এক্সপ্লোর
‘ডর’-নতুন করে তৈরি সম্ভব নয়, বললেন জুহি

মুম্বই: ওয়েব সিরিজে মুক্তি পাওয়ার অপেক্ষায় ৯-এর দশকের জনপ্রিয় ছবি ‘ডর’। কিন্তু তার পুনর্নির্মাণ নিয়ে কী বললেন মূল ছবির নায়িকা জুহি চাওলা? ‘ডর’-এর রিমেক প্রসঙ্গে জুহি বলেন, এই ছবির নতুন করে নির্মাণ সম্ভব নয়। পরিচালক যশ চোপড়ার পরিচালনায় রাহুল(শাহরুখ), কিরণ(জুহি), সুনীল(সানি দেওল) -এর এই সাইকোলজিক্যাল থ্রিলার আবার তৈরি করা যাবে না। এটা সম্ভবত আসলটির আদলে তৈরি অন্য ছবি। এরসঙ্গে মূল ‘ডর’ ছবিটির হুবহু মিল নেই। এমনটাই বলেন জুহি। আরও বলেন, এমন কিছু কিছু ছবি রয়েছে, যেগুলো নতুন করে তৈরি করা যায় না। ‘ডর’-ও তেমনই এক ছবি। প্রসঙ্গত, পরিচালক বিকাশ চন্দ্রর পরিচালনায় ‘ডর’-এর নবনির্মিত পাঁচটি সিরিজ ওয়েবে মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছে। ‘ডর’ অনুরাগীরাও প্রতীক্ষায় কী চমক অপেক্ষা করছে তাঁদের জন্য।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
অটো






















