Yami Gautam on Dasvi: তাঁকে ঘিরে অসম্মানজনক রিভিউয়ের বিরুদ্ধে বিস্ফোরক ইয়ামি গৌতম
একদিকে 'দশভি' ছবির জন্য যখন অভিষেক বচ্চনকে প্রশংসায় ভরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে এই ছবিতে ইয়ামি গৌতমের পারফরম্যান্সের জন্য নানা অসম্মানজনক রিভিউ পড়েছে। আর তার বিরুদ্ধেই এবার মুখ খুললেন অভিনেত্রী।
মুম্বই: মুক্তি পেয়েছে বলিউড ছবি 'দশভি' (Dasvi)। এই ছবিতে অভিষেক বচ্চনের সঙ্গে দেখা গিয়েছে ইয়ামি গৌতমকে (Yami Gautam)। একদিকে 'দশভি' ছবির জন্য যখন অভিষেক বচ্চনকে প্রশংসায় ভরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে এই ছবিতে ইয়ামি গৌতমের পারফরম্যান্সের জন্য নানা অসম্মানজনক রিভিউ পড়েছে। আর তার বিরুদ্ধেই এবার মুখ খুললেন অভিনেত্রী।
ইয়ামি গৌতম যা বললেন-
'দশভি' ছবিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা গিয়েছে ইয়ামি গৌতমকে। ছবিতে তাঁর পারফরম্যান্সের জন্য যে প্রতিক্রিয়া তিনি পেয়েছেন, তাঁর বিরুদ্ধে সরব হয়ে ইয়ামি গৌতম সোশ্যাল মিডিয়ায় একটি টুইটের উত্তরে লেখেন, 'কোনও কিছু বলার আগে আমি বলতে চাই সাধারণত আমি প্রশংসার সঙ্গে সমালোচনাও মেনে নিতে পারি। কিন্তু যখন কোনও মাধ্যমে ইচ্ছাকৃত নানাভাবে পরিশ্রমকে নামিয়ে দেওয়া হয়, তখন মনে হচ্ছে এই বিষয়ে আওয়াজ তোলা জরুরি। 'আ থার্স ডে', 'বালা', 'উরি' এবং আমার বেশ কিছু ছবির পারফরম্যান্স আমার কাজ অনুযায়ী প্রতিক্রিয়া পেয়েছে। তবে, এবার সত্য়িই যা বলা হচ্ছে, তা অত্যন্ত অসম্মানজনক।'
আরও পড়ুন - Allu Arjun Brother: আল্লু অর্জুনের ভাইও একজন জনপ্রিয় অভিনেতা, চেনেন তাঁকে?
তিনি আরও বলেন, 'প্রতিটা সুযোগকে কাজে লাগিয়ে আমাদের মতো নিজে থেকে তৈরি হওয়া অভিনেতাদের অনেক পরিশ্রম দিয়ে জায়গা তৈরি করতে হয়। কিন্তু যখন কোনও নামী পোর্টাল ইচ্ছাকৃত সেই পরিশ্রমের মাধ্যমে তৈরি হওয়া জায়গাটা নামিয়ে মাটিতে মিশিয়ে দিতে চায়, তখন মন ভেঙে যায়।' এরপরই নির্দিষ্ট একটি পোর্টালের নাম উল্লেখ করেন ইয়ামি গৌতম। তার সঙ্গে বলেন, 'অনুরোধ করব যেন পরবর্তীকালে এই পোর্টালে আমার পারফরম্যান্সের কোনও রিভিউ না করা হয়। এটা অনেক কম যন্ত্রণাদায়ক হবে।'
প্রসঙ্গত, 'দশভি' ছবিতে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছে ইয়ামি গৌতমকে। এক সাক্ষাৎকারে ইয়ামি জানিয়েছেন, তিনি বিশেষ প্রশিক্ষণ নিয়েছিলেন এই চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য বিশেষ প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। কথাবার্তায় পরিবর্তন এনেছিলেন। কথা বলার সময় ঠিক কোন শব্দে জোর দিতে হবে তা অভ্যাস করেছিলেন ইয়ামি। অভিষেক বচ্চনের চরিত্রের সম্পূর্ণ বিপরীত চরিত্র হয়ে ওঠার প্রয়োজন ছিল ইয়ামির। তবেই আরও স্পষ্টভাবে ফুটে বেরবে অভিষেকের চরিত্র। কাজেই ইয়ামিকে যথেষ্ট খাটতে হয়েছিল চরিত্রটা নিয়ে। সেইসঙ্গে একজন পুলিশ অফিসারের চরিত্র যাতে তাঁর শরীরী ভাষাতেও বোঝা যায়, সেই চেষ্টাও করেছেন ইয়ামি। ছবিতে তাঁর চরিত্রের নাম জ্যোতি।