India's Got Latent Row: সময় রায়নার পরে ইউটিউব থেকে সব ভিডিয়ো মুছলেন এই কৌতুকশিল্পীও !
Comedian Harsh Gujral: এই আবহেই আরেক জনপ্রিয় কৌতুকশিল্পী ইউটিউব থেকে তার শোয়ের সমস্ত ভিডিয়ো মুছে দিলেন। এই শোয়ের নাম ছিল 'দ্য এসকেপ রুম'।

নয়াদিল্লি: 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট' শোয়ের সমস্ত ভিডিয়ো ইউটিউব (India's Got Latent Row) থেকে মুছে দিয়েছেন সময় রায়না (Samay Raina)। এই শো'য়ে ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার অশালীন মন্তব্যের জেরে বিতর্ক চলছে তুঙ্গে। তার বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে বিভিন্ন রাজ্যে। আর এই আবহেই আরেক জনপ্রিয় কৌতুকশিল্পী ইউটিউব থেকে তার শোয়ের সমস্ত ভিডিয়ো মুছে দিলেন। এই শোয়ের নাম ছিল 'দ্য এসকেপ রুম', মূলত ডার্ক হিউমার এবং কিছু কৌতুক পরিবেশন করা হত এই শোয়ে। ২০২৪ সালের ডিসেম্বর মাসে শুরু হয়েছিল এই শো। আর তার তিন মাসের মাথাতেই সমস্ত ভিডিয়ো মুছে ফেললেন কৌতুকশিল্পী হর্ষ গুজরাল (Harsh Gujral) নিজেই।
সংবাদসূত্র অনুসারে, 'দ্য এসকেপ রুম' নামের শোয়ের সমস্ত ভিডিয়ো ইউটিউব থেকে মুছে দিয়েছেন হর্ষ গুজরাল। আর এর সঙ্গে সঙ্গেই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে প্রাইভেটও করে দিয়েছেন তিনি যেখানে মোট ৩৪ হাজার অনুরাগী ছিলেন তার। তবে এখনও পর্যন্ত এই কৌতুকশিল্পী ভিডিয়ো মোছা নিয়ে কোনো স্পষ্ট মন্তব্য করেননি। সময় রায়নার শো 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট'-এর মতই অনেকটা একইরকম কনটেন্ট ছিল হর্ষ গুজরালের শো'তেও।
হর্ষ গুজরালের এই শো-তে একটি কনফেশন বক্স রাখা হত যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের পরিচয় গোপন রেখে বেশ কিছু গোপনীয় তথ্য জানাতেন। বুকমাইশো-তে এই শোয়ের বিবরণ যা লেখা আছে তা থেকে জানা যায়, এই শো আদপে বাস্তব জগত থেকে দূরে যাওয়ার জন্য কিছু মানুষের সঙ্গে গোপনীয় কিছু কথা ভাগাভাগি করে নেয় পরিচয় গোপন রেখে। এমনকী এই বিবরণে হর্ষ গুজরালকে একজন এসকেপ থেরাপিস্ট বলে দাবি করা হয়েছে। মানুষজনের শেয়ার করা অনুশোচনা এবং আক্ষেপকে হালকা মোচড় দিয়ে অন্যভাবে উপস্থাপন করা হয় এই শো-য়ে। দর্শকরা এই শোয়ের মাধ্যমে মানুষজনের শেয়ারে করা সবথেকে অদ্ভুত, আজব এবং অন্ধকারময় ঘটনা সম্পর্কে জানতে পারেন, আর ধীরে ধীরে তা আরও ডার্ক ও হাস্যকর হয়ে উঠতে থাকে।
সম্প্রতি YouTube-এ ‘India's Got Talent’ অনুষ্ঠান থেকে বিতর্কের সূচনা। ওই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন সময়ই। অনুষ্ঠানটি তাঁর মস্তিষ্কপ্রসূত বলেও জানা যায়। সেখানে একটিএপিসোডে এক প্রতিযোগীকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করতে শোনা যায় ‘BeerBiceps’ নামে পরিচিত পডকাস্ট সঞ্চালক, আর এক ইন্টারনেট তারকা রণবীর এলাহাবাদিয়াকে। ‘মা-বাবাকে রোজ সঙ্গম করতে দেখতে চান, না কি এক বার সঙ্গ দিয়ে চিরতরে মা-বাবার সঙ্গম বন্ধ করতে চান’, এক প্রতিযোগীর কাছে জানতে চান রণবীর। আর এই মন্তব্যের পরেই জনরোষের মুখে পড়েন সময় রায়না, রণবীর এলাহাবাদিয়া।
আরও পড়ুন: TCS: বেতন বৃদ্ধির ঘোষণার পরেই দুঃসংবাদ ! ওয়ার্ক ফ্রম হোম পলিসিতে বড় বদল আনল এই আইটি সংস্থা
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
