এক্সপ্লোর
তারকা সন্তানরাও বলিউডে সহজে কিছু পান না, স্বজনপোষণ বিতর্কে মন্তব্য ববি দেওলের

পোস্টার বয়েজ ছবিতে ববি
মুম্বই: আপনি তারকার সন্তান হতে পারেন বা সিনেমার সঙ্গে সংশ্রবহীন যে কোনও আর পাঁচটা বাড়ির সাধারণ ছেলেমেয়ে। কঠোর পরিশ্রম করতেই হবে। হ্যাঁ, ভাগ্যের ভূমিকা রয়েছে ঠিকই কিন্তু সব সময় ইতিবাচক ভাবনাচিন্তা করাই ভাল। তাই আপনাকে সাহায্য করবে। বলেছেন ববি দেওল, বলিউডের অন্যতম তারকা পুত্র। ধর্মেন্দ্রর ছোট ছেলে ও সানি দেওলের ভাই ববি দেওলের হাতে দীর্ঘদিন কাজ ছিল না। এখন অবশ্য তিনি কাজ করছেন দাদার সঙ্গে পোস্টার বয়েজ নামে একটি ছবিতে। স্বজনপোষণ বিতর্কে মন্তব্য করেছেন তিনিও। ববির মতে, মিডিয়াই সেলিব্রিটিদের ছেলেমেয়েদের নিয়ে হইচই করে। বলিউডে করে খাওয়া কারও পক্ষে সহজ নয়। হাড়ভাঙা পরিশ্রম করতেই হবে, সঙ্গে চাই ভাগ্যের সাহায্য। নব্বইয়ের দশকে বলিউড ফিল্মে অন্যতম পরিচিত মুখ ছিলেন ববি। নায়ক ছিলেন গুপ্ত, হামরাজ ও আজনবির মত ছবিতে। কিন্তু নতুন শতকে হিটের পাশাপাশি একের পর এক ফ্লপ তাঁর কেরিয়ারের গতি কমিয়ে দেয়। ধীরে ধীরে তিনি সরে যান পাদপ্রদীপের আলো থেকে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















