Children's Day 2024: বিরাট-অনুষ্কার বাড়িতে চিল্ড্রেন ডে-তে কোন মেনু ? আপনি বানাতে চাইলে কীভাবে বানাবেন
Virat-Anushka Children's Day: ইনস্টাগ্রামের স্টোরিতে একটি ছবি ভাগ করে নেন অনুষ্কা যেখানে দেখা যায় একটি বাটি ভর্তি নুডলস। আর তাতে বসানো আছে খুব মিষ্টি দুটি কাঁটা চামচ, তাতে আবার পশুর আকার দেওয়া আছে।
কলকাতা: আজ ১৪ নভেম্বর শিশু দিবস। আর এই উপলক্ষ্যে নিজের বাড়ির দুই খুদের জন্য নিজে হাতে স্পেশাল মেনু রাঁধলেন বিরাট-জায়া অনুষ্কা শর্মা। শিশু দিবসে (Children's Day 2024) নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে সেই স্পেশাল মেনুর ছবি ভাগও করে নিলেন তিনি। তাঁর দুই খুদে ভামিকা ও অকায়ের জন্য কী রান্না হল বাড়িতে ? স্টোরির ক্যাপশনে অনুষ্কা (Anushka Sharma) লেখেন, 'অনেক হাসি, খিলখিল শব্দ আর মিলেট নুডলস'। ইনস্টাগ্রামের স্টোরিতে একটি ছবি ভাগ করে নেন অনুষ্কা যেখানে দেখা যায় একটি বাটি ভর্তি নুডলস। আর তাতে বসানো আছে খুব মিষ্টি দুটি কাঁটা চামচ, তাতে আবার পশুর আকার দেওয়া আছে।
এই স্টোরির ক্যাপশনে অনুষ্কা লেখেন, 'চিলড্রেন ডে-র মেনু স্মাইল, গিগল এবং মিলেট নুডলস'। মিলেট হল আসলে জোয়ার-বাজরা। ধানের মতই এটি একটি বীজযুক্ত ঘাসের বিশেষ প্রজাতি, শস্যের গোত্রেই পড়ে এটি। প্রতিবেদন অনুসারে, ভারতে প্রায় ৭ হাজার বছর ধরে এই জোয়ার-বাজরা উৎপাদিত হয়ে আসছে। বহু-ফসলি কৃষির বিকাশে একসময় এই শস্যের ব্যাপক গুরুত্ব ছিল। গমের বিকল্প হিসেবে এই শস্য উৎপাদন ও খাওয়া হয়ে থাকে।
এই জোয়ার-বাজরা জাতীয় শস্যে কোনো গ্লুটেন থাকে না, অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন, ডায়েটরি ফাইবারে ভরপুর এই শস্য। এছাড়াও এতে রয়েছে ভরপুর মাইক্রো নিউট্রিয়েন্ট, ক্যালশিয়াম, আয়রন এবং ফসফরাস। ক্যাপশন থেকে জানা যায় অনুষ্কা স্লার্প ফার্ম নামের একটি ব্র্যান্ড থেকে এই মিলেট নুডলস কিনে এনে বানিয়েছেন। এই পোস্টের মাধ্যমেই ফুটে ওঠে অনুষ্কার মাতৃত্বের সুখানুভূতির ছোঁয়া। শিশুদের জন্যও যে তিনি একটি সুনিয়ন্ত্রিত জীবনযাপন নিশ্চিত করেছেন, তারই আঁচ রয়েছে এই পোস্টে।
২০১৭ সালে ইতালিতে একেবারে গোপনীয়ভাবেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। ২০২১ সালে বিরাট অনুষ্কার কোল আলো করে আসে ভামিকা। তারপর এই বছরই ২০২৪ সালে আরও এক সন্তানের জন্ম হয় তাদের, পুত্রের নাম রাখেন অকায়।
শেষবার 'জিরো' ছবিতে শাহরুখ খানের সঙ্গে এক ফ্রেমে অভিনয় করতে দেখা গিয়েছিল অনুষ্কা শর্মাকে। এরপরে বিখ্যাত ভারতীয় মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর চরিত্রে দেখা যাবে অনুষ্কা শর্মাকে। প্রসিত রায়ের পরিচালনায় এবং কর্ণেশ শর্মার প্রযোজনায় মুক্তি পেতে চলেছে 'চাকদা এক্সপ্রেস'।
আরও পড়ুন; Rani Mukherji: রান্না করতে ভালবাসেন রানি, তাঁর হাতের কোন পদটি সবচেয়ে প্রিয় আদিত্যর?