Avika Gor: বাগদান সারলেন ছোটপর্দার 'আনন্দী' অভিকা গোর, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে শুরু জীবনের নতুন অধ্যায়
Avika Gor Engagement: সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিয়েছেন অভিকা

কলকাতা: বাগদান সারলেন ছোটপর্দার 'আনন্দী'। একসময় 'বালিকা বধূ' ধারাবাহিক তাঁকে খ্য়াতির শীর্ষে নিয়ে গিয়েছিল। অনেকটা ছোট বয়সেই যথেষ্ট খ্যাতি পেয়েছিলেন তিনি। অবশেষে দীর্ঘদিনের প্রেমিক মিলিন্দ চাঁন্দওয়ানির সঙ্গে বাগদান সারলেন 'আনন্দী' ওরফে অভিকা গোর (Avika Gor)। সোশ্যাল মিডিয়ায় বাগদানের ছবি শেয়ার করে নিয়েছেন অভিকা। সেখানে দেখা যাচ্ছে, একটি হালকা গোলাপি রঙের কাজ করা শাড়ি পরেছেন অভিকা। সঙ্গে স্লিভলেস ব্লাউজ। খোলা চুলে একেবারে হালকা মেক আপ করেছিলেন অভিকা। অন্যদিকে মিলিন্দ ও অভিকার সঙ্গে রঙ মিলিয়ে পরেছিলেন হালকা বেজ রঙের শেরওয়ানি, সঙ্গে গোলাপি কাজ করা জ্যাকেট। দুটি ছবি শেয়ার করেছেন অভিকা। একটি ছবিতে তিনি মিলিন্দের হাত ধরে হাসিতে ফেটে পড়ছেন। আরেকটি ছবিতে তিনি মিলিন্দের গালে চুম্বন এঁকে দিচ্ছেন।
সোশ্যাল মিডিয়ায় এই দুটি শেয়ার করে অভিকা লিখেছেন, 'ও আমায় জিজ্ঞাসা করেছিল। আমি প্রথমে হেসেছি.. তারপরে কেঁদেছি। এটা ছিল আমার জীবনের সবচেয়ে সোজা হ্যাঁ বলা। আমি ভীষণ ফিল্মি। আমার মনে হচ্ছি, আবহ সঙ্গীত বাজছে, সবকিছু থেমে গিয়েছে। ও শান্ত, কারণ দিয়ে সমস্ত কিছু ভাবে। ও আমায় বলল, 'একটা কেসে ফার্স্ট এড কিট নিয়ে চলি চলো।' আমি নাটক ভাবি, আর ও সেই সবটা মানিয়ে নেয়। যে কোনও ভাবে, আমরা একে অপরের জন্য অপরিহার্য। ও যখন আমায় জিজ্ঞাসা করল, আমার ভিতরে থাকা নায়িকাটা হাওয়ায় হাত ছড়িয়ে দিল। চোখে জল চলে এল আর আমার মাথা কাজ করছিল না। কারণ সত্যিকরের ভালবাসা একেবারে সঠিক হয় না.. যাদুর মতো হয়।' সোশ্যাল মিডিয়ায় সবাই অভিকাকে শুভেচ্ছা জানিয়েছেন এই পদক্ষেপের জন্য।
একটি সাক্ষাৎকারে একবার অভিকা বলেছিলেন, যে মণীষের সঙ্গে যে তাঁর প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়তে পারে, এই কথা তাঁর কল্পনারও অতীত ছিল। যখন অভিকার কানে এই কথা গিয়েছিল, তিনি সেটে মণীষের থেকে দূরে সরে থাকতেন। এমনকি সেটে মণীষের সঙ্গে কথা পর্যন্ত বলা বন্ধ করে দিয়েছিলেন অভীকা। তবে একটা সময়ের পরে অভীকা এটা মেনে নিয়েছিলেন যে, তাঁরা যাই করুন না কেন, গসিপ হবেই। প্রেমের চর্চা একবার শুরু হতে তা কেউ থামাতে পারে না। এই প্রেমেই গুঞ্জন থেমে ছিল না, রটে গিয়েছিল, মণীষ ও অভিকার এক সন্তানও রয়েছে। বিবাহের আগেই মা হয়েছেন অভিকা। তবে সেই কথা লুকিয়ে রাখতে চেয়েছেন তিনি।
View this post on Instagram
```






















