Mithya: ছেলের পর এবার বলিউডে আত্মপ্রকাশ ভাগ্যশ্রী কন্যার, দেখেছেন তাঁকে?
এবার বলিউডে পা রাখতে চলেছেন ভাগ্যশ্রী (Bhagyashree) কন্যা অবন্তিকা (Avantika Dasani)। সাইকোলজিক্যাল থ্রিলার ড্রামা সিরিজ দিয়ে অভিনয় জীবনে আত্মপ্রকাশ হতে চলেছে এই স্টার কিডের।
মুম্বই: 'ম্যায়নে পেয়ার কিয়া' খ্যাত অভিনেত্রী ভাগ্যশ্রীর ছেলের বলিউডে আত্মপ্রকাশ হয়েছে বেশ কয়েক বছর আগে। ২০১৮ সালে মুক্তি পাওয়া বলিউড ছবি 'মর্দ কো দর্দ নেহি হোতা' দিয়ে বিনোদন জগতে পা রাখেন অভিমন্যু দাসানি। বক্স অফিসে সেই ছবি খুব ভালো ব্যবসা করতে না পারলেও দর্শকের মনে জায়গা করে নেন অভিমন্যু। এবার বলিউডে পা রাখতে চলেছেন ভাগ্যশ্রী (Bhagyashree) কন্যা অবন্তিকা দাসানি (Avantika Dasani)। সাইকোলজিক্যাল থ্রিলার ড্রামা সিরিজ দিয়ে অভিনয় জীবনে আত্মপ্রকাশ হতে চলেছে এই স্টার কিডের।
সম্প্রতি বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি সিরিজের পোস্টার শেয়ার করেছেন। পোস্টারে আর এক বলিউড অভিনেত্রী হুমা কুরেশির সঙ্গে দেখা যাচ্ছে ভাগ্যশ্রী কন্যাকে। ওটিটি প্ল্যাটফর্ম দিয়ে বলিউডে পা রাখতে চলেছেন ভাগ্যশ্রী কন্যা অবন্তিকা দাসানি। ওয়েব সিরিজ 'মিথ্যা'র (Mithya) পোস্টার শেয়ার করে কন্যা অবন্তিকার অভিনয়ে আত্মপ্রকাশের কথা জানিয়েছেন তিনি। পোস্টার শেয়ার করেছেন অবন্তিকাও। তিনি ইনস্টাগ্রাম হ্যান্ডলে ওয়েব সিরিজ 'মিথ্যা'র পোস্টার শেয়ার করে লেখেন, 'যা কিছু আমরা দেখি তা সবসময় সঠিকভাবে হয় না। মিথ্যার এই জালের জন্য আসলে কারা দায়ী? 'মিথ্যা' আসছে জিফাইভে। আমার একেবারে প্রথম ওয়েব সিরিজের ঘোষণা করছি অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে।'
আরও পড়ুন - Bollywood Celebrity Updates: সলমনের ছাতার তলা থেকে বেরিয়ে নিজের পরিচিতি তৈরি কতটা পরিশ্রমের? বিস্ফোরক ইউলিয়া
পরিচালক রোহন সিপ্পির সাইকোলজিক্যাল থ্রিলার ড্রামা সিরিজ 'মিথ্যা'কে ভাগ্যশ্রী কন্যা অবন্তিকা ছাড়া অভিনয় করছেন হুমা কুরেশি, রঞ্জিত কপূর, পরমব্রত চট্টোপাধ্যায় প্রমুখ অভিনেতারা। প্রসঙ্গত, 'মিথ্যা' ওয়েব সিরিজটি ২০১৯ সালে মুক্তি পাওয়া 'চিট' নামের একটি সিরিজের অ্যাডপশন।
ডেবিউ প্রোজেক্ট নিয়ে খুবই উত্তেজিত অবন্তিকা দাসানি। এক সাক্ষাৎকারে বলেন, 'এমন একটা টান-টান উত্তেজনা ভরা গল্প দিয়ে শুরু হচ্ছে আমার প্রথম প্রোজেক্টে। আলাদা উত্তেজনা অনুভব করছি। প্রত্যেক কলাকুশলীর সঙ্গে কাজ করে দারুণ লেগেছে। ওঁরা প্রত্যেকেই অত্যন্ত প্রতিভাবান। আমার মতো নবাগতাকে ওঁরা যেভাবে স্বাগত জানিয়েছেন, তা এক কথায় অতুলনীয়। আশা করছি দর্শক 'মিথ্যা' উপভোগ করবেন।'