Bengali Serial: সঞ্জয়কে ছেড়ে অন্য কারোর সঙ্গে বিয়ে হয়ে যাবে সারির? আটকাতে পারবে শোলক?
Bengali Serial Update: যাঁরা এই ধারাবাহিক দীর্ঘদিন ধরে দেখেন, তাঁরা জেনে গিয়েছেন যে সারির সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে সঞ্জয়ের

কলকাতা: ধারাবাহিক মানেই তো গল্পের নতুন মোড়, আর এক এক মোড়ে থাকে এক এক রকম চমক। ঠিক যেমন নতুন একটা চমক আসতে চলেছে সান বাংলার ধারাবাহিক 'শোলক সারি'-তে। দুই বোনের জীবনের গল্প নিয়েই এগিয়েছে এই ধারাবাহিক। বিভিন্ন ওঠাপড়া, বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েই পেরিয়েছে তাদের জীবন। আর এবার সেই ধারাবাহিকের গল্পে আসতে চলেছে নতুন মোড়। ব্যবসার চাল হিসেবে সারির বিয়ে দিতে চায় আঁচল এবং প্রিয়দর্শিনী। কিন্তু শোলক চেষ্টা করে, যে কোনও ভাবে এই বিয়ে আটকানোর, কারণ সারির ভালবাসার মানুষ যে অন্য কেউ!
যাঁরা এই ধারাবাহিক দীর্ঘদিন ধরে দেখেন, তাঁরা জেনে গিয়েছেন যে সারির সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে সঞ্জয়ের। তাঁর সঙ্গেই বিয়ে করতে চায় সারি। সে কথা জানে শোলক। যে কোনও উপায়ে শোলক চায়, সারির সঙ্গে সঞ্জয়ের বিয়েটা দিতে। আঁচলের অভিসন্ধি থেকে কি সারিকে বাঁচাতে পারবে শোলক? সেই গল্পই দেখা যাবে ধারাবাহিক শোলক সারির আগামী পর্বে। এর আগে আমরা দেখেছি, প্রিয়দর্শিনী বিভিন্ন অভিসন্ধিতে শোলক আর সারির মধ্যে বিভেদ তৈরি করতে চায়। দুই বোনের এই বন্ধুত্ব আর ভালবাসা যেন সহ্যই করতে পারে না প্রিয়দর্শিনী। তার বিভিন্ন অভিসন্ধি রয়েছে।
কিন্তু প্রিয়দর্শিনীর এই অভিসন্ধি বুঝতে পারে না সারি। তবে শোলক সমস্তটা বোঝে, তাই সে সারিকে আগলে রাখার চেষ্টা করে। কিন্তু এবার প্রিয়দর্শিনী একেবারে মোক্ষম চাল চেলেছে। সে সারির বিয়ে ঠিক করেছে। কিন্তু এই পরিস্থিতি থেকে কি নিজেকে বাঁচাতে পারবে সারি? নাকি পরিস্থিতির শিকার হয়ে বিয়েটা করেই নেবে সে? ভুলে যাবে তার পুরনো ভালবাসাকে। অন্যদিকে শোলক আপ্রাণ চেষ্টা করছে সারিকে এই পরিস্থিতি থেকে বের করার। ভবিষ্যতে কী হবে, তা নিয়েই এগিয়ে যাবে শোলক সারির গল্প।
এই গল্পের মুখ্যভূমিকায় অভিনয় করছেন, সুকন্যা চক্রবর্তী, সুস্মিতা অধিকারী ও ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। এই গল্পের শুরু হয় শোলককে নিয়ে। শোলক একজন খুব দক্ষ তাঁতি। পশ্চিমবঙ্গের একটি প্রত্যন্ত গ্রামে থাকে সে। সেখানেই তৈরি করে সুন্দর সুন্দর সব শাড়ি। তার প্রত্যেকটা শাড়িতেই থাকে নিজস্বতার ছোঁয়া। আর এই শাড়ি বোনার কাজে শোলককে সঙ্গ দেয় বোন সারি। সেও খুব সুন্দর কাপড় বোনে। দুই বোন মিলে সুন্দর সুন্দর কাপড় তৈরি করে ও তা বিক্রি করে 'পার ইন্ডাস্ট্রি'-তে। এই ব্যবসার শুরু থেকেই শোলক আর সারি পাড় ইন্ডাস্ট্রিতে শাড়ি বিক্রি করে আসছে। কিন্তু সমস্যা তখনই শুরু হয়, যখন শোলক আর শাড়ি এই পার ইন্ডাস্টির ছত্রছায়া থেকে বেরিয়ে নিজেদের একটা পরিচয় তৈরি করতে চায় তারা।






















