![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Bhuban Badyakar: ঝলমলে আলো, রঙিন ব্লেজারে সেজে ক্যামেরার সামনে ভুবন বাদ্যকর, ফের কাঁচা বাদাম?
Bhuban Badyakar: ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে মিউজিক ভিডিওর কিছু অংশ। সেখানে দেখা গিয়েছে, একটি পানশালায় গানের ছন্দে স্বমহিমায় ভুবন।
![Bhuban Badyakar: ঝলমলে আলো, রঙিন ব্লেজারে সেজে ক্যামেরার সামনে ভুবন বাদ্যকর, ফের কাঁচা বাদাম? Bhuban Badyakar: Bhuban Badyakar is going to play a new version of Kancha Badam Bhuban Badyakar: ঝলমলে আলো, রঙিন ব্লেজারে সেজে ক্যামেরার সামনে ভুবন বাদ্যকর, ফের কাঁচা বাদাম?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/11/b17ad2b834162d23c39c15175f9c6d01_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আবার কাঁচা বাদাম, তবে নতুন মোড়কে! ভুবন বাদ্যকরকে (Bhuban Badyakar) সঙ্গে নিয়েই কাঁচা বাদাম গানের দ্বিতীয় অংশ তৈরি করছেন জুবিন মিত্র। পিযুষ চক্রবর্তী ও ভুবন নিজেই এই গানের সুর তৈরি করেছেন। তাঁরা ছাড়াও এই মিউজিক ভিডিওতে রয়েছেন, আকাশ বণিক, পারমিতা, মোনালিসা, সাজিদকৃষ্ণ সহ অন্যান্য শিল্পীরা। জুবিন একজন কোরিওগ্রাফার, স্বাধীন গান লেখক এবং মিউজিক কম্পোজার হিসেবে সাক্ষর রেখেছেন ইতিমধ্যেই।
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে মিউজিক ভিডিওর কিছু অংশ। সেখানে দেখা গিয়েছে, একটি পানশালায় গানের ছন্দে স্বমহিমায় ভুবন। সঙ্গে দেখা গিয়েছে তাঁর হারমোনিয়ামও। সেই হারমোনিয়াম বাজিয়ে দিব্যি 'কাঁচা বাদাম'-এ সুর তুলেছেন তিনি।
ইতমধ্যেই মুক্তি পেয়েছে ভুবন বাদ্যকরের অপর নতুন গান 'হবে নাকি বৌ'। মাত্র দুদিনেই এই মিউজিক ভিডিও প্রায় ১ লক্ষ ৪০ হাজার ভিউ হয়েছিল। 'হবে নাকি বৌ' গানটি ভুবন বাদ্যকরের সঙ্গে গেয়েছেন কেশব দে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সৌম্যজিৎ গঙ্গোপাধ্যায়। তবে এই মিউজিক ভিডিওতে কেবলমাত্র ভুবন বাদ্যকরকেই দেখা যায়নি, তাঁর সঙ্গে দেখা গিয়েছে তাঁর স্ত্রী আদুরিকেও।
আরও পড়ুন: Samrat Prithviraj: সিনেমা হলে নেই দর্শক, বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে অক্ষয়ের 'সম্রাট পৃথ্বীরাজ'
নতুন মিউজিক ভিডিও প্রসঙ্গে ভুবন বাদ্যকর বলেন, 'আমার নতুন মিউজিক ভিডিও নিয়ে খুবই উত্তেজিত। নতুন গানের রেকর্ডিং এবং মিউজিক ভিডিওর শ্যুটিংয়ের অভিজ্ঞ দারুণ ছিল। আশা করছি আমার নতুন গানও দর্শকের একইরকম ভালো লাগবে।' মিউজিক ভিডিওর আর এক গায়ক কেশব দে বলেন, 'মুক্তি পেতেই দারুণ সাড়া ফেলেছে এই গান। যে অংশটায় ভুবন বাদ্যকর গেয়েছেন, তা এককথায় অসাধারণ। এই ভিডিওতে ফের বিয়ে করতে দেখা যাবে তাঁকে।'
প্রসঙ্গত, কিছুদিন আগেই নতুন গানের শ্যুটিংয়ের জন্য মুম্বই উড়ে যান ভুবন বাদ্যকর। বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের কুরালজুড়ি গ্রামের বাড়ি থেকে তিনি পাড়ি দিয়েছিলেন তাঁর সমস্ত সঙ্গীদের নিয়ে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)