'Besharam Rang' Controversy: 'বেশরম রং' গানে পোশাক বিতর্ক! দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
Deepika Padukone: প্রসঙ্গত, ১২ তারিখ মুক্তি পেয়েছে 'পাঠান' ছবির প্রথম গান 'বেশরম রং'। গানটি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হলেও সেই গানেরই একটি পোশাক নিয়ে উঠেছে বিতর্কের ঝড়।
!['Besharam Rang' Controversy: 'বেশরম রং' গানে পোশাক বিতর্ক! দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের Besharam Rang Controversy: Complaint Submitted Against Deepika Padukone Over Saffron Attire, Police Yet To File FIR 'Besharam Rang' Controversy: 'বেশরম রং' গানে পোশাক বিতর্ক! দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/17/71aa3869ed37fd0111841ff586b977f81671296373276229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল মুম্বইয়ের সাকিনাকা পুলিশ স্টেশনে (Sakinaka Police Station)। 'পাঠান'-এর (Pathaan) 'বেশরম রং' (Besharam Rang) গানে গেরুয়া বিকিনি পরেছেন অভিনেত্রী, তার প্রতিবাদেই অভিযোগ। শনিবার সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, অভিযোগে ছবির প্রযোজক, পরিচালক, অভিনেতা এবং অভিনেত্রীর বিরুদ্ধে একটি ফার্স্ট ইনফর্মেশন রিপোর্ট (FIR) দায়ের করার অনুরোধ করা হয়েছে।
দীপিকার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের
দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে FIR-এর করার অনুরোধ করা হয়েছে। তবে পুলিশের তরফে কোনও FIR দায়ের করা হয়নি এখনও।
এক সংবাদ সংস্থা সূত্রে খবর, কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি সাংসদ গিরিরাজ সিংহ শনিবার 'পাঠান' অভিনেতা শাহরুখ খানকে ইসলাম এবং হজরত মহম্মদের জীবন নিয়ে একটি সিনেমা তৈরি করার চ্যালেঞ্জ জানিয়েছেন।
Mumbai| A complaint has been submitted to Sakinaka Police over the saffron attire of actress Deepika Padukone in 'Besharam Rang' song of Pathaan movie. The complainant has demanded to register FIR against film's producer,director,actor&actress.
— ANI (@ANI) December 17, 2022
Police have yet to register an FIR
'পাঠান' বিতর্কের প্রতিক্রিয়ায়, বিজেপি নেতা বলেন যে বলিউড তারকা যদি ইসলাম এবং হজরত মহম্মদকে নিয়ে ছবি তৈরি করেন তবে তিনি তাঁকে ধর্মনিরপেক্ষ বলে বিবেচনা করবেন। গিরিরাজ সিংহের মতে, বলিউডের কিছু প্রযোজক এবং অভিনয়শিল্পী হিন্দুদের উপহাস করার জন্য চলচ্চিত্র তৈরি করেন।
প্রসঙ্গত, ১২ তারিখ মুক্তি পেয়েছে 'পাঠান' ছবির প্রথম গান 'বেশরম রং'। গানটি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হলেও সেই গানেরই একটি পোশাক নিয়ে আপত্তি তুলেছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তাঁর মতে ছবির পোশাক ও দৃশ্যগুলি 'অশ্লীল এবং নিন্দনীয়'। তিনি জানিয়ে দেন, ওই দৃশ্য বা পোশাক হয় বদলাতে হবে নয়তো মধ্যপ্রদেশে ছবির মুক্তি নিয়ে চিন্তাভাবনা করতে হবে তাঁদের।
আরও পড়ুন: Shah Rukh Khan: জব্বলপুরে শাহরুখের 'ডাঙ্কি' ছবির শ্যুটিংয়ে বাধা, প্রতিবাদ বিক্ষোভকারীদের
এই বিতর্কের মধ্যে মুখ খুলেছেন নরোত্তম মিশ্র। তিনি বলেন, 'অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের পোশাক অত্যন্ত আপত্তিকর এবং গানটি নোংরা মানসিকতা নিয়ে শ্যুট করা হয়েছে। গানের দৃশ্য ও পোশাক পরিবর্তন করতে হবে, নয়তো মধ্যপ্রদেশে ছবির প্রদর্শনের বিষয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।' একইসঙ্গে দীপিকা পাড়ুকোন 'টুকড়ে টুকড়ে' গ্যাং-এর সমর্থক বলেও কটাক্ষ করেন তিনি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)