Armaan Malik: ২ নয়, ৩ বার বিয়ে করেছেন 'বিগ বস ওটিটি' প্রতিযোগী আরমান মালিক? কী বললেন স্ত্রী পায়েল?
Bigg Boss OTT 3: 'বিগ বস ওটিটি ৩' থেকে ইতিমধ্যেই বাদ পড়েছেন পায়েল মালিক। সেই নিয়ে আলোচনা নেহাত কম হয়নি। আর সেই আবহেই শোনা যাচ্ছে আরমান মালিকের নাকি আরও একটি বিয়ে আছে। কী বললেন পায়েল?
নয়াদিল্লি: এবারের 'বিগ বস ওটিটি'র ('Bigg Boss OTT 3') অন্যতম চর্চিত বিষয় ইউটিউবার আরমান মালিকের (Armaan Malik) ব্যক্তিগত জীবন। প্রায়ই তাঁকে নিয়ে শিরোনাম তৈরি হয়। এবারের 'বিগ বস ওটিটি'তে তিনি তাঁর দুই স্ত্রী, পায়েল ও কৃতিকাকে নিয়ে প্রবেশ করেছিলেন। যার ফলে দ্বিধাবিভক্ত হয় সোশ্যাল মিডিয়াও। তবে এই আবাহে শোনা যাচ্ছে দু'টি নয়, আরমানের নাকি আদতে বিয়ের সংখ্যা ৩টি। শো থেকে বাদ পড়ার পর এবার এই বিষয়ে মুখ খুললেন পায়েল মালিক।
২ নয়, ৩টি বিয়ে রয়েছে আরমানের? গুজব প্রসঙ্গে কী বললেন পায়েল?
'বিগ বস ওটিটি ৩' থেকে ইতিমধ্যেই বাদ পড়েছেন পায়েল মালিক। সেই নিয়ে আলোচনা নেহাত কম হয়নি। আর সেই আবহেই শোনা যাচ্ছে আরমান মালিকের নাকি আরও একটি বিয়ে আছে। এই বিষয়ে মুখ খুললেন তাঁর প্রথম স্ত্রী। 'Galatta India'-কে দেওয়া সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খোলেন তিনি।
কে আরমানের প্রথম স্ত্রী? আরমানের তিনটি বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান যে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় তাঁর বিয়ে দেওয়া হয় যখন তাঁর নাম ছিল সন্দীপ। তিনি বলেন, 'এরকম কোনও ব্যাপার নেই, আমার বিয়ের আগে ওঁর ততদিনে ডিভোর্স হয়ে গিয়েছিল, এবং ওটা একটা বাল্যবিবাহ ছিল যেমন হরিয়ানায় হয়ে থাকে। ওঁদের ডিভোর্সের পরই আমার সঙ্গে বিয়ে হয়। ১৮ বছরের আগে আমাদের হরিয়ানার দিকে বিয়ে দিয়ে দেয়।'
এরপরে পায়েল আরও বলেন, 'তাঁকে (প্রথম স্ত্রী) টাকাপয়সা দেওয়া হয়ে গেছে এবং উনি এতদিনে দ্বিতীয় বিয়ে করেও ফেলেছেন। উনি সুখে সংসার করছেন, বোধ হয় ওঁর সন্তানও হয়েছে। তো উনি নিজের বিয়েতে সুখে রয়েছেন।'
'বিগ বস ওটিটি ৩'-র হাত ধরে অনিল কপূর এই রিয়েলিটি শোয়ের অংশ হলেন। এই প্রথম তাঁকে এই অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে দেখা যাচ্ছে। 'বিগ বস ওটিটি'র প্রথম সিজনের সঞ্চালক ছিলেন কর্ণ জোহর। দ্বিতীয় সিজনে সঞ্চালনার দায়িত্ব সামলান সলমন খান। তৃতীয় সিজনে এসেছেন অনিল কপূর। এবারের শোয়ে অংশ নিয়েছেন বিশাল পাণ্ডে, পৌলমী দাস, শিবানী কুমারী, চন্দ্রিকা দীক্ষিত, সাই কেতন রাও, সানা মকবুল, রণবীর শোরে ও দীপক চৌরাসিয়া। 'বিগ বস ওটিটি ৩' দেখা যায় জিও সিনেমায় রাত ৯টায়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।