়,তাহলে তা আমার কাছে আসবেই। পাকিস্তানে থাকা বা বলিউড সিনেমার জন্য গান না করা আমার নিয়ন্ত্রণে ছিল না। তবুও আমি এখানে কাজ করে সফলতা পেয়েছি।"
২০১৯ সালের ২১ ডিসেম্বর আতিফ পত্নী সারা জন্ম দেন দ্বিতীয় পুত্রসন্তানের। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে সুখবর ভাগ করে নেন আতিফ Atif Aslam)। দম্পতি পুত্রসন্তানের নাম রেখেছিলেন আলহামদুলিলা। সেবারও সোশ্য়াল মিডিয়ায় এই খবর নিজের ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন সঙ্গীতশিল্পী।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)