এক্সপ্লোর
Advertisement
সপরিবারে ছুটি কাটাতে বছরের শেষ লগ্নে প্রাইভেট প্লেনে গোয়ায় শিল্পা শেঠি
ফিল্মস্টারদের মধ্যে বরাবরই বেড়াতে যেতে, নতুন জায়গায় ছুটি কাটিয়ে আসতে পছন্দ করেন শিল্পা শেঠি। এই বছর তাঁরও খারাপ কেটেছে সেই দিক দিয়ে। কোথাও যেতে পারেননি। তবে বছরের শেষটায় আর তিনি নিজেকে ধরে রাখতে পারলেন না।
নয়াদিল্লি: বেড়াতে যেতে, অন্য জায়গায় ছুটি কাটাতে যাঁরা ভালোবাসেন তাঁদের জন্য ২০২০ সালটা একেবারে বিশ্রী কেটেছে। ঘরে বসেই বছর কাটাতে হয়েছে। মাঝেমধ্যে অবশ্য কর্তব্য কাজের জন্য রাস্তায় বেরনো, তাও মুখে মাস্ক, তার উপর ফেসশিল্ড চাপিয়ে, পকেটে হ্যান্ড স্যানিটাইজার নিয়ে। সুতরাং বেড়াতে যাওয়ার প্রশ্নই ওঠেনি কোনও। ফিল্মস্টারদের মধ্যে বরাবরই বেড়াতে যেতে, নতুন জায়গায় ছুটি কাটিয়ে আসতে পছন্দ করেন শিল্পা শেঠি। এই বছর তাঁরও খারাপ কেটেছে সেই দিক দিয়ে। কোথাও যেতে পারেননি। তবে বছরের শেষটায় আর তিনি নিজেকে ধরে রাখতে পারলেন না। প্রাইভেট প্লেনে স্বামী রাজ কুন্দ্রা, সন্তানদের নিয়ে তিনি পাড়ি দিলেন গোয়ায় ছুটি কাটাতে। ‘লাইফ ইন আ মেট্রো’ ছবির নায়িকা-র বিমানে ওঠার ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বিমানে ওঠার যে ছবি ভাইরাল তাতে দেখা যাচ্ছে স্বামী রাজ কুন্দ্রা, মেয়ে সমিশা শেঠি, নিজের মা সুনন্দা শেঠি, ফিল্মস্টার বোন শমিতা শেঠি সকলকে নিয়ে মহানন্দে শিল্পা শেঠি। বহু দিন পর পরিবারের নানা সদস্যদের সঙ্গে ছুটি কাটানো নিয়ে শিল্পা যে উচ্ছ্বসিত তা তাকে দেখেই বুঝতে পারা যাচ্ছে ছবিতে। করোনা রুখতে রাজ কুন্দ্রাকে যে রকম সেজেছেন তাতে তাঁকে স্পেস থেকে আসা লোক মনে হচ্ছে, এমন কথা বলে মজাও করেছেন শিল্পা। সব শেষে শিল্পা লিখেছেন,’ টাইম টু শাট আপ অ্যান্ড বাউন্স! হ্যাপি হলিডেজ অল।‘ শিল্পা শেঠিকে কাজের ক্ষেত্রে শেষ দেখা গিয়েছে টিভি রিয়্যালিটি শো সুপার ডান্সার চ্যাপ্টার থ্রি-তে বিচারকের আসনে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement