100 Days of 'Pradhan': প্রেক্ষাগৃহে ব্লকবাস্টার ১০০ দিন! কেক কেটে উৎসবে পালন দেবের 'প্রধান' সাফল্য
'Pradhan': ২০২৩ সালের ২৩ ডিসেম্বর, বড়দিনের আবহে মুক্তি পায় 'প্রধান'। এই ছবির গল্প আবর্তিত হয় দীপক প্রধান নামে এক সৎ পুলিশ অফিসারকে ঘিরে, যে চরিত্রে দেব অভিনয় করেছেন।
কলকাতা: দেখতে দেখতে প্রেক্ষাগৃহে সগৌরবে ১০০ দিন পার করে ফেলল দেবের সামাজিক ও রাজনৈতিক (Socio-Political) প্রেক্ষাপটে তৈরি ছবি 'প্রধান' (100 Days of 'Pradhan')। একটানা ১৫ সপ্তাহ ধরে দর্শকের মন জয় করে আসছে এই ছবি। ফলে উদযাপন তো করতেই হয়। এই আবহেই 'দক্ষিণ কলিকাতা সংসদ ক্লাব'-এ 'বেঙ্গল টকিজ', 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স', অতনু রায়চৌধুরী, প্রণব কুমার গুহ ও তারকা দেবের (Dev) উপস্থিতিতে কেক কেটে উদযাপন করা হল এই বিশেষ দিন।
১০০ দিন পার 'প্রধান' ছবির, কেক কেটে হল উদযাপন
ছবির সাফল্য উদযাপনে হাজির ছিল ছবির গোটা টিম। এমনিতে সামনেই ভোট। তার আগে প্রচারে ব্যস্ত ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। তার মধ্যেও নিজের ছবির জন্য সময় বের করতে ভোলেন না তিনি। সকালে প্রচার, তো রাতে ছবির 'সাকসেস পার্টি'! এদিনের উদযাপনে দেবের সঙ্গে উপস্থিত ছিলেন সোহম চক্রবর্তী, মমতা শঙ্কর, সিনেমায় নবাগতা সৌমিতৃষা ও পরিচালক অভিজিৎ সেন। এছাড়াও অবশ্যই ছিলেন প্রযোজক অতনু রায়চৌধুরী ও প্রণব কুমার গুহ।
পরিচালকের কথায়, ''প্রধান' তৈরিতে আমার উদ্দেশ্য ছিল দর্শককে শুধু বিনোদন দেওয়া নয়, রাজনৈতিক প্রশাসন ও সামাজিক ন্যায়বিচারের জটিলতার উপর একটি মর্মস্পর্শী প্রতিফলন দেওয়া। দেব এবং পরাণ বন্দোপাধ্যায়ের সঙ্গে কাজ করা একটি দারুণ অভিজ্ঞতা, কারণ তাঁরা নিখুঁতভাবে নিজেদের চরিত্রগুলিকে ফুটিয়ে তুলেছেন। সেই সঙ্গে, সোহম এবং অনির্বাণের দুর্ধর্ষ পারফরম্যান্স দর্শককে মন্ত্রমুগ্ধ করেছে। আমাদের নায়ক, দীপক প্রধানের দৃষ্টিকোণ দিয়ে সিনেমাটি শুধুমাত্র মানুষ যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হন তা নিয়ে চিন্তাভাবনা এবং আলোচনা করার জন্য নয়, বরং দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে সততা এবং সাহসের গুরুত্ব বোঝাতে অনুপ্রাণিত করতে চেয়েছে।'
আরও পড়ুন: Top Social Post: অক্ষয়-টাইগারের পোস্ট ভাইরাল, 'ভুল' ভাঙালেন পরিণীতি, আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি
২০২৩ সালের ২৩ ডিসেম্বর, বড়দিনের আবহে মুক্তি পায় 'প্রধান'। এই ছবির গল্প আবর্তিত হয় দীপক প্রধান নামে এক সৎ পুলিশ অফিসারকে ঘিরে, যে চরিত্রে দেব অভিনয় করেছেন। তাঁকে একটি কাল্পনিক গ্রাম ধর্মপুরে ট্রান্সফার করে দেওয়া হয় তাঁর স্ত্রী রুমি (সৌমিতৃষা)-র সঙ্গে। সেখানে গিয়ে দীপক সেই জায়গার ইতিহাস জানতে পারেন এবং স্থানীয় পঞ্চায়েত প্রধান জটীলেশ্বর মুখোপাধ্যায়ের (অনির্বাণ চক্রবর্তী) অন্য একজন সহকর্মী পুলিশ অফিসার বিবেক (সোহম) এবং তার বাড়িওয়ালা, স্থানীয় স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ সরকার (পরাণ বন্দ্যোপাধ্যায়) ও কৃষ্ণের স্ত্রী শান্তি (মমতা শঙ্কর)-র সহায়তায় দুর্নীতি ও জঘন্য আচরণের সাক্ষী হন। ভালবাসার জন্য, মর্যাদা, ব্যক্তিত্ব, নীতি এবং সততার জন্য এক মানুষের লড়াইয়ের গল্প, 'প্রধান' ছবিতে রয়েছে বাঙালি সংবেদনশীলতা, এবং সেই সঙ্গে টানটান ড্রামা। সেই সঙ্গে সকলের পারফর্ম্যান্সও বেশ পছন্দ করেছেন দর্শক। ছবির গান তৈরি করেছেন শান্তনু মৈত্র, অনুপম রায়, রথিজিৎ ভট্টাচার্য। গানের কথা লিখেছেন অনুপম রায় ও প্রসেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।