Bigg Boss 15 Salary Per Week: 'বিগ বস ১৫'-এর প্রতিযোগীদের প্রত্যেক সপ্তাহের উপার্জন জানেন?
Bigg Boss 15 Salary Per Week: 'বিগ বস' (Bigg Boss) মানেই ভরপুর ড্রামা। এবারে 'বিগ বস ১৫'-তেও (Bigg Boss 15) তার অন্যথা হচ্ছে না। কিছুদিন আগে 'বিগ বস ১৫' থেকে একসঙ্গে দুই প্রতিযোগীকে বাদ দিয়ে দেওয়া হয়।
নয়াদিল্লি: 'বিগ বস' (Bigg Boss) মানেই ভরপুর ড্রামা। এবারে 'বিগ বস ১৫'-তেও (Bigg Boss 15) তার অন্যথা হচ্ছে না। এই বছরের বিগ বসে হাজির হয়েছেন কর্ণ কুন্দ্রা, জয় ভানুশালি, তেজস্বী প্রকাশের (Karan Kundrra, Jay Bhanushali, Tejasswi Prakash) মতো তারকারা। অন্যদিকে এবারে 'বিগ বস ১৫' -এ এসেছেন 'বিগ বস ওটিটি'-র (Bigg Boss OTT) একাধিক তারকাও। শমিতা শেট্টি, প্রতীক সহেজপাল ও নিশান্ত ভট্ট (Shamita Shetty, Pratik Sehajpal and Nishant Bhat)। কিন্তু জানেন কি এই সমস্ত প্রতিযোগীরা অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য প্রত্যেক সপ্তাহে কত টাকা করে পান?
শুরু করা যাক, তেজস্বী প্রকাশকে দিয়ে। হিন্দি ধারাবাহিক জগতের 'বিগ শট' নাম। তিনি 'বিগ বস'-এ কর্ণ কুন্দ্রার থেকেও বেশি টাকা উপার্জন করেন। এমনকী শমিতা শেট্টি, রাখি সাওয়ান্তের মতো একাধিক বড় নামকেও টেক্কা দিয়ে যায় তাঁর পারিশ্রমিক।
'বিগ বস ১৫' প্রতিযোগীদের পারিশ্রমিকের তালিকা রইল (the salaries of Bigg Boss 15 contestants):
এক বিনোদন পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, 'বিগ বস ১৫'-এর আপাতত সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত প্রতিযোগী হচ্ছেন তেজস্বী প্রকাশ। তিনি প্রত্যেক সপ্তাহে ১০ লক্ষ টাকা করে পারিশ্রমিক পান। অন্যদিকে কর্ণ কুন্দ্রা সপ্তাহে ৮ লক্ষ টাকা পান। যদিও সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত প্রতিযোগী এতদিন ছিলেন জয় ভানুশালী, এখন তিনি খেলা থেকে বেরিয়ে গেছেন। তিনি প্রত্যেক সপ্তাহে ১১ লক্ষ টাকা নিতেন।
শমিতা শেট্টি, রাখি সাওয়ান্ত ও আকাসা সিংহ - প্রতি সপ্তাহে ৫ লক্ষ টাকা পান
উমর রিয়াজ - প্রতি সপ্তাহে ৩ লক্ষ টাকা পান
প্রতীক সহেজপাল, মিশা আইয়ার, নিশান্ত ভট্ট, সিম্বা নাগপাল - প্রতি সপ্তাহে ২ লক্ষ টাকা করে পান
কিছুদিন আগে 'বিগ বস ১৫' থেকে একসঙ্গে দুই প্রতিযোগীকে বাদ দিয়ে দেওয়া হয়। রাখি সাওয়ান্তের স্বামী ঋতেশ ও রাজীব আদাতিয়া বাদ পড়েন খেলা থেকে।