Oxygen Plant Initiative: অক্সিজেনের অভাব এড়াতে বিশেষ বার্তা সোনু সুদের, একসঙ্গে হাত বাড়ানোর আর্জি
চলতি মাসেই বিভিন্ন হাসপাতালে অক্সিজেন প্লান্ট তৈরির পরিকল্পনা নিয়েছেন সোনু সুদ। যার মূল উদ্দেশ্য দেশজুড়ে অক্সিজেনের অভাব দূর করা।
নয়াদিল্লি: করোনা আবহে দেশজুড়ে অক্সিজেনের হাহাকার। প্রিয়জনকে বাঁচাতে অক্সিজেনের জন্য ছুটছেন এদিক ওদিক। হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় অক্সিজেনের অভাবেই হচ্ছে মৃত্যু। অকালে চলে যাচ্ছে প্রাণ। স্বজন হারানোর কান্না দিকে দিকে। আর এই পরিস্থিতিতে নয়া উদ্যোগ নিলেন বলিউড অভিনেতা সোনু সুদ। দেশের বিভিন্ন প্রান্তে হাসাপাতালে অক্সিজেন প্লান্ট বসানোর উদ্যোগ নিলেন তিনি। নতুন এই কর্মসূচির নাম ‘মিশন হসপিটাল অক্সিজেন।‘
আজ সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় তিনি বলেন, গত কয়েক মাসে আমাদের অত্যন্ত সঙ্কটের মধ্যে দিয়ে গিয়েছে। যার মধ্যে প্রধান অক্সিজেন সঙ্কট। এদিক ওদিক অক্সিজেনের জন্য লোকজন ছুটে বেড়াচ্ছেন। আমি ভেবেছিলাম এমন কিছু একটা করা হোক, যাতে সব হাসপাতালেই অক্সিজেন প্লান্ট থাকে। যাতে ভবিষ্য়তে আমাদের অক্সিজেন সঙ্কটের মুখে পড়তে না হয়। দেশের সব রাজ্যেই অক্সিজেন প্লান্টের প্রয়োজন আছে।
চলতি মাসেই বিভিন্ন হাসপাতালে অক্সিজেন প্লান্ট তৈরির পরিকল্পনা নিয়েছেন সোনু সুদ। যার মূল উদ্দেশ্য দেশজুড়ে অক্সিজেনের অভাব দূর করা। এদিন ভিডিও বার্তায় তিনি বলেন, আগামী আড়াই থেকে তিন মাসের মধ্যে বিভিন্ন রাজ্যের ১৫ থেকে ১৮টি জায়গায় অক্সিজেন প্ল্যান্ট বসানো হবে। চলতি মাস থেকে শুরু হচ্ছে এই কর্মসূচি। অন্ধ্রপ্রদেশ থেকে এই কর্মসূচি শুরু হচ্ছে। এরপর হবে কর্নাটক, তেলেঙ্গান, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, তামিলনাড়ুতে। তাঁর কথায়, যেসব জায়গায় বিনামূল্যে চিকিৎসা হয় সেই সব জায়গায় এই অক্সিজেন প্লান্ট হলে গরিব মানুষদের অক্সিজেনের অভাবে মৃত্যু হবে না। শুধু তাই সাধারণ মানুষকেও তিনি এই কাজে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর কথায়, নিজেদের নিকটবর্তী হাসপাতালে একসঙ্গে হাত মিলিয়ে অক্সিজেন প্লান্টের উদ্যোগ নিন। সোনু সুদ ফাউন্ডেশন ছাড়াও এই কাজে সামিল হয়েছে আরও তিন সংস্থা। যার মধ্যে রয়েছে ইন্ডিয়াস ক্রিপ্টো রিলিফ ফান্ড, রাউন্ড টেবিল, হোথুর ফাউন্ডেশন।
করোনার প্রথম ঢেউয়ে ভারতে আছড়ে পড়ার সময় থেকেই অন্য এক সোনু সুদকে চিনেছে গোটা দেশ। লকডাউনে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠানো হোক, বা খাবার-ওষুধের পৌঁছে দেওয়া, সবেতেই কার্যত মসীহার ভূমিকায় দেখা গিয়েছে সোনু সুদকে। এর আগেও অক্সিজেন প্ল্যান্ট বসিয়েছেন তিনি। পাঠিয়েছেন অক্সিজেন কনসেনট্রেটরও। গত মাসেই সোনু জানান জুন মাসেই অন্ধ্রপ্রদেশের দুটি হাসপাতালে অক্সিজেন প্লান্টের প্রথম সেট বসছে। এরপর দেশের আরও অনে রাজ্যের হাসপাতালেও বসবে।