Cannes Film Festival: কানে নজির গড়লেন বঙ্গতনয়া, প্রথম ভারতীয় হিসেবে সেরা অভিনেত্রীর পুরস্কার অনসূয়া সেনগুপ্তের
Anasuya Sengupta: মুম্বইয়ে মূলত প্রোডাকশন ডিজাইনারের কাজ করেন অনসূয়া সেনগুপ্ত, থাকেন গোয়ায়। তবে এবার সেরা অভিনেত্রী হিসেবে কানের 'Un Certain Regard' বিভাগের পুরস্কার পেলেন বাংলার মেয়ে।
নয়াদিল্লি: বাঙালি কন্যা অনসূয়া সেনগুপ্ত (Anasuya Sengupta), প্রথম ভারতীয় হিসেবে বিশেষ নজির গড়লেন 'কান চলচ্চিত্র উৎসব'-এ (Cannes Film Festival)। পেলেন সেরা অভিনেত্রীর পুরস্কার (Best Actress Award)। প্রথম ভারতীয় হিসেবে তিনি কানে এই পুরস্কার পেলেন। 'দ্য শেমলেস' (The Shameless) ছবিতে অভিনয়ের জন্য এই মর্যাদাপূর্ণ পুরস্কার ঝুলিতে ভরলেন বঙ্গতনয়া।
প্রথম ভারতীয় হিসেবে 'কান'-এ নজির গড়লেন অনসূয়া
মুম্বইয়ে মূলত প্রোডাকশন ডিজাইনারের কাজ করেন অনসূয়া সেনগুপ্ত, থাকেন গোয়ায়। তবে এবার সেরা অভিনেত্রী হিসেবে কানের 'Un Certain Regard' বিভাগের পুরস্কার পেলেন বাংলার মেয়ে। বুলগেরিয়ান পরিচালক কনস্ট্যান্টিন বোজানোভের ছবি 'দ্য শেমলেস'-এ অভিনয় করেন অনসূয়া, যেখানে অভিনয় করেছেন মিতা বশিষ্ঠের মতো জনপ্রিয় অভিনেত্রীও। এই ছবির শ্যুটিং চলে প্রায় মাস খানেক ধরে, অর্ধেক ভারতে ও অর্ধেক নেপালে।
পুরস্কার প্রাপ্ত পরিচালক বোজানোভ ঘটনাচক্রে অনসূয়া সেনগুপ্তর ফেসবুকের বন্ধু। হঠাৎই একদিন পরিচালক অনসূয়াকে একটি অডিও টেপ পাঠাতে বলেন, স্বভাবতই যা শুনে চমকে গিয়েছিলেন অভিনেত্রী। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করা মেয়েটির অভিনয় জীবনের শুরু সেখান থেকেই।
কলকাতায় জন্ম নেওয়া নবাগতা এই অভিনেত্রীর আগের কৃতিত্বগুলির মধ্যে রয়েছে নেটফ্লিক্সের ২০২১ সালের সত্যজিৎ রায়ের সংকলন 'ফরগেট মি নট' এবং 'মাসাবা মাসাবা'র প্রোডাকশন ডিজাইনার হিসেবে। ছবিতে তিনি রেণুকার চরিত্রে অভিনয় করেন, একজন ভবঘুরে যিনি খুনের অভিযোগে অভিযুক্ত হয়ে দিল্লি থেকে পালিয়ে যাওয়ার পর উত্তর ভারতের এক যৌনপল্লীতে আশ্রয় নেন। ছবির গল্প আবর্তিত হয় রেণুকার সঙ্গে কিশোরী দেবিকার 'অবৈধ' প্রেমের সম্পর্ক নিয়ে। দেবিকার চরিত্রে ওমারা শেট্টিকে দেখা গেছে।
View this post on Instagram
আরও পড়ুন: 'Jee Le Zaraa': ঘোষণার ৩ বছর পর পুনরায় শুরু হচ্ছে আলিয়া-ক্যাটরিনা-প্রিয়ঙ্কার 'জি লে জরা'?
পুরস্কার পেয়ে 'কাঁপতে কাঁপতে' অনসূয়া সেটি উৎসর্গ করেন সেই তৃতীয় লিঙ্গের সম্প্রদায়কে ও অন্যান্য প্রান্তিক সম্প্রদায়কে 'যাঁরা বীরত্বের সঙ্গে এমন এক লড়াই লড়ে চলেছেন যা লড়ার কোনও প্রয়োজন ছিল না।' নিঃসন্দেহে অনসূয়া সেনগুপ্ত, আপামর বাঙালির সর্বোপরি গোটা ভারতের গর্ব।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।