Churni Ganguly Exclusive: পাহাড়ি গ্রামে কেটেছে ছোটবেলা, নববর্ষ, হালখাতা অনুভবই করতে পারতেন না চূর্ণী
Bengali New Year 2024: 'আমার বড় হওয়া পাহাড়ে। ওখানে নববর্ষে উৎসব হত না তেমন। কেবল 'বেঙ্গলি নিউ ইয়ারর্স ডে' বলে স্কুল ছুটি থাকত'
তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: ছোটবেলায় নববর্ষের বিশেষত্ব ছিল স্কুলের একটা ছুটি। ব্যাস। প্রত্যন্ত ডাওহিলে এসে পৌঁছত না কলকাতার হালখাতা বা অন্য কোনও উৎসবের আমেজই। 'বেঙ্গলি নিউ ইয়ারর্স ডে'-এর ছুটি আর দিদিমাকে জন্মদিনে চিঠি। ডাওহিলের সেই ছোট্ট মেয়েটির সঙ্গে তখন তেমনভাবে আলাপ হয়নি বাঙালি রীতিনীতির। প্রত্যন্ত পাহাড়ি জায়গা থেকে যখন এসে পড়লেন কলকাতায়, কখন ধীরে ধীরে শিখলেন হালখাতা। কিন্তু কিনবেন কী.. পকেট তো ফাঁকা! তা হোক.... নববর্ষ তবু তাঁর কাছে খুব বিশেষ। স্মৃতিতে, আবেগে। নিজের ছোটবেলার নববর্ষ থেকে ছেলে উজানের নববর্ষ যাপন - বাংলা ভাষা নিজে নিজের ভাবনা... নববর্ষের আগে বাংলা নিয়ে নিজের কথা, নিজের স্মৃতি শোনালেন চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly)।
ছোটবেলায় নববর্ষে উৎসবকে অনুভব করতে পারতেন না তেমনভাবে.. চূর্ণী বলছেন, 'আমার বড় হওয়া পাহাড়ে। ওখানে নববর্ষে উৎসব হত না তেমন। কেবল 'বেঙ্গলি নিউ ইয়ারর্স ডে' বলে স্কুল ছুটি থাকত। সেটার জন্য অপেক্ষা করতাম। তবে ওই পর্যন্তই। ডাওহিলের পাহাড়ি গ্রামে নববর্ষের দিন বিশেষ মেনু রান্না করার রসদ বাজারে পাওয়া যেত না। ফলে আমাদের পরিবারে একটা নিয়ম ছিল। যা পাতে দেওয়া হবে, তাইই খেতে হবে। নাহলে উঠে যেতে হবে। ফলে নববর্ষের দিনটা খাওয়া নিয়ে আলাদা করে ভাবতাম না। তবে স্কুলের ছুটি ছাড়া একটাই জিনিস ছিল বিশেষ। এই দিনটা আমার দিদিমার জন্মদিন। ফলে আমরা সবাই দিদিমার উদ্দেশে একটা চিঠি লিখতাম। তাঁকে ভালবাসা, প্রণাম জানাতাম। সেই রীতিটা প্রত্যেক বছরই পালন হত।'
এখন কীভাবে কাটে নববর্ষ? চূর্ণী বলছেন, 'প্রত্যেক বছর যে নববর্ষে নিয়ম করে নতুন পোশাক কেনা হয় এমনটা নয়। তবে কেনা হলে সেই দায়িত্ব আমার ওপরেই পড়ে। কিন্তু নববর্ষের দিনটা কেবল আমার দিদিমার জন্মদিন নয়, মৃত্যুদিনও। ফলে ওঁর স্মৃতিতে কখনও কখনও আমরা সবাই জড়ো হই, খাওয়া-দাওয়া হয় কখনও কখনও। আসলে এই দিনটা আমাদের কাছে ভীষণ বিশেষ, আবার ঠিক উদযাপনেরও নয়।'
উজান বড় হচ্ছে, ওর নববর্ষ কেমন কাটে? চূর্ণী বলছেন, 'উজানও নিজের মতো করেই দিনটা কাটায়, পরিবারের সঙ্গেই। যেহেতু একদিনের উৎসব, তাই বিশেষ কোনও প্রস্তুতি থাকে না। বর্তমান প্রজন্ম নববর্ষ নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি কম করে, মনে হয় এই দিনটা পরিবারের সঙ্গেই কাটাতে পছন্দ করে সবাই।'
আরও দেখুন: Churni Ganguly Exclusive: পাহাড়ি গ্রামে উৎসব হত না, নববর্ষে নিয়ম করে একটা চিঠি লিখতেন চূর্ণী
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।