Bigg Boss 16: 'প্রেমিক হওয়ার যোগ্যতা নেই'! কোন বলি তারকাকে নিয়ে বিস্ফোরক বাঙালি কন্যা টিনা?
Bigg Boss 16 Updates: শেষ সম্প্রচারিত এপিসোডে দুজনের মধ্যে গরমাগরম কথপোকথন হয়। দুই তারকার সম্পর্ক এখন কোন পথে এগোয় সেটাই দেখার অপেক্ষায় দর্শকেরা।
মুম্বই: টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস' (Bigg Boss) চলছে জমজমাটভাবে। প্রতিযোগীদের মধ্যে লড়াই, ঝগড়া, খেলা এবং ট্যুইস্ট। সবমিলিয়ে বিতর্কিত রিয়েলিটি শো দর্শকদের আরও পছন্দের তালিকায় যোগ হয়েছে। চলতি সিজনের 'বিগ বস' (Bigg Boss 16) মাতাতে দেখা যাচ্ছে বাঙালি দুই কন্যাকে। একজন টিনা দত্ত (Tina Datta)। অন্যজন সৃজিতা দে (Srijita De)। টিনা দত্ত বাংলায় বেশ কিছু কাজ করেছেন। ছোট পর্দা থেকে বড় পর্দায় বিভিন্ন ধারাবাহিক থেকে ছবিতে তাঁকে দেখা গিয়েছে। বর্তমানে তিনি হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় মুখ। 'বিগ বস'-এর ঘরে তাঁকে দেখা যাচ্ছে প্রতিযোগী হিসেবে। সেখানেই অন্য় আর এক প্রতিযোগীর সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হতে দেখা যায়। কিন্তু সেই বলি তারকাকেই 'প্রেমিক হওয়ার যোগ্য' নয় বললেন টিনা।
কোন বলি তারকা টিনা দত্তর প্রেমিক হওয়ার যোগ্য নন?
সম্প্রতি 'বিগ বস ১৬'-র যে এপিসোড সম্প্রচারিত হয়েছে, তাতে প্রতিযোগীদের নানা রূপ দেখা গিয়েছে। কেউ কারও সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েছেন। কারও আবার সম্পর্কে অন্য রং লেগেছে। তার মধ্যেই রয়েছে রেশনের জন্য খেলা। টিনা দত্ত এবং অভিনেতা শালিন ভানোতের (Shalin Bhanot) মধ্যে সম্পর্কটা যে ঠিক কী, তা নিয়ে ধন্দে যেমন দর্শকেরা। তেমনই ধন্দে তাঁরা নিজেরাও। দুই তারকাই একে অপরের সঙ্গে বেশ ভালো সময় কাটাতেন। তাঁদের দেখে আদতে প্রেমিক-প্রেমিকা মনে হলেও টিনা বরাবরই শালিনকে শুধুমাত্র বন্ধুই বলে এসেছেন। অন্যদিকে, টিনার প্রতি শালিনের টানও চোখে পড়ে। কিন্তু চলতি সপ্তাহের শুরু থেকে দুই তারকার সম্পর্কের তাল কেটে গিয়েছে। একবার এলিমিনেট হয়ে ফের ফিরে এসেছেন টিনা। আর তারপর থেকেই তিনি বেজায় চটে রয়েছেন শালিনের উপর। আর এবার সটান তিনি শালিনকে বলেই দিলেন যে, অভিনেতা তাঁর প্রেমিক হওয়ার যোগ্যই নয়। শেষ সম্প্রচারিত এপিসোডে দুজনের মধ্যে গরমাগরম কথপোকথন হয়। দুই তারকার সম্পর্ক এখন কোন পথে এগোয় সেটাই দেখার অপেক্ষায় দর্শকেরা।
আরও পড়ুন - Kolkata International Film Festival: বাঙালি হিসেবে আমি গর্বিত: রানি মুখোপাধ্যায়
">
">