Bonny Kaushani: শ্যুটিং থেকে ছুটি নিয়ে দুবাই সফরে বনি-কৌশানী, সময় কাটাচ্ছেন কার্টুন চরিত্রদের সঙ্গে!
Bonny Kaushani Update: হাতে একাধিক ছবি রয়েছে বনি ও কৌশানির। সদ্য মুক্তি পেয়েছে তাঁদের নতুন ছবি অন্তর্জাল। এরপর তাঁদের হাতে রয়েছে একাধিক ছবি যেমন শুভ বিজয়া ও ডাল বাটি চুরমা চচ্চড়ি।

কলকাতা: কাজের ব্যস্ততা থেকে একটু ফুরসত নিয়েই ছুটি কাটাতে বেরিয়ে পড়েছেন বাংলা ইন্ডাস্ট্রির রিয়েল লাইফ জুটি বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও কৌশানি মুখোপাধ্যায় (Kaushani Mukherjee)। দুবাই (Dubai)-এর খুঁটিনাটি ছবিতে ভরছে দুই তারকার ইনস্টাগ্রাম (Instagram)। আর শহরের রাস্তায় কখনও কার্টুন চরিত্রদের সঙ্গে আবার কখনও নিছক গানের সঙ্গে মজেছেন কৌশানি।
আরও পড়ুন: 'Dhokha' Teaser Out: সত্য ও মিথ্যার জালে জড়াতে চলেছে 'ধোকা: রাউন্ড ডি কর্নার', প্রকাশ্যে টিজার
হাতে একাধিক ছবি রয়েছে বনি ও কৌশানির। সদ্য মুক্তি পেয়েছে তাঁদের নতুন ছবি অন্তর্জাল (Antarjaal)। এরপর তাঁদের হাতে রয়েছে একাধিক ছবি যেমন শুভ বিজয়া (Subha Bijoya) ও ডাল বাটি চুরমা চচ্চড়ি (Daal Bati Churma Chacchari)। এর প্রত্যেকটিতেই নতুনভাবে দেখা যাবে বনি-কৌশানীকে।
View this post on Instagram
অন্যদিকে রূপোলি পর্দায় আসছে বনি কৌশানির আরও এক নতুন ছবি, 'রাতের শহর'। আর সেই গল্পে রাতের শহরে দেখা হবে নায়ক নায়িকার। অর্ক ও প্রিয়ঙ্কা।
View this post on Instagram
পরিচালক সায়ন বসু চৌধুরী (Sayan Basu Chowdhury)-র হাত ধরে ফের জুটি বাঁধছেন অভিনেতা বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায় (Bonny Sengupta and Koushani Mukherjee)। সদ্যই প্রকাশ পেয়েছে এই ছবির ফার্স্ট লুক (First Look)। এই গল্পের শুরু একটি রেল স্টেশনে। রাতের শেষ ট্রেন ছেড়ে বেরিয়ে যাওয়ায় বিপদে পড়ে প্রিয়ঙ্কা। সেই স্টেশনেই তার সঙ্গে দেখা হয় অর্কর। প্রিয়ঙ্কাকে সাহায্য করতে বা বাড়ি পৌঁছে দিতে রাজি হয় অর্ক। কিন্তু সেই রাতই দুঃস্বপ্ন হয়ে ওঠে এই দুই চরিত্রের কাছে। একজন খুনির থেকে সারা রাত পালানো আর নিজেদের অন্ধকার অতীত ফের চোখের সামনে ফিরে পাওয়া, সব মিলিয়ে এগিয়ে যেতে থাকে ছবির গল্প।
View this post on Instagram























