Bengali Serial: দত্তবাড়িতে দুর্গাপুজোর আয়োজন পর্ণার, কিন্তু হাজির নতুন বিপদ!
Bengali Serial Update: এককালে দত্তবাড়িতে নাকি মহা ধুমধাম করে দুর্গাপুজো হত। তোপ দাগা, নাচ-গান, ধুনুচি নাচ.. এই সবই একসময়ে হত দত্তবাড়ির দুর্গাপুজোয়। এইসবই ছিল বিশেষত্ব এই বাড়ির পুজোর
কলকাতা: ধারাবাহিক নিম ফুলের মধু (Neem Phuler Madhu)-তে দত্তবাড়িতে জোরকদমে চলছে পুজোর আয়োজন। দত্তবাড়িতে পুজোর আয়োজন করছেন সবাই। তবে পুজোর থিম কী হবে, সেই নিয়ে ঠাম্মির সঙ্গে পর্ণা, রুচিরা ও চয়ন আলোচনা করে ফেলেছে ইতিমধ্যেই। ঠাম্মির মুখে তারা ইতিমধ্যেই শুনে ফেলেছে, আগে কী কী হত দত্তবাড়িতে। এখন এই ধারাবাহিকে এক্কেবারে পুজো মুড।
এককালে দত্তবাড়িতে নাকি মহা ধুমধাম করে দুর্গাপুজো হত। তোপ দাগা, নাচ-গান, ধুনুচি নাচ.. এই সবই একসময়ে হত দত্তবাড়ির দুর্গাপুজোয়। এইসবই ছিল বিশেষত্ব এই বাড়ির পুজোর। পর্ণা ঠাম্মির থেকে সমস্ত গল্প শুনে সিদ্ধান্ত নেয়, পুরনো, হারিয়ে যাওয়া রীতি আবার ফিরিয়ে আনবে সে। সমস্ত কিছুই পরিকল্পনা করল সে। কিন্তু পর্ণা যাতে সফল না হয়, সেইজন্য ফন্দি আঁটল ইশা। জল ঢেলে দিল তোপ দাগার বারুদে। এবার কী করবে পর্ণা? সেই উত্তর মিলবে ধারাবাহিকের গল্পে।
সম্প্রতি, এই ধারাবাহিকে একটি ফ্যাশন শো-এর এপিসোড দেখানো হয়েছিল। সেই গল্প এবিপি লাইভকে শুনিয়েছিলেন অরিজিতা মুখোপাধ্যায় ওরফে কৃষ্ণা দত্ত। তাঁর কথায়, 'আমরা, মানে দত্তবাড়ি চরিত্রের বাইরেও যেন একটা পরিবারের মতোই। ব়্যাম্পওয়াকের এই কয়েকটা দিন আমরা রীতিমতো ঘরে ঘরে ঘুরে দেখতাম, অন্যরকম সাজে সবাইকে কেমন লাগছে। আমার মনে পড়ে যাচ্ছিল আমার নিজের বাড়ির দুর্গাপুজোর কথা। সব মিলিয়ে এই কয়েকটা দিন একেবারে অন্যরকম আমেজ ছিল দত্তবাড়ির সেটে।'
কৃষ্ণা দত্তের চরিত্রে অভিনয় করতে গিয়ে সমালোচিত ও ট্রোলড দুইই হয়েছেন অরিজিতা। তবুও কৃষ্ণা দত্ত তাঁর বড় প্রিয়। কেন? অভিনেত্রী বলছেন, 'দ্বন্দ্ব তো সব জায়গায় থাকে। দ্বন্দ্ব না থাকলে নতুন কিছু তৈরি হবে কি করে! আমার কাছে চরিত্রটা ইতিবাচক না নেতিবাচক সেটার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ, চরিত্রটা গল্পের কোন জায়গায় রয়েছে। যদি সঠিক কারণ থাকে, তাহলে আমি নেতিবাচক চরিত্র করতে রাজি চিরকাল। আমি একটা চাকরি ছেড়ে ধারাবাহিকে এসেছি শুধুমাত্র প্যাশনের জন্য। আমার হাতে অস্ত্র বলতে সেই অভিনয়টাই। সেটা দিয়ে যদি মানুষের মধ্যে একটা কোনও ভাল বার্তা দিতে পারি, সেটাই আমার সাফল্য। ভাল চরিত্রকে তুলে ধরতে তো তার বিপরীতে একটা খারাপ চরিত্র থাকা প্রয়োজন। আমি না হয় সেই খারাপটাই হলাম। আমি চাই, যাঁরা সন্ধেবেলা ছোটপর্দায় আমায় দেখবেন, আমার অভিনয় যেন তাঁদের ভাবায়, কিছু বার্তা দেয়। আমার কাছে এমন অনেক ফোন আসে, যাঁরা বলেন, 'নিম ফুলের মধু' ধারাবাহিক নাকি তাঁদের শাশুড়ির ব্যবহারে পরিবর্তন এনেছে। আসলে কৃষ্ণা দত্তের মতো চরিত্ররা আমাদের ঘরে ঘরে রয়েছেন। একসময় আমি চাকরি করতাম, তখন আমার সহকর্মীদের মুখে তাঁদের বাড়ির কথা শুনতাম। এখন আমার বিশ্বাস করতে অসুবিধা হয় না, এমন চরিত্র সত্যিই রয়েছে। আমি তো এই চরিত্রটাকে সেলিব্রেট করি, কারণ আমার চরিত্রটা রয়েছে বলেই পর্ণার লড়াইগুলো দর্শকের কাছে গ্রহণযোগ্য হয়।'
আরও পড়ুন: Allu Arjun: জাতীয় পুরস্কার ফিরতেই পুষ্পবৃষ্টি, হায়দরাবাদ স্বাগত জানাল 'পুষ্পা' অল্লু অর্জুনকে