এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
কার থেকে বচ্চন পরিবারে করোনা সংক্রমণ?
বচ্চন পরিবারের ঘনিষ্ঠ কেউ কেউ বলছেন, ডাবিং স্টুডিও থেকে অভিষেকের সংক্রমণ হয়েছে। অভিষেকের থেকেই সংক্রমিত অমিতাভ বলে অনুমান। যদিও বচ্চন পরিবার থেকে সরাসরি এ বিষয়ে কিছু বলা হয়নি এখনও পর্যন্ত।
মুম্বই: অমিতাভ-অভিষেকের পর নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত ঐশ্বর্য ও আরাধ্যা বচ্চনও। চারজনেরই কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এখনও পর্যন্ত একমাত্র জয়া বচ্চনের রিপোর্টই নেগেটিভ এসেছে।
অমিতাভর বাংলোর বাইরে কনটেনমেন্ট জোনের নোটিস দিয়েছে বৃহন্মুম্বই পুরসভার। নানাবতী হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছেন ৭৭ বছর বয়সী অভিনেতা। হাসপাতাল সূত্রে খবর, অমিতাভ-অভিষেক - দু’জনেরই সংক্রমণ মৃদু। অমিতাভর সামান্য জ্বর ও শ্বাসকষ্ট রয়েছে। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল। রাতে ভালোই ঘুম হয়েছে বর্ষীয়ান অভিনেতার। অন্যদিকে, বচ্চন পরিবারের কর্মচারীদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। প্রতীক্ষা, জলসা ও জন্নত - বচ্চন পরিবারের এই তিনটি বাংলো জীবাণুমুক্ত করছে বৃহন্মুম্বই পুরসভা। পুরসভার তরফে বচ্চন পরিবারের সংস্পর্শে আসা ৩০ জনকে চিহ্নিত করা হয়েছে।
কিন্তু কীভাবে বচ্চন পরিবারে হল করোনা সংক্রমণ? উঠে আসছে একাধিক তত্ত্ব। সূত্রের খবর, সম্প্রতি অমিতাভ বাড়ির বাইরে বেরিয়েছেন, এমন নজির নেই। তবে কাজের সূত্রে বাইরে বের হন অভিষেক ও বচ্চন পরিবারের কর্মচারীরা। তাঁদের থেকেই সংক্রমণ ছড়িয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে।
বচ্চন পরিবারের ঘনিষ্ঠ কেউ কেউ বলছেন, ডাবিং স্টুডিও থেকে অভিষেকের সংক্রমণ হয়েছে। অভিষেকের থেকেই সংক্রমিত অমিতাভ বলে অনুমান। যদিও বচ্চন পরিবার থেকে সরাসরি এ বিষয়ে কিছু বলা হয়নি এখনও পর্যন্ত।
রবিবার ঐশ্বর্য-আরাধ্যারাও করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। আরটিপিসিআর পদ্ধতিতে পরীক্ষায় রিপোর্ট পজিটিভ। আগে র্যাপিড টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছিল। পাশাপাশি অমিতাভ বচ্চনের করোনা পরীক্ষার দ্বিতীয় রিপোর্টও পজিটিভ। দ্বিতীয় রিপোর্ট পজিটিভ এসেছে অভিষেক বচ্চনেরও।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement