এক্সপ্লোর
Advertisement
শ্রীদেবীর মৃত্যুতদন্ত শুরু দুবাই পুলিশের, অভিনেত্রীর দেহ ফিরতে পারে মঙ্গলবার সন্ধ্যায়
LIVE UPDATES:
# মঙ্গলবার স্থানীয় সময়ে সকাল ৯.৩০ টায় দুবাইয়ে খুলবে মর্গ। সকাল ১০টায় যদি অনুমতি মেলে, তার পর ক্লোজার রিপোর্ট দেবে পুলিশ। ক্লোজার রিপোর্ট পাওয়ার পর পরিবার পাবে শ্রীদেবীর মৃতদেহ। এরপর, দেহে রাসায়নিক প্রলেপ দিতে সময় লাগবে দেড় ঘণ্টা। প্রক্রিয়া শেষ করতে লাগতে পারে প্রায় ৪ ঘণ্টা। সন্ধে ৬টায় ভারতে আসতে পারে শ্রীদেবীর মৃতদেহ।
# আরব আমিরশাহীর সরকারি কৌঁসুলির ক্লিয়ারেন্স-এর অপেক্ষায় দুবাই পুলিশ।
# পোস্ট মর্টেম রিপোর্টে স্বাক্ষর করা চিকিৎসককে নিয়ে এবার নতুন বিতর্ক। নিয়মানুসারে, একজন প্যাথলজিস্টের স্বাক্ষর খাকার কথা। কিন্ত, যে চিকিৎসকের স্বাক্ষর রয়েছে তিনি রেডিওলজিস্ট।
#জুমেইরা এমিরেটস টাওয়ারে শ্রীদেবীর ঘর পরীক্ষা করছে দুবাই পুলিশ। করিডর, ঘরের বাইরের লবির সিসিটিভি বাজেয়াপ্ত করল দুবাই পুলিশ।
#হোটেল কর্মীদের বয়ান রেকর্ড করবে দুবাই পুলিশ। শ্রীদেবীর ঘরে জল দিতে যাওয়া হোটেল কর্মীকেও জিজ্ঞাসাবাদ করবে দুবাই পুলিশ।
# আজ শ্রীদেবীর দেহ ফেরার সম্ভাবনা ক্ষীণ। ভারতে দেহ আনা নিয়ে সিদ্ধান্ত নেবেন দুবাইয়ের সরকারি আইনজীবী, দাবি খলিজ টাইমস-এর
# বনি কপূরের সঙ্গে কথা বলল দুবাই পুলিশ। বনি কপূরের বয়ান রেকর্ড করবে দুবাই পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে শ্রীদেবীর ফোন কললিস্ট।
# শ্রীদেবীর মৃত্যুতদন্ত শুরু দুবাই পুলিশের।
# মৃত্যুর সময় হোটেলের রুমে শ্রীদেবীর সঙ্গে কে ছিলেন?’ পারিপার্শ্বিক তথ্য-প্রমাণের সূত্র ধরে তদন্তে দুবাই পুলিশ। শ্রীদেবীর মৃত্যু সংক্রান্ত ফাইল গেল সরকারি আইন দফতরে।
# শ্রীদেবীর ডেথ সার্টিফিকেট দিল দুবাইয়ের হাসপাতাল। শ্রীদেবীর পাসপোর্ট বাতিল করে দেওয়া হবে এনওসি।
# গালফ নিউজের দাবি, শ্রীদেবীর শরীরে মিলেছে অ্যালকোহল। সূত্রের খবর, মত্ত অবস্থায় বেসামাল হয়ে পড়েছিলেন শ্রীদেবী। সেই সময়, কোনওভাবে, বেসামাল হয়ে বাথটবে পড়ে যান শ্রীদেবী।
# হোটেলের বাথটবে ডুবেই শ্রীদেবীর মৃত্যু, দাবি ময়নাতদন্তের রিপোর্টে। হৃদরোগে আক্রান্ত নয়, জলে ডুবেই মৃত্যু, বলছে ময়নাতদন্তের রিপোর্ট। মাথা ঘুরে পড়ে যান বাথটবের জলে। ময়নাতদন্তের রিপোর্টে এমনটাই উল্লেখ। দুবাইয়ে রাত ১১টায় শ্রীদেবীর মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ময়না তদন্তের রিপোর্টে।
# শ্রীদেবীর মরদেহ ভারতে আনার প্রক্রিয়া শুরু।
# দ্বিতীয়বার হবে না শ্রীদেবীর ময়নাতদন্ত। কিছুক্ষণের মধ্যেই শ্রীদেবীর ডেথ সার্টিফিকেট, দাবি সূত্রের।
# ফরেন্সিক রিপোর্ট পাঠানো হচ্ছে হাসপাতালে। ফরেন্সিক রিপোর্ট নিয়ে রওনা দিলেন কনস্যুলেটের অফিসার।
# শ্রীদেবীর পরিবারকে ফরেন্সিক রিপোর্ট দিল দুবাই পুলিশ। ভারতীয় কনস্যুলেটকেও ফরেন্সিক রিপোর্ট দিল দুবাই পুলিশ। মুখবন্ধ খামে বুর দুবাই থানায় রিপোর্ট দুবাই পুলিশের।
# পোস্টমর্টেম পরীক্ষার পর শ্রীদেবীর মৃত্যুর কারণ জানতে নমুনা পরীক্ষা। নমুনা পরীক্ষার কাজ চলছে, লাগতে পারে আরও সময়। পরীক্ষার রিপোর্ট এলে মামলার ক্লোজার রিপোর্ট দেবে দুবাই পুলিশ।
# সমস্ত পরীক্ষার রিপোর্ট যাবে দুবাই পুলিশ স্টেশনে। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর দুবাই পুলিশ দেবে সবুজ সঙ্কেত। বিমানবন্দরে শ্রীদেবীর দেহ নিয়ে যাওয়ার অনুমতি মিলবে তখন।
# তার পর আল বরাহ হাসপাতাল দেবে শ্রীদেবীর ডেথ সার্টিফিকেট। হাসপাতালে গিয়ে নিতে হবে ডেথ সার্টিফিকেট।
# দেহ সংরক্ষণের প্রক্রিয়া শেষ হতে লাগবে দেড় ঘণ্টা। এয়ারপোর্টে ক্লিয়ারেন্স পেতে লাগতে পারে দু’ঘণ্টা। দুবাই থেকে বিমানে ফিরতে লাগবে তিন ঘণ্টা।
#শ্রীদেবীর শেষযাত্রায় যোগ দিতে মুম্বই এসে পৌঁছেছেন রজনীকান্ত। এই খবরে তিনি স্তম্ভিত, প্রতিক্রিয়া রজনীকান্তের।শেষযাত্রায় থাকার কথা দক্ষিণী তারকা নাগার্জুনা, চিরঞ্জীবি, ভেঙ্কটেশ, ভারতীরাজা, কে. রাঘবেন্দ্র রাও, অম্বরীশ এবং প্রকাশ রাজ।
#শ্রীদেবীকে শেষশ্রদ্ধা জানাতে অনিল কপূরের বাড়িতে পৌঁছেছেন দীপ্তি নাভাল, ফারহা খান, ফারহান আখতার,তব্বু। ফারহানের সঙ্গে গিয়েছেন তাঁর মা, হনি ইরানি।
মুম্বই: শনিবার রাতেই থেমে গিয়েছে 'মিস হাওয়া হাওয়াইয়ের' হৃদযন্ত্র। শোকস্তব্ধ গোটা দুনিয়া। শ্রী-হীন বলিউড প্রথমে বিশ্বাসই করতে পারেননি যে শ্রীদেবী আর নেই। রবিবার দিনভর শুধু চলেছে স্মৃতিচারণা, আর অপেক্ষা। দুবাই থেকে কখন ভারতে আসবে শ্রীদেবীর নিথর দেহ? কখন তাঁকে শেষ দেখা দেখতে পাবেন তাঁর সহকর্মী, বন্ধু থেকে ভক্তরা? এই প্রশ্নই গত ২৪ ঘণ্টা ঘুরপাক খাচ্ছে... রবিবার সারাদিন ধরে চলেছে টালবাহনা। কখনও শোনা গিয়েছে, রবিবার রাত এগারোটা নাগাদ পৌঁছবে দেহ, কখনও জানা গিয়েছে মধ্যরাত পেরিয়ে রাত দুটো-তিনটে নাগাদও পৌঁছতে পারে দেহ। অবশেষে জানা গিয়েছে, সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে আজ সন্ধে নাগাদ এসে পৌঁছতে পারে শ্রীদেবীর দেহ। এরজন্যে অভিনেত্রীর বাংলোর বাইরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সকাল থেকে সেখানে ভক্তদের ভিড় দেখা গিয়েছে। সূত্রের খবর, আজই সম্পন্ন হবে শ্রীদেবীর শেষকৃত্য, তবে দেহ আসতে দেরি হওয়ায়, বিলম্ব হবে শেষকৃত্যেরও। কখন হবে শেষকৃত্য এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। অভিনেত্রীর শেষযাত্রা শুরুর আগে, তাঁর শেষ ইচ্ছেপূরণে এখন ব্যস্ত গোটা পরিবার। কোনও একসময় নিজের মনের এই ইচ্ছের কথা শ্রী জানিয়েছিলনে। ভারসোভায় শ্রীদেবীর বাংলো, গাড়ি সাজানো হয়েছে সাদায়। কারণ, শ্রী-র শেষ ইচ্ছাই ছিল তাঁর শেষযাত্রায় সবকিছু সাদা হবে। সাদা ছিল তাঁর খুব প্রিয় রং। তাই শ্রীদেবীর গাড়ি সাজানো হয়েছে সাদা ফুলে। এছাড়া আছে গোলাপ, অর্কিড, লিলি। অভিনেত্রীর ঘরও সাজানো হয়েছে সাদায়। শনিবার রাতে দুবাইয়ের হোটেলে মৃত্যু হয় শ্রীদেবীর। সেখানে তিনি গিয়েছিলেন বনির ভাইপো মোহিত মারওয়ার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে। শ্রী-র আচমকা মৃত্যুতে শোকস্তব্ধ স্বামী বনি কপূর এবং দুই কন্যা জাহ্নবী এবং খুশি। রবিবার শেষরাতে যশরাজ ফিল্মসের তরফে এক বিবৃতি প্রকাশ করে কপূর পরিবারের তরফে সংবাদমাধ্যমকে কৃতজ্ঞতা জানানো হয়েছে, তাঁরা যেভাবে এই কঠিন মুহূর্তে পুরো পরিবারের পাশে দাঁড়িয়েছেন, সেইজন্যে। খালিজ টাইমস অনুযায়ী, শ্রীদেবীর দেহের ময়নাতদন্ত শেষ হয়েছে। এখন সেখানকার ফরেন্সিক দফতরের থেকে ল্যাব রিপোর্টের অপেক্ষায় রয়েছে প্রয়াত অভিনেত্রীর পরিবার।Mumbai: Latest visuals from outside the residence of #Sridevi; her mortal remains will be brought to India from Dubai today. pic.twitter.com/pAz2Xav4lG
— ANI (@ANI) February 26, 2018
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement