Belashuru: প্রবীণ দম্পতির বিয়ের 'উপহার' হয়ে মুক্তি পাচ্ছে 'বেলাশুরু', দর্শকদের প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত পরিচালক
Belashuru: মানিকতলা নিবাসী মৃণালকান্তি শীল ও জ্যোৎস্না শীলের বিবাহ হয় ২০শে মে, ১৯৭৭ সালে। এই বছর তাদের ৪৫তম বিবাহ বার্ষিকী। বাবা মায়ের এই ভালবাসার ৪৫ বছর পূর্তিতে এটাই হবে তাদের বিশেষ উপহার।
কলকাতা: ২০ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় দিন গুনছে 'বেলাশুরু' (Belashuru)। আর সেই ছবির অপেক্ষায় দিন গুনছে কত মানুষ, ফেসবুক না থাকলে সেই খবর বোধহয় পৌঁছতই না উইন্ডোজ (Windows)-এর কাছে। কোনও প্রবীণ দম্পতির বিয়ের দিনের সঙ্গে মিলে গিয়েছে 'বেলাশুরু'-র রিলিজ ডেট। কোথও আবার হবু মা-বাবা অপেক্ষা করছে এই সিনেমার জন্য়।
সিনেমার বিভিন্ন খবর হামেশাই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee)। সেখান থেকেই মিলল দুই অনুরাগীর গল্প। প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ভবানীপুরের নব দম্পতি অর্ণব মুখোপাধ্যায় এবং তার স্ত্রী মধুরিমা মুখার্জী প্রথম বার বাবা-পা হতে চলেছেন। অগস্ট মাসে তাঁদের কোলে আসার কথা একরত্তি। অর্ণব একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন এবং তার স্ত্রী মধুরিমা পেশায় স্কুল শিক্ষিকা। বিয়ের আগে থেকেই তারা উইন্ডোজ-এর প্রায় সব ছবি সিনেমা হলে গিয়ে দেখেছেন এবং তারা নন্দিতা-শিবপ্রসাদ জুড়ির অত্যন্ত অনুগামী। তারা তাদের এই জীবনের নতুন অধ্যায়কে উৎযাপন করতে চান পরিচালক জুটির নতুন ছবি 'বেলাশুরু' দেখে। তারা এই ছবির প্রিমিয়ারের অংশ হতে চান।
আরও পড়ুন: Web Series: যেন ব্লু হোয়েল বা মোমোর গল্প, পায়েল-সৌপ্তিক-রণিতা নিয়ে আসছেন নতুন ওয়েব সিরিজ
আরও এক গল্প জানা গিয়েছে ফেসবুক থেকেই। মানিকতলা নিবাসী মৃণালকান্তি শীল ও জ্যোৎস্না শীলের বিবাহ হয় ২০শে মে, ১৯৭৭ সালে। এই বছর তাদের ৪৫তম বিবাহ বার্ষিকী। তাদের দুই মেয়ে তারা ঠিক করেছে এ বছর বাবা-মাকে এই বিশেষ দিনে 'বেলাশুরু' ছবিটি দেখাবেন এবং তা দিয়েই শুরু হবে তাদের আগামী পথ চলা। বাবা মায়ের এই ভালবাসার ৪৫ বছর পূর্তিতে এটাই হবে তাদের বিশেষ উপহার।
এই খবর পৌঁছেছে পরিচালকদের কাছেও। শিবপ্রসাদ জানালেন, সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) ও স্বাতীলেখা সেনগুপ্তের (Swatilekha Sengupta) কাজ দেখতে মানুষের এই আবেগ সত্যিই বিশাল পাওয়া।