এক্সপ্লোর
এবার একসঙ্গে হৃতিক ও দীপিকা!

মুম্বই: কর্ণ জোহরের ধর্ম প্রোডাকশনসের পরবর্তী ছবিতে কাজ করছেন হৃতিক রোশন। এবার ওই ছবিতে অভিনয়ের জন্য জোহর দীপিকা পাড়ুকোনকে সই করিয়েছেন বলে খবর। শোনা যাচ্ছিল, হৃতিকের বিপরীতে নতুন কোনও মেয়েকে ভাবছেন কর্ণ। কিন্তু এখন খবর, দীপিকার সঙ্গে কথা বলেছেন তিনি হৃতিকের নায়িকা হওয়ার জন্য। শোনা যাচ্ছে, মার্চ থেকে এই ছবির শ্যুটিং শুরু করতে পারেন হৃতিক। আর দীপিকা কাজ ধরবেন ‘পদ্মাবতী’-র শ্যুটিং শেষ হওয়ার পর। জোহরের স্ক্রিপ্ট তাঁর খুব পছন্দ হয়েছে বলে খবর। যশরাজ ফিল্মসের ‘ঠগস অফ হিন্দোস্তান’-এও কাজ করার কথা ছিল বলিউডের এই দুই হটেস্ট স্টারের। কিন্তু হৃতিক বাদ পড়ে গেছেন ওই ছবি থেকে। ধর্ম প্রোডাকশনসের নতুন এই ছবি পরিচালনা করবেন কর্ণ মালহোত্রা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















