এক্সপ্লোর
Advertisement
দেখুন টিজার: ‘দুপুর ঠাকুরপো’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে বৌদির ভূমিকায় 'বিগ বস'-এর মোনালিসা
কলকাতা: টেলিভিশন রিয়েলিটি শো 'বিগ বস সিজন ১০'-এ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন মোনালিসা। সেই তিনিই এবার দর্শকদের মন জয়ে ফিরছেন ক্যামেরার সামনে। এবার তাঁকে দেখা যাবে বৌদির ভূমিকায়। বাংলা ডিজিটাল শো 'দুপুর ঠাকুরপো'-র দ্বিতীয় সিজনে তাঁকে দেখা যাবে বৌদির চরিত্রে।
জানা গেছে, এই সিজনের কাহিনী প্রথমবারের তুলনায় অনেকটাই আলাদা। এবার 'ঝুমা বৌদি'র ভূমিকায় দেখা যাবে মোনালিসাকে। তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই শো-য়ের টিজার অনুরাগীদের কাছে প্রকাশ করেছেন। এই শো-এর অপেক্ষায় থাকা দর্শকদের টিজারটি খুবই পছন্দ হয়েছে বলে জানা গেছে। সেইসঙ্গে অনুরাগীরা মোনালিসার প্রশংসাও করছেন।
মোনালিসা তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই শো-তে তাঁর লুক নিয়ে বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছেন।
এই শো সম্পর্কে মোনালিসা বলেছেন, 'এই ভূমিকায় অভিনয়ের প্রস্তাব যখন আমাকে দেওয়া হয়, তখন খুবই উচ্ছ্বসিত হয়েছিলাম। এই চরিত্রের ব্যাপারে কিছুটা সময় আলোচনা করি এবং অভিনয়ের জন্য প্রস্তুত হয়ে যাই। শো-তে আমার লুক খুবই গ্ল্যামারাস, কিন্তু ঝুমা আদতে খুবই সাধারণ। তার চালচলন ও কথা বলার ভঙ্গিতে ছেলেরা আকর্ষণ অনুভব করে'। মোনালিসার জন্ম কলকাতাতেই। কিন্তু এর আগে এখানে কাজ করেননি তিনি। এই প্রথম কোনও বাংলা শো-তে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। এ ব্যাপারে দারুণ উচ্ছ্বসিত মোনালিসা। এ ব্যাপারে মোনালিসা বলেছেন, 'মাঝেমধ্যেই কলকাতায় আসতাম। কিন্তু প্রথমবার এখানে শ্যুটিংয়ের জন্য এলাম'। মোনালিসা বলেছেন, বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করার আগ্রহ তাঁর বরাবরই। আর সেখানে একটা ভালো চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি খুবই খুশি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement