![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Bhool Bhulaiyaa 2 Title Track: 'তেরি আঁখে ভুলভুলাইয়া...', নেট দুনিয়ায় ঝড় তুলছে 'ভুলভুলাইয়া টু'-এর টাইটেল সং
কয়েক বছর আগে এই গানেই দুলেছিল ছোট থেকে বড় সকলে। 'ভুলভুলাইয়া' ছবির ব্লকবাস্টার হিট এই গানকেই রিমেক করে ব্যবহার করা হয়েছে 'ভুলভুলাইয়া টু' (Bhool Bhulaiyaa 2) ছবিতে।
![Bhool Bhulaiyaa 2 Title Track: 'তেরি আঁখে ভুলভুলাইয়া...', নেট দুনিয়ায় ঝড় তুলছে 'ভুলভুলাইয়া টু'-এর টাইটেল সং Bhool Bhulaiyaa 2 title track out, Kartik Aaryan's song will make you miss Akshay Kumar Bhool Bhulaiyaa 2 Title Track: 'তেরি আঁখে ভুলভুলাইয়া...', নেট দুনিয়ায় ঝড় তুলছে 'ভুলভুলাইয়া টু'-এর টাইটেল সং](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/02/141bf82ae2e5150dc4f27393fe0bf27a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: আগামী ২০ মে মুক্তি পাবে কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) বহু প্রতীক্ষিত ছবি 'ভুলভুলাইয়া টু' (Bhool Bhulaiyaa 2)। ইতিমধ্যেই এই ছবির একাধিক টিজার, মোশন পোস্টার এবং ট্রেলার মুক্তি পেয়েছে। হরর কমেডি এই ছবির টিজারে দেখা মিলেছে নানা চমকের। ব্যাকগ্রাউন্ডে বারংবার বেজেছে মঞ্জুলিকার ভয় ধরান 'আমি যে তোমার' গান। আর এবার নেট মাধ্যমে মুক্তি পেল 'ভুলভুলাইয়া টু' ছবির টাইটেল সং (Bhool Bhulaiyaa 2 Title Track)। আর মুক্তি পেতেই নজর কাড়ছে এই গানের ভিউ।
'ভুলভুলাইয়া টু' ছবির টাইটেল ট্র্যাক-
'তেরি আঁখে ভুলভুলাইয়া/ বাতে হ্যায় ভুলভুলাইয়া...' কয়েক বছর আগে এই গানেই দুলেছিল ছোট থেকে বড় সকলে। 'ভুলভুলাইয়া' ছবির ব্লকবাস্টার হিট এই গানকেই রিমেক করে ব্যবহার করা হয়েছে 'ভুলভুলাইয়া টু' ছবিতে। যদিও গানের দৃশ্য এবং পোশাক দুইয়েই নানা বদল এসেছে। হরর কমেডির বাইরে গিয়ে ডান্স ফ্লোর মাতানোর জন্য তৈরি 'ভুলভুলাইয়া টু' ছবির টাইটেল ট্র্যাক। কালো স্যুটে ডান্স ফ্লোর মাতাচ্ছেন কার্তিক আরিয়ান। বসকো সিজারের কোরিওগ্রাফিতে 'হরে কৃষ্ণ হরে রাম' যেন নতুন প্রজন্মের কাছে আরও বেশি মনোগ্রাহী হয়ে উঠেছে। আর তাই নেট মাধ্যমে টাইটেল সং মুক্তি পেতেই তার ভিউ মাত্র কয়েক ঘণ্টাতেই ছাড়িয়েছে প্রায় ৪০ লক্ষ।
আরও পড়ুন - Drishyam 2 Film: অজয়-তব্বুর সঙ্গে 'দৃশ্যম টু'-এ যোগ দিলেন এই বলি তারকা
এদিন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'ভুলভুলাইয়া টু' ছবির টাইটেল সং পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, 'এবার রুহ বাবার সঙ্গে জিগজ্যাগ স্টেপ করুন।' প্রসঙ্গত, আগের বেশ কিছু ছবিতে এমনই হুক স্টেপ করতে দেখা গিয়েছে কার্তিক আরিয়ান। 'ধিমে ধিমে', 'কোকা কোলা', 'দিল চোরি'র মতো গানে এই ডান্স স্টেপে মাতিয়েছেন অনুরাগীদের। পরিচালক অনীশ বাজমির 'ভুলভুলাইয়া টু' ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে কার্তিক আরিয়ান, কিয়ারা আডবাণী, তব্বুকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রাজপাল যাদবকে। আগামী ২০ মে মুক্তি পাবে এই ছবি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)