Shah Rukh Khan: জব্বলপুরে শাহরুখের 'ডাঙ্কি' ছবির শ্যুটিংয়ে বাধা, প্রতিবাদ বিক্ষোভকারীদের
‘Dunki’: বিক্ষোভকারীদের অভিযোগ যে শাহরুখ খান এবং 'পাঠান' নির্মাতারা ছবিতে "অশালীন এবং আপত্তিকর" উপায়ে গেরুয়া রং দেখিয়েছেন এবং এটি মেনে নেওয়া হবে না।
নয়াদিল্লি: শাহরুখ খানের (Shah Rukh Khan) আগামী ছবি 'পাঠান' (Pathaan) নিয়ে ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠেছে। শুক্রবার 'বেশরম রং' (Besharam Rang) গানে দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) গেরুয়া রঙের পোশাকের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন করনি সেনার সদস্যরা (Karni Sena Members) এবং অন্যান্য হিন্দু সংগঠনের একটি দল। জব্বলপুরের কাছে ভেদাঘাটে শাহরুখের 'ডানকি' ছবির শ্যুটিংয়েও (Dunki Shooting) বাধা সৃষ্টি করে এক দল বিক্ষোভকারী।
বাধার সম্মুখীন 'ডাঙ্কি'র শ্যুটিং
হাতে ধরা গেরুয়া পতাকা, কেউ কেউ পড়ছেন হনুমান চালিসা। জব্বলপুরে 'ডাঙ্কি'র শ্যুটিং স্পটের বাইরে একদল করনি সেনা সদস্য প্রতিবাদ করতে দেখা গেল এদিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভেদাঘাটে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। বিক্ষোভকারীদের দাবি, 'ডাঙ্কি' নির্মাতাদের ১০ মিনিটের মধ্যে শ্যুটিং বন্ধ করতে হবে। তবে নির্ধারিত সময়ের পরেও এবং হুমকি সত্ত্বেও শ্যুটিং চলেছে।
বিক্ষোভকারীদের অভিযোগ যে শাহরুখ খান এবং 'পাঠান' নির্মাতারা ছবিতে "অশালীন এবং আপত্তিকর" উপায়ে গেরুয়া রং দেখিয়েছেন এবং এটি মেনে নেওয়া হবে না। তাঁদের আরও দাবি, পবিত্র নর্মদা নদীর তীরে এই ধরনের সিনেমার শ্যুটিং বন্ধ করতে হবে। বিক্ষোভকারীরা আরও বলেন যে ছবির শ্যুটিং স্পটটি গোমূত্র ছড়িয়ে শুদ্ধ করতে হবে। এদিকে, শুধু ভেদাঘাটে নয়, লখনউতেও ‘পাঠান’-এর বিরুদ্ধে বিক্ষোভ করেছে করনি সেনা।
আরও পড়ুন: Nawazuddin Siddiqui Haddi: 'হাড্ডি'তে রূপান্তরকামীর চরিত্রে নওয়াজ, শেয়ার করলেন নতুন ছবি
প্রসঙ্গত, 'বেশরম রং' হচ্ছে শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি 'পাঠান'-এর প্রথম গান। শিল্পা রাওয়ের কণ্ঠে এই গান এখনও ট্রেন্ডিং। স্পেনের দুর্দান্ত লোকেশনে এই গানের শ্যুটিং হয়েছে। তবে গানের শেষে গেরুয়া রঙের এক বিকিনিতে দেখা যায় দীপিকাকে, যা হিন্দু ভাবাবেগে ধাক্কা দিয়েছে বলে দাবি দক্ষিণ পন্থীদের।