এক্সপ্লোর
নিষিদ্ধ হোক পানিপথ ছবি, দাবি উঠল সংসদে
রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির সাংসদ হনুমান বেনিওয়াল আজ লোকসভায় দাবি করেছেন, রাজস্থানের জাঠেরা পানিপথ-এর বিরুদ্ধে, ছবিটি নিষিদ্ধ করতে হবে।
![নিষিদ্ধ হোক পানিপথ ছবি, দাবি উঠল সংসদে Ban film Panipat: RLP member tells Lok Sabha নিষিদ্ধ হোক পানিপথ ছবি, দাবি উঠল সংসদে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/12/10163617/Panipat.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: রাজা সুরজমলকে ছোট করে দেখানো হয়েছে। এই অভিযোগে পানিপথ ছবির বিরুদ্ধে রাজস্থানে বিক্ষোভ অব্যাহত। জয়পুর, ভরতপুর ও বিকানীরে বিক্ষোভকারীরা সিনেমা হলের কাঁচের দরজা ভেঙেচুরে বিক্ষোভ দেখাচ্ছেন। ভরতপুরে আজ বনধ চলছে ছবিটির বিরুদ্ধে, রাজ মন্দির নামে বিখ্যাত একটি সিনেমা হলে পানিপথ প্রদর্শন বন্ধ হয়ে গিয়েছে। বিকানীরেও একটি সিনেমা হলের দরজা জোর করে বন্ধ করে দিয়েছেন মানুষজন।
মূল বিক্ষোভ চলছে জয়পুরের সুরজমল স্কোয়ারে। রাজ্যের মন্ত্রী বিশ্বেন্দ্র সিংহ আবার রাজা সুরজমলের বংশধর। তিনিও বিক্ষোভে যোগ দিয়েছেন, দাবি করেছেন, পানিপথ প্রদর্শন অবিলম্বে বন্ধ করতে হবে। তাঁর অভিযোগ, ছবি নির্মাতারা দর্শক টানার জন্য ইতিহাস বিকৃত করেছেন, আগে যোধা-আকবর-এর মত ছবি করা হয়, তারপর পদ্মাবতী, বিক্ষোভের জেরে যার নাম পাল্টে পদ্মাবত করা হয় আর এখন এই ছবি। এতে দেখানো হয়েছে, রাজপুতরা মারাঠাদের সাহায্য করার বদলে আগ্রা দুর্গ দাবি করেছিল। এই দাবি মিথ্যে। রাজা সুরজমল শুধু তাঁর বীরত্ব দিয়েই রাজ্যের সীমানা বাড়িয়েছিলেন। ছবি নির্মাতারা সুরজমলের বংশধরদের সঙ্গে কোনও যোগাযোগ করেননি, ঠিকঠাক গবেষণা করেই ছবি তৈরি করে ফেলা হয়েছে। এ নিয়ে আদালতে যাবেন বলেও তাঁরা জানিয়েছেন।
রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির সাংসদ হনুমান বেনিওয়াল আজ লোকসভায় দাবি করেছেন, রাজস্থানের জাঠেরা পানিপথ-এর বিরুদ্ধে, ছবিটি নিষিদ্ধ করতে হবে। তাঁকে সমর্থন করেছেন বিজেপির সুমেধানন্দ সরস্বতী। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটও এই ছবির ব্যাপারে সেন্সর বোর্ডের হস্তক্ষেপ দাবি করে টুইট করেছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)