Bollywood News: ১৮ বছরের বড় সহ অভিনেতার সঙ্গে প্রেম, বিয়ের আগেই সন্তান? কে এই নায়িকা?
Bollywood Update: একটা সময়ে শোনা গিয়েছিল, নিজের থেকে অনেক বড় বয়সের সহ অভিনেতার সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি

কলকাতা: ছোট্ট বয়স থেকেই যশ আর খ্যাতি দুইই অর্জন করেছিলেন তিনি। 'বালিকা বধূ' হিসেবেই ছোটপর্দায় তাঁর পরিচিতি। দীর্ঘদিন ধরে 'বালিকা বধূ' ধারাবাহিকের অংশ ছিলেন তিনি। এরপরেও তিনি একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। অভিনয় করেছেন মিউজিক ভিডিও ও স্বল্পদৈর্ঘ্যের ছবিতেও। কিন্তু সদ্যই তাঁর সম্পর্কে বিভিন্ন কথাবার্তা শোনা গিয়েছে। একটা সময়ে শোনা গিয়েছিল, নিজের থেকে অনেক বড় বয়সের সহ অভিনেতার সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। আর এবার শোনা যাচ্ছে, বিবাহিত না হয়েও এক সন্তান রয়েছে তাঁর! কে এই নায়িকা?
এই নায়িকার নাম সবারই চেনা। নায়িকার নাম অভীকা গৌর (Avika Gor)। একটা সময়ে 'শ্বশুরাল সিমর কা' ধারাবাহিকের দ্বিতীয় মুখ্যভূমিকায় অভিনয় করতেন অভিকা। যখন তিনি 'শ্বশুরাল সিমর কা' ধারাবাহিকে অভিনয় করতেন, শোনা যায়, সেই সময়ে তিনি তাঁর থেকে ১৮ বছরের বড় অভিনেতা মণীষ রায়সিংহানের সঙ্গে প্রেম করছেন। পর্দায় তাঁদের রসায়ন দর্শকদের ভীষণ প্রিয় ছিল। আর সেটেও তাঁরা দুজনে একসঙ্গেই সময় কাটাতেন। সেখান থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
অভিকার প্রতিক্রিয়া
একটি সাক্ষাৎকারে একবার অভিকা বলেছিলেন, যে মণীষের সঙ্গে যে তাঁর প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়তে পারে, এই কথা তাঁর কল্পনারও অতীত ছিল। যখন অভিকার কানে এই কথা গিয়েছিল, তিনি সেটে মণীষের থেকে দূরে সরে থাকতেন। এমনকি সেটে মণীষের সঙ্গে কথা পর্যন্ত বলা বন্ধ করে দিয়েছিলেন অভীকা। তবে একটা সময়ের পরে অভীকা এটা মেনে নিয়েছিলেন যে, তাঁরা যাই করুন না কেন, গসিপ হবেই। প্রেমের চর্চা একবার শুরু হতে তা কেউ থামাতে পারে না। এই প্রেমেই গুঞ্জন থেমে ছিল না, রটে গিয়েছিল, মণীষ ও অভিকার এক সন্তানও রয়েছে। বিবাহের আগেই মা হয়েছেন অভিকা। তবে সেই কথা লুকিয়ে রাখতে চেয়েছেন তিনি।
অভিকার বাবা মায়ের প্রতিক্রিয়া
অভিকা জানিয়েছিলেন, প্রথম প্রথম যখন তাঁকে ও মণীষকে নিয়ে গুজব রটত, তিনি খুব ভয় পেতেন যে তাঁর বাবা মা কী ভাববে। তবে একদিন অভিকার বাবা মা সেটে আসেন ও মণীষের সঙ্গে ভালভাবেই কথা বলেন। তখন অভিকা বুঝতে পারেন যে বাবা মায়ের এই সমস্ত গুজব নিয়ে কোনও খারাপ লাগা নেই।
View this post on Instagram
View this post on Instagram






















