Brahmastra Updates: 'ব্রহ্মাস্ত্র' ছবির জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছেন মৌনী রায়, অমিতাভ বচ্চনরা?
রণবীর কপূর ও আলিয়া ভট্ট ছাড়া, এই ছবিতে আর কে কে কত টাকা পারিশ্রমিক নিয়েছেন জানা আছে?
মুম্বই: অতিমারি পরিস্থিতির পর বক্স অফিসে যে ধামাকা করতে আসছে 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra), তার টের পাওয়া যাচ্ছে নেট দুনিয়ায় নজর রাখলেই। তারকাদের জমজমাট প্রচার। তার সঙ্গে অনুরাগীদের পাল্লা দেওয়া উচ্ছ্বাস। সব মিলিয়ে এই মুহূর্তে সবসময়ই খবরের শিরোনামে থাকছে এই ছবি। তার আরও একটা কারণ হল, বাস্তব জীবনে জুটি বাঁধলেও রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্টকে (Alia Bhatt) এখনও পর্যন্ত পর্দায় জুটি বাঁধতে দেখা যায়নি। 'ব্রহ্মাস্ত্র' দিয়েই পর্দায় তাঁদের রসায়ন দেখতে পাবেন অনুরাগীরা। এর পাশাপাশি এই ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছএন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), মৌনী রায় (Mouni Roy), নাগার্জুন (Nagarjuna)। রণবীর কপূর ও আলিয়া ভট্ট ছাড়া, এই ছবিতে আর কে কে কত টাকা পারিশ্রমিক নিয়েছেন জানা আছে?
'ব্রহ্মাস্ত্র' ছবিতে মৌনী রায়, অমিতাভ বচ্চনদের পারিশ্রমিক কত?
বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, 'ব্রহ্মাস্ত্র' ছবির জন্য ৮ থেকে ১০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন অমিতাভ বচ্চন। এই ছবিতে প্রধান ভিলেনের ভূমিকায় দেখা যাবে মৌনী রায়কে। তিনি এই ছবির জন্য পারিশ্রমিক নিয়েছেন ৩ কোটি টাকা। এছাড়াও এই ছবিতে নাগার্জুনের পারিশ্রমিক ৯ থেকে ১১ কোটি টাকা।
পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের স্বপ্নের প্রোজেক্ট 'ব্রহ্মাস্ত্র'। মাইথোলজিক্যাল থ্রিলার এই ছবিকে ঘিরে নেটিদেনদের উচ্ছ্বাস নজর কাড়ছে। এরইমধ্যে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, 'ব্রহ্মাস্ত্র' ছবির জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছেন রণবীর কপূর ও আলিয়া ভট্ট। সূত্রের খবর, অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি ড্রামা 'ব্রহ্মাস্ত্র'র জন্য ২০ থেকে ২৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন বলিউড হার্টথ্রব রণবীর কপূর। অন্যদিকে, আলিয়া ভট্ট এই ছবির জন্য পারিশ্রমিক নিয়েছেন ১০ থেকে ১২ কোটি টাকা। 'ব্রহ্মাস্ত্র' ছবি দিয়েই প্রথমবার পর্দায় একসঙ্গে দেখা যেতে চলেছে তাঁদের দুজনকে।
প্রসঙ্গত, 'ব্রহ্মাস্ত্র' ছবিতে শাহরুখ খানকে দেখা যাবে কিনা, তা নিয়ে নানা জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরে। সম্প্রতি সেই খবরে শিলমোহর দিলেন অভিনেত্রী মৌনী রায়। 'ব্রহ্মাস্ত্র' ছবিতে অন্ধকারের দেবীর চরিত্রে অভিনয় করছেন মৌনী রায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন যে, এই ছবিতে শাহরুখ খান অভিনয় করছেন কিনা। তিনি বলেন, 'যখন আপনি রণবীর কপূর, আলিয়া ভট্ট, বচ্চন স্যর, নাগার্জুনা স্যরের সঙ্গে কাজ করছেন, তখন শাহরুখ স্যরও অতিথি হিসেবে থাকছেন।' বড় পর্দায় আগেও কাজ করেছেন মৌনী রায়। কিন্তু 'ব্রহ্মাস্ত্র' ছবিতে তাঁর চরিত্রটি নেতিবাচক। খলনায়িকার ভূমিকায় দেখা যাবে তাঁকে। মৌনী বলছেন, 'আমি বিশেষ চরিত্রে অভিনয়ের জন্য এসেছিলাম। তারপর এটি বড় চরিত্র হয়ে গিয়েছে। আমার কাছে নেতিবাচক চরিত্রে অভিনয় এবং ছবির মূল খলনায়কের চরিত্রে অভিনয় করা অত্যন্ত চ্যালেঞ্জিং একটা কাজ ছিল। আমি এতদিন যত কাজ করেছি, তার মধ্যে সবথেকে চ্যালেঞ্জিং চরিত্র এটি।'