এক্সপ্লোর
Advertisement
বিহারে বামেদের মার্কশিট ঝলমলে, স্বরা ভাস্করের ট্যুইটে খুশির ঝলক
বিহার বিধানসভার নির্বাচনের টানটান লড়াইয়ে ফটোফিনিসে জয়ী হয়েছে নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ। তাদের জোট পেয়েছে ১২৫ আসন। আরজেডি নেতৃত্বাধীন মহাজোট পেয়েছে ১১০ আসন।
নয়াদিল্লি: বিহার বিধানসভার নির্বাচনের টানটান লড়াইয়ে ফটোফিনিসে জয়ী হয়েছে নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ। তাদের জোট পেয়েছে ১২৫ আসন। আরজেডি নেতৃত্বাধীন মহাজোট পেয়েছে ১১০ আসন। গভীর রাতে ফল ঘোষণার পর বিজেপি নেতা ভূপেন্দ্র যাদব এক সাংবাদিক বৈঠকে এই ফলাফলে সন্তোষ প্রকাশ করেন এবং বিহারের জনতা, বিশেষ করে, মহিলাদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন। বিহার নির্বাচনের ফলাফল নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ মানুষ, এমনকি বলিউডের তারকাদের একাংশও প্রতিক্রিয়া জানিয়েছেন।
অভিনেত্রী স্বরা ভাস্কর বিহারের নির্বাচনের ফলাফল নিয়ে ট্যুইট করেছেন। এই ট্যুইট যখন তিনি করেন, তখনও বিহারের ভোট গণনার ফলাফল স্পষ্ট হয়নি। ট্যুইটে তিনি একটি কুকুরের ছবি শেয়ার করেন। একটা ছবিতে কুকুরটি ক্যামেরার দিকে তাকিয়ে। অন্য ছবিতে ক্যামেরা থেকে মুখ ফিরিয়ে। এই ছবি শেয়ার করে স্বরা লেখেন- বাঁদিকে: বিহারের ভোটের ফল বেরোল? ডান দিকে: ধ্যাত্তেরি কী!!!
এরপর আরও একটি ট্যুইটে তিনি একটি খবরের স্ক্রিনশট শেয়ার করে লেখেন, এতে দেখাচ্ছে নীতীশ কুমার ও বিজেপি বিহারে জিতে গিয়েছে। আরজেডি একক বৃহত্তম দল।
এছাড়াও আরও এক ইউজারের ট্যুইট রিট্যুইট করে স্বরা বামেদের ১৬ আসনে জয়ে তাঁর খুশি ব্যক্ত করেছেন। বামেরা ১৮ আসনে লড়াই করেছিল।
প্রতিক্রিয়া জানিয়েছেন পরিচালক অনুভব সিনহাও।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement