Bholaa box office collection Day 10: মাত্র দশ দিনেই ৭০ কোটি আয় করল অজয়-তব্বুর 'ভোলা'
Bholaa: লোকেশ কনগরাজের লেখা ও পরিচালিত তামিল হিট ছবি 'কৈথি'র হিন্দি রিমেক 'ভোলা'। হিন্দি ছবির পরিচালক অজয় স্বয়ং। তব্বু, দীপক ডোব্রিয়াল, সঞ্জয় মিশ্র, বিনীত কুমার, গজরাজ রাও অভিনীত এই ছবি।
কলকাতা: দেশ ও বিদেশের মাটিতে রমরম করে চলছে 'ভোলা'। আর এবার প্রকাশ্য়ে এল নতুন তথ্য। জানা যাচ্ছে, ১০ দিনের মাথায় এই ছবির আয় প্রায় ৭০ কোটি।
প্রথম দিনেই ১১.২০ কোটি টাকার ব্যবসা করেছিল অজয় দেবগণ পরিচালিত এই ছবি। তবে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে টিকিট বিক্রির পরিমাণ কিছুটা কমেছিল। প্রথম দিনে ডবল ডিজিটে আয়ের পর দ্বিতীয় দিনে এই ছবি ৭.৪০ কোটি টাকার ব্যবসা করেছিল।
লোকেশ কনগরাজের লেখা ও পরিচালিত তামিল হিট ছবি 'কৈথি'র হিন্দি রিমেক 'ভোলা'। হিন্দি ছবির পরিচালক অজয় স্বয়ং। তব্বু, দীপক ডোব্রিয়াল, সঞ্জয় মিশ্র, বিনীত কুমার, গজরাজ রাও অভিনীত এই ছবি। এমনিতে সিনেমায় অজয় দেবগণ ও তব্বু একসঙ্গে থাকলে দর্শকের আশার পারদ চড়তে থাকে। সৌজন্য অবশ্যই তাঁদের 'দৃশ্যম' ও 'দৃশ্যম ২'। এবার সেই তালিকায় জুড়ল 'ভোলা'ও। মাল্টি স্টারার এই ছবি অ্যাকশনে ভরপুর হবে তা টিজার ট্রেলারেই ছিল স্পষ্ট।
আরও পড়ুন...
রানির জন্য়ই হঠাৎ কান্নায় ভেঙে পড়লেন আলিয়া,কেন?
প্রসঙ্গত, ঘোষণার পর থেকেই দর্শকের মন জয় করেছে 'ভোলা'। প্রথমে টিজার (teaser), তারপর ট্রেলার (trailer) মুক্তির পর সেই উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখীই হয়েছে কেবল। ৩০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'ভোলা' (Bholaa)। অজয় দেবগণ (Ajay Devgn) পরিচালিত চতুর্থ ছবিটি। তামিল হিট ছবি 'কৈথি'র অফিসিয়াল রিমেক অজয় দেবগণ পরিচালিত 'ভোলা'। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকের হিটলিস্টে এই ছবি। তব্বু, দীপক ডোব্রিয়াল, সঞ্জয় মিশ্র, বিনীত কুমার, গজরাজ রাওয়ের মত অভিনেতারা আছেন এই ছবিতে। এমনিতে সিনেমায় অজয় দেবগণ ও তব্বু একসঙ্গে থাকলে দর্শকের আশার পারদ চড়তে থাকে। সৌজন্যে অবশ্যই তাঁদের 'দৃশ্যম' ও 'দৃশ্যম ২'। এবার সেই তালিকায় জুড়ল 'ভোলা'ও। মাল্টি স্টারার এই ছবি অ্যাকশনে ভরপুর হবে তা টিজার ট্রেলারেই ছিল স্পষ্ট। এই ছবির পরিচালক ও অভিনেতা উভয়ই অজয় দেবগণ। তিনি বলেন, 'আমি ছবির বিপদটাকে গভীর করতে চেয়েছি। উদ্দেশ্য ছিল ভোলার পথে বাধা হয়ে আসা সকলের আলাদা আলাদা পরিচয় তৈরি করা।'
ছবি মুক্তি ঠিক আগে আগেই পরিবার ও বন্ধুবান্ধদের জন্য় এই ছবির একটি স্পেশাল স্ক্রিনিং-এর আয়োজন করেছিলেন অজয়। সেখানেই পুত্র যুগ ও মা তনুজাকে নিয়ে উপস্থিত হয়েছিলেন কাজল। আর তারপরই নিজের ইন্সটা স্টোরিতে রিভিউ লিখেছিলেন অভিনেত্রী। তাঁর কথায়, এই ছবি 'মাস্ট ওয়াচ'। পাশাপাশি এই ছবিকে 'সম্পূর্ণ পয়সা ভসুল' বলেও দাবি করেছিলেন অভিনেত্রী। ছবিটি তাঁর এতটাই ভাল লেগেছে যে, গোটা ছবি জুড়ে তিনি হাততালি দিয়ে গেছেন বলেও জানিয়েছিলে।