Kolkata International Film Festival: বাঙালি হিসেবে আমি গর্বিত: রানি মুখোপাধ্যায়
Rani Mukerji: বি টাউনে দীর্ঘ তাঁর কেরিয়ার। অভিনয় করে চলেছে বহু ছবিতে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে নিজের প্রতিক্রিয়া জানালেন রানি মুখোপাধ্যায়।
কলকাতা: বৃহস্পতিবার থেকে শুরু হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival)। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হয়ে গেল উদ্বোধনী অনুষ্ঠান। কলকাতা চলচ্চিত্র উৎসবের (KIFF 2022) উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতার তারকারা ছাড়াও উপস্থিত রয়েছেন অমিতাভ বচ্চন, রানি মুখোপাধ্যায়, শাহরুখ খান, জয়া বচ্চন, অরিজিৎ সিংহ, মহেশ ভট্ট এবং আরও অনেকে। উপস্থিত রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কলকাতায় এসে দারুণ উচ্ছ্বসিত রানি মুখোপাধ্যায় (Rani Mukerji)। বাংলা ছবি দিয়েই তাঁর কেরিয়ার শুরু হয়। পরবর্তীকালে বলিউডে গিয়ে রাজত্ব করেন। বি টাউনে দীর্ঘ তাঁর কেরিয়ার। অভিনয় করে চলেছে বহু ছবিতে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে নিজের প্রতিক্রিয়া জানালেন রানি মুখোপাধ্যায়।
কলকাতা চলচ্চিত্র উৎসবে রানি মুখোপাধ্যায়-
এদিন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে বাংলায় কথা বললেন রানি মুখোপাধ্যায়। দীর্ঘদিন হিন্দি ছবির জগতে থাকলেও বাংলা যে তাঁর হৃদয়ের অন্দরে থাকে, তা টের পাওয়া গেল রানির কথায়। বাঙালি হিসেবে তিনি নিজেকে গর্বিত মনে করেন। বললেন অনেক কথা। রানি বলেন, 'কলকাতা। নমস্কার। সবাইকে নমস্কার জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমাদের এখানে ডাকার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ মমতা দি। খুব ভালো লাগছে এখানে এসে। অবশ্যই আমাদের মহানায়ক অমিতাভ বচ্চন, জয়া আন্টি, আমার প্রিয় 'পাঠান' শাহরুখ খান, আমার প্রিয় সকলকে দেখে খুব ভালো লাগছে। কলকাতায় এসে আমি খুব খুশি। কলকাতা আমার মায়ের জায়গা। আমার খুব প্রিয় জায়গা। এই জায়গাটার প্রতি আমার একটা টান রয়েছে। এখানে এসে আমি খুব ভালো অনুভব করি। আপনারা ছাড়া আজ আমি যা তা হতে পারতাম না। বাঙালি হিসেবে আমি গর্বিত। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সবাইকে আমার শুভ কামনা।'
আরও পড়ুন - Kiara Advani: সিদ্ধার্থ নন, কিয়ারাকে ফুলের তোড়া এবং ভালোবাসার বার্তা পাঠালেন এই বলি তারকা! ব্যাপারটা কী?
প্রসঙ্গত, ভারত বাংলাদেশ ছাড়াও, রাশিয়া, সিরিয়া, জার্মানি, স্পেন, ফ্রান্স, আর্জেন্তিনা, বেলজিয়াম, ব্রাজিল, ফিলিপিন্স, সুইত্জারল্য়ান্ড সহ বহু দেশের ছবি দেখানো হবে এই চলচ্চিত্র উৎসবে। আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল।