এক্সপ্লোর
Advertisement
রামগোপাল ভার্মা রিলিজ করলেন অ্যাডাল্ট স্টার মিয়া মালকোভার 'গড, সেক্স অ্যান্ড ট্রুথ'-এর ট্রেলার
নয়াদিল্লি: সানি লিওনের পর বলিউডে এন্ট্রি আরও এক অ্যাডাল্ট স্টারের। বলিউডের জনপ্রিয় পরিচালক রাম গোপাল ভার্মা মার্কিন পর্নস্টার মিয়া মালকোভাকে নিয়ে একটি সিনেমা তৈরি করেছেন। সেই সিনেমার নাম- 'গড, সেক্স অ্যান্ড ট্রুথ'। সিনেমার ট্রেলার আজ রিলিজ করা হল। ট্রেলারে মালকোভাকে বলতে শোনা গিয়েছে, তাঁর জীবনে সেক্সের গুরুত্ব কী। সিনেমার ট্রেলার
রাম গোপাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লঞ্চ করেছেন।
এ ব্যাপারে রামগোপাল ফেসবুকে লিখেছেন যে, 'এটা কোনও সিনেমা বা শর্ট ফিল্ম নয় বা কোনও সিরিজও নয়। এটা সম্পূর্ণভাবে মিয়া মালকোভা সম্পর্কে, সেক্স সম্পর্কে তাঁর ধারনা কী এবং তাঁর জীবনে এর গুরুত্ব কী। এই ফিল্মে তা তুলে ধরা হয়েছে তা ব্যক্তিগতভাবে এবং সিনেমা নির্মাতা হিসেবে তা জোরালভাবে বিশ্বাস করি'।
কয়েকদিন আগেই সিনেমার পোস্টার রিলিজ হয়েছিল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচালককে ধন্যবাদ জানিয়েছিলেন মালকোভা। এই সিনেমার জন্য শ্যুটিং তাঁর জীবনের সবচেয়ে স্মরণীয় মুহুর্ত বলে জানিয়েছিলেন মালকোভা।
Thank you @RGVzoomin for shooting GOD ,SEX and TRUTH with me..it’s been an exhilarating experience to see myself through ur vision #GodSexTruth pic.twitter.com/Vsm153sMFD
— Mia Malkova (@MiaMalkova) January 11, 2018
পোস্টার রিলিজের সঙ্গে রামগোপাল ভার্মা বলেছিলেন, 'আমি সানি লিওনের সঙ্গে কখনও কাজ করিনি। কিন্তু গড, সেক্স অ্যান্ড ট্রুথ-এর শ্যুটিংয়ের অভিজ্ঞতা কখনও ভুলব না'।
সিনেমাটি মালকোভার অফিসিয়াল চ্যানেলে এই মাসেরই ২৬ তারিখ মুক্তি পাবে।
এছাড়াও রাম গোপাল নাগার্জুনের সঙ্গে একটি সিনেমা করছেন। খুব শীঘ্রই সিনেমার শ্যুটিংয়ের কাজ শুরু হবে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement