এক্সপ্লোর
Advertisement
করোনায় প্রথমে চলে গেলেন মা, ১০ দিনের মাথায় মারা গেলেন বাবাও, জীবনে শূন্যতা বোধ করছেন এই অভিনেতা
সোশ্যাল মি়ডিয়ায় তিনি লিখেছেন, ‘১০ দিনের মধ্যে দু’জনে চলে গেলেন। চারিদিক শূন্য মনে হচ্ছে। সময় এই শূন্যতা পূরণ করতে পারবে না।’
নয়াদিল্লি: মা তিন বছর ধরে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। বাবা করোনা আক্রান্ত হন। ১০ দিনের মধ্যে দু’জনকেই হারিয়েছেন টেলিভিশন তারকা গৌরব চোপড়া। বাবা-মাকে হারানোর যন্ত্রণা তিনি সহ্য করতে পারছেন না । ‘সব ফাঁকা লাগছে। পুরো শূন্যতা। কোনও সময় এই শূন্যতা পূরণ হবে না।’ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি।
গত মাসে করোনা আক্রান্ত হন গৌরবের বাবা স্বতন্ত্র চোপড়া। চিকিৎসকরা বহু চেষ্টা করলেও তাঁকে বাঁচাতে পারেননি। গত শনিবার, ২৯ অগাস্ট তাঁর মৃত্যু হয়। এর দিন দশেক আগেই মাকেও হারিয়েছেন এই অভিনেতা। তাঁর মায়েরও করোনা ধরা পড়ে। ক্যান্সারের পাশাপাশি করোনার ধাক্কা সামলাতে পারেননি তিনি। বাবা-মা-কে একসঙ্গে হারিয়ে কার্যত ভেঙে পড়েছেন অভিনেতা।
সোশ্যাল মি়ডিয়ায় তিনি লিখেছেন, ‘১০ দিনের মধ্যে দু’জনে চলে গেলেন। চারিদিক শূন্য মনে হচ্ছে। সময় এই শূন্যতা পূরণ করতে পারবে না।’
বাবাকে নিয়ে আলাদা করে পোস্ট করেছেন তিনি। লিখেছেন, ‘আমার নায়ক, আমার আদর্শ, আমার অনুপ্রেরণা-আমার বাবা একজন আদর্শ মানুষ, আদর্শ ছেলে, আদর্শ ভাই, বাবার কাছে সবকিছুর উপরে ছিল পরিবার। একজন আদর্শ বাবা পেয়েছিলাম আমি। আমি যে ওঁর মতো মানুষের ছেলে হতে পেরেছি, এটাই ঈশ্বরের আশীর্বাদ।’
১৯ অগস্ট মা চলে যাওয়ার পরের দিন মায়ের ছবি পোস্ট করেছিলেন তিনি। লিখেছিলেন, ‘মাই মাম্মি স্ট্রংগেস্ট।’ প্রথমে বছর খানেক আগের একটি ছবি শেয়ার করেন তিনি। লেখেন, ‘তখন তিনি ক্যান্সার-যোদ্ধা। বাড়ির এনার্জির সবচেয়ে উজ্জ্বল জায়গা ছিল মায়ের ঘরটাই। তাঁর রূপ নিয়ে বলার ভাষা ছিল না। শিক্ষিকা, সহকর্মী, বন্ধু সবরকমভাবে মা ছিলেন আমার অনুপ্রেরণা।’
‘ডোলি আরমানো কি’, ‘গুলমোহর গ্র্যান্ড’, ‘লেফট রাইট লেফট’, ‘উত্তরণ’-সহ আরও কয়েকটি ধারাবাহিকে দেখা গিয়েছে গৌরবকে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement