Biswanath Basu Exclusives: বনেদি বাড়িতে শ্যুটিং, 'নস্যির কৌটো' নিয়ে ছোটবেলার স্মৃতি শোনালেন বিশ্বনাথ
Actor Biswanath Basu Exclusives: ছবির শ্যুটিং হয়েছে মফঃস্বলের একটি বাড়িতে। বিশ্বনাথ বলছেন, 'ডানকুনি থেকে অনেকট ভিতরে রমানাথপুর বলে একটি জায়গায় ছবির শ্যুটিংটা হয়েছিল'

কলকাতা: পর্দায় তাঁর চরিত্র নায়কের কাকার.. যাঁর নাকি বিয়ে হচ্ছে না! মেয়ে দেখে দেখে তিনি ক্লান্ত। আদ্যোপান্ত বাঙালি এই ছবি নিয়ে আসছে, এক পরিবারের মজার গল্প, নাম-'নস্যির কৌটো'। এবিপি লাইভের সঙ্গে এই ছবিতে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন 'নস্যির কৌটো'-র সেই 'কাকা' ওরফে বিশ্বনাথ বসু (Biswanath Basu)।
'নস্যির কৌটো'.. এই কথাটার সঙ্গে যেন জড়িয়ে থাকে এক রাশ ছোটবেলা। বিশ্বনাথ বলছেন, 'আমাদের পুরো নস্যি নেওয়া পরিবার। জ্যেঠুরা সব্বাই নস্যি নিতেন আর বাবা নিতেন সখে। ছোটবেলায় সেই নস্যির কৌটো থেকে নস্যি নিতাম লুকিয়ে... এর-ওর নাকে দিয়েও দিতাম। সেই নিয়ে বকুনিও খেতাম। বাড়িতে রূপো থেকে শুরু করে পিতল, স্টিল.. কত রকমের নস্যির কৌটো ছিল। '
এই ছবিতে বিশ্বনাথের চরিত্রটা কেমন? অভিনেতা বলছেন, 'আমার চরিত্রটা নায়কের কাকার। তার নাকি বিয়ে হচ্ছে না! অন্যদিকে ভাইপো প্রেম করে, বিয়ের জন্য প্রস্তুত। কাকার যখন মেয়ে দেখতে আসে, তখন সমস্যা বাঁধায় সেই ভাইপোও। মোট কথা, আদ্যোপান্ত বাঙালি আমেজ নিয়ে তৈরি এই গল্পটা। তবে ছবির শ্যুটিংটা করতে ভীষণ মজা হয়েছে।'
ছবির শ্যুটিং হয়েছে মফঃস্বলের একটি বাড়িতে। বিশ্বনাথ বলছেন, 'ডানকুনি থেকে অনেকট ভিতরে রমানাথপুর বলে একটি জায়গায় ছবির শ্যুটিংটা হয়েছিল। একটি বনেদী বাড়িতেই মূলত শ্যুটিংটা ছিল। সেখানে প্রত্যেক বছর অন্নপূর্ণা পূজো হয়। অনেকে বলেন, চরিত্র অনেক সময় ফুটে ওঠে সঠিক লোকেশনে গেলে। এই ছবির ক্ষেত্রে আমারও তাই হয়েছিল।'
এই ছবির চরিত্রকে ফুটিয়ে তুলতে কী কী প্রস্তুতি নিয়েছেন বিশ্বনাথ? অভিনেতা বলছেন, 'যদি সহ অভিনেতা হিসেবে লাবণীদি থাকেন, তাহলে তো প্রস্তুতি অন্যভাবেই নিতে হয়। ছবিতে যাঁরা অভিনয় করেছেন, প্রত্যেকেই আমার চেনা ও কাছের বন্ধু। নায়কের চরিত্রে যে অভিনয় করেছেন, অভিষেক ভীষণ মন দিয়ে কাজ করে। রূপসার সঙ্গেও অনেক কাজ করেছি। প্রত্যেকেই ভীষণ ভাল। লাবণীদির সঙ্গে অভিনয় করা তো বিশাল পাওয়া আমার কাছে।ব'
View this post on Instagram
আরও পড়ুন: Jacqueline Fernandez: জ্যাকলিনের ছবিতে সুকেশকে নিয়ে মন্তব্য! আইনি নোটিস পেলেন মিকা






















