এক্সপ্লোর

Top Entertainment News: অন্তঃসত্ত্বা দীপিকার শ্যুটিংয়ের ভিডিও ভাইরাল, ডিপফেক নিয়ে এফআইআর আমিরের, বিনোদনের সারাদিন

Top Entertainment News Today: আজ বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন আজকের বিনোদনের সারাদিন

কলকাতা: 'ডিপফেক ভিডিও' শব্দটি ইতিমধ্যেই পরিচিত হয়ে গিয়েছে সাধারণ মানুষদের মধ্যে। আর এবার, কৃত্রিম মেধা দিয়ে তৈরি ভিডিওর শিকার আরও এক বলিউডের প্রথম শ্রেণীর তারকা। তিনি আমির খান (Amir Khan)। তবে এই প্রথমবার, কোনও তারকার 'ডিপফেক ভিডিও' তৈরি হয়েছে রাজনৈতিক প্রচারের উদ্দেশে। এর আগে রশ্মিকা মন্দানা (Rashmika Mandana) বা ক্যাটরিনা কইফের (Katrina Kaif) মতো নায়িকারাও ডিপফেক ভিডিওর শিকার হয়েছেন, তবে তা তৈরি করা হয়েছিল অভিনেত্রীদের ব্যক্তিগত ভাবমূর্তিতে আঘাত করার জন্য। কিন্তু আমিরের যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে, তা ঠিক এমন নয়। অন্যদিকে, মঙ্গলবার ম্যাচের শেষে কেকেআরের ড্রেসিংরুমে পৌঁছে গিয়েছিলেন শাহরুখ খান। সেখানে গিয়ে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) দলের সঙ্গে যখন কথা বলছেন তিনি, সেই ঝলক দেখে মনে পড়ে যায় 'চক দে ইন্ডিয়া' (Chak De! India)-র কবীর খানকে। আজ বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন আজকের বিনোদনের সারাদিন

দ্বিতীয়বার কবে বিয়ের পিঁড়িতে মালাইকা?

তাঁদের দাম্পত্য ভাঙলেও, ছেলে আরহানের দায়িত্ব ভাগাভাগি করে নিয়েছেন। মা মালাইকা আরোরা (Malaika Arora)-র সঙ্গে খুবই ভাল সম্পর্ক ছেলে আরহান খানের। শুধু তাই নয়, বাবা আরবাজ় খানের সঙ্গেও বেশ ভাল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি, একটি টক শো শুরু করেছেন এই তারকা সন্তান। তাঁর সঙ্গে রয়েছেন দুই বন্ধু, দেব রিয়ানি এবং আরুশ বর্মা।  তিনজনে মিলে একটি পডকাস্ট শো চালু করেছেন তাঁরা। সেখানে ইতিমধ্যেই অতিথি হয়ে এসেছেন বাবা আরবাজ় খান ও কাকা সোহেল খান। আর এবার, আরহানের টক শো-তে তাঁর অতিথি মা মালাইকা। সেই শো-এর প্রোমো প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায় কয়েকটি কথোপকথন। কী সেটি? পডকাস্ট শো-এর প্রোমোতে শোনা যায়, মালাইকা ছেলেকে প্রশ্ন করছেন, সে কবে কৌমার্য্য হারিয়েছে? পাল্টা মা মালাইকাকে আরহান প্রশ্ন করে বসেন তাঁর দ্বিতীয় বিয়ে নিয়ে! মালাইকা আরোরা ও অর্জুন কপূরের (Arjun Kapoor) সম্পর্কের কথা বলিউডের ওপেন সিক্রেট। তাঁরা দীর্ঘদিন ধরে লিভ ইন করেন এই খবর সবারই জানা। নিজেদের সম্পর্ক নিয়ে কখনও রাখঢাকও করেননি তাঁরা। একসঙ্গে ঘুরতে যাওয়া থেকে শুরু করে মুহূর্তযাপন, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবিই ভাগ করে নিয়েছেন তাঁরা। তবে ছেলের দ্বিতীয় বিয়ে নিয়ে প্রশ্নে বেশ অবাকই হন মালাইকা। সেই সময়ে উত্তরও দিতে পারেন না ছেলেকে। তবে এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তেই ফের জল্পনায় মালাইকা আর অর্জুনের বিয়ের খবর। শোনা গিয়েছিল, দীর্ঘদিন প্রেম করার পরে নাকি বিচ্ছেদ হয়েছে মালাইকা ও অর্জুনের। তাঁদের একসঙ্গে ছবি পোস্ট করা বন্ধ হয়ে গিয়েছিল। সোশ্যাল মিডিয়াতেও একসঙ্গে দেখা যেত না তাঁদের। কিন্তু আরহানের এই প্রশ্ন যেন ফের উস্কে দিয়েছে জল্পনা? কবে বিয়ের পিঁড়িতে বসছেন মালাইকা? সরাসরি এই প্রশ্ন আরহান রাখলেও, মালাইকার তরফে কিন্তু উত্তর মেলেনি। 

অন্তঃসত্ত্বা অবস্থাতেই অ্যাকশন দৃশ্যের শ্যুটিং, দীপিকার সন্তান আসছে সারোগেসির মাধ্যমে?

তিনি মা হচ্ছেন, এই খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা বন্যায় ভেসেছিলেন। বলিউডের প্রথম সারির এই দম্পতি মা-বাবা হতে চলেছেন সেপ্টেম্বর মাসে, এই খবর নিজেরাই জানিয়েছিলেন। সেপ্টেম্বর মাসেই পরিবারে আসছে নতুন সদস্য, বাবা-মা হতে চলেছেন রণবীর সিংহ (Ranbir Singh) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। তবে হবু মা দীপিকার বিভিন্ন কাজ নিয়ে বারে বারেই কটাক্ষের সম্মুখীন হয়েছেন তিনি। প্রথমে অম্বানিদের পরিবারে নাচ, আর এবার অ্যাকশন দৃশ্যের শ্যুটিং! বুধবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একাধিক ছবি। সেখানে দেখা যাচ্ছে, পুলিশের পোশাকে শ্যুটিং ফ্লোরে রয়েছেন দীপিকা। টেনে বাঁধা চুল, গায়ে আঁটোসাঁটো পোশাক। তাঁর 'বেবিবাম্প' বোঝবার উপায় নেই। অন্যদিকে দীপিকার এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই চটেছেন নেটিজেনরা। অনেকেই বলেছেন যে দীপিকা অন্তঃসত্ত্বা অবস্থায় শ্যুটিং করছেন কিভাবে? তাও অ্যাকশন সিকোয়েন্সের? কটাক্ষের স্বীকার হতে হয়েছে অভিনেত্রীকে। তবে অ্যাকশন দৃশ্যে দীপিকার বডি ডাবল ব্যবহার হয়েছে কি না সেটা অবশ্য জানা যায়নি। 

বাবা হলেন টলি-অভিনেতা কিঞ্জল নন্দ, ঘরে এল পুত্র নাকি কন্যাসন্তান?

নতুন বছরের শুরুতেই সুখবর দিলেন অভিনেতা কিঞ্জল নন্দ (Kinjal Nanda)। পরিবারে এল নতুন অতিথি। সোশ্যাল মিডিয়ায় স্ত্রী নম্রতার সঙ্গে মিষ্টি একটি ছবি শেয়ার করে কিঞ্জল অনুরাগীদের জানালেন, কন্যাসন্তানের মাতা-পিতা হয়েছেন তাঁরা। বর্তমানে টলিউডে নিজের জায়গা তৈরি করে নিলেও, নিজের ব্যক্তিগত জীবনকে চিরকালই আড়ালে রেখেছেন কিঞ্জল। দীর্ঘদিনের প্রেমিকা নম্রতার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন কিঞ্জল। ২০২২ সালে বিবাহ সম্পন্ন হয় তাঁদের। ডাক্তারি পরার সময় তাঁদের বন্ধুত্ব তারপরে প্রেম। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় নিজের ও নম্রতার একটি ছবি শেয়ার করে নিয়ে কিঞ্জল লিখেছেন, 'সবাইকে ধন্যবাদ, ভগবানকে অনেক ধন্যবাদ। আজ আমাদের একটি কন্যসন্তানের জন্ম হয়েছে।' সোশ্যাল মিডিয়ায় কিঞ্জল এই পোস্ট করার পর থেকেই ভেসেছেন শুভেচ্ছাবার্তায়। অন্যান্য অনুরাগী থেকে শুরু করে সহকর্মীরা, সবাই শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতাকে। 

বিজেপিকে কটাক্ষ করে কংগ্রেসের প্রচার আমিরের! 'ডিপফেক ভিডিও' নিয়ে এফআইআর দায়ের অভিনেতার

'ডিপফেক ভিডিও' শব্দটি ইতিমধ্যেই পরিচিত হয়ে গিয়েছে সাধারণ মানুষদের মধ্যে। আর এবার, কৃত্রিম মেধা দিয়ে তৈরি ভিডিওর শিকার আরও এক বলিউডের প্রথম শ্রেণীর তারকা। তিনি আমির খান (Amir Khan)। তবে এই প্রথমবার, কোনও তারকার 'ডিপফেক ভিডিও' তৈরি হয়েছে রাজনৈতিক প্রচারের উদ্দেশে। এর আগে রশ্মিকা মন্দানা (Rashmika Mandana) বা ক্যাটরিনা কইফের (Katrina Kaif) মতো নায়িকারাও ডিপফেক ভিডিওর শিকার হয়েছেন, তবে তা তৈরি করা হয়েছিল অভিনেত্রীদের ব্যক্তিগত ভাবমূর্তিতে আঘাত করার জন্য। কিন্তু আমিরের যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে, তা ঠিক এমন নয়। সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, স্বয়ং আমির খান ভারতীয় জনতার পার্টিতে কটাক্ষ করছেন, প্রশ্ন তুলছেন তাঁদের কথা মতো ১৫ লাখ টাকা প্রত্যেক ভারতীয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন পৌঁছল না। সেইসঙ্গে আমির খান বার্তা দিচ্ছেন কংগ্রেসকে সমর্থন করার। ৩১ সেকেন্ডের এই ভিডিওতে বলা রয়েছে সম্পূর্ণ রাজনৈতিক কথাবার্তাই। এই পোস্ট প্রথম শেয়ার করে নেওয়া হয় হরিশ মিনার তরফে। জানা গিয়েছে, এই ভিডিওর বিরুদ্ধে একটি এফআইআর FIR দায়ের করেছেন আমির খান। মুম্বই পুলিশের কাছে দায়ের করা হয়েছে সেটি। সেই সঙ্গে আমির জানিয়েছেন, দীর্ঘ কেরিয়ারে তিনি কখনও কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। কখনও কোনও রাজনৈতিক দলের হয়ে প্রচারও করেননি। ফলে ভোটের মরসুমে ছড়িয়ে পড়া এই ভিডিওর কোনও ভিত্তিই নেই। অন্যদিকে বিশেষজ্ঞরা মনে করছেন, ভোটের মরসুমে জনপ্রিয় অভিনেতার মুখ ব্যবহার করে ভুয়ো ভিডিও ছড়িয়ে পড়া আশঙ্কার। সেইসঙ্গে এমন ঘটনা আরও ঘটতেই পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। 

'আমার গর্বের দিন', হারের পরে বিষণ্ণ গম্ভীর, শ্রেয়সদের চাঙ্গা করলেন শাহরুখ

ম্যাচের প্রথমার্ধে তাঁকে দেখা গিয়েছিল বেশ খোশমেজাজেই। প্রথম দুই ওভারের পরেই মাঠ জুড়ে উচ্ছ্বাস.. ততক্ষণে নির্দিষ্ট বক্সের ব্যালকনিতে এসে দাঁড়িয়েছেন সাদা টিশার্টের এক 'তরুণ'। মাঠে তখন বাজছে 'ঝুমে যো পাঠান'। সেই মুহূর্তেই সমস্ত ক্যামেরার ফোকাস ছিনিয়ে নিলেন তিনি। কখনও হাত নাড়লেন, চুমু ছুঁড়ে দিলেন, কখনও থাম্বস আপ দেখালেন ক্যামেরার দিকে, কখনও আবার গানের তালে এক-দুবার পাও মেলালেন। মঙ্গলবার ইডেনে রাজস্থান রয়ালর্সের (RR) সঙ্গে কেকেআরের (KKR) হাড্ডাহাড্ডি ম্যাচের পাশাপাশি, নিঃসন্দেহে বাড়তি আকর্ষণ ছিলেন তিনিই। শাহরুখ খান (Shah Rukh Khan)। তবে গোটা ম্যাচে তিনি আলো ছড়ালেও, শেষ ওভারে ব্যালকনি ছেড়েছিলেন তিনি। ইডেনের পিচে তখন আত্মবিশ্বাসী জস বাটলার (Jos Buttler) ঝড় তুলেছেন ব্যাটে। সেই ঝোড়ো ব্যাটিংয়েই ফিকে হয়ে গেল সুনীল নারাইনের (Sunil Narine) সেঞ্চুরি, গ্যালারিতে ম্লান হল  শাহরুখ খানের ক্যারিশমা। ম্যাচের শেষে নিয়মমাফিক তিনি মাঠে নামলেও, মাঠ প্রদক্ষিণ করলেন না। ইডেনের দর্শকাসন ফাঁকা হয়ে গেল একরাশ মনখারাপ নিয়ে। তবে, তিনি শাহরুখ খান। তাঁর পরিচয় যেমন মহাতারকা, কেকেআরের মালিক... তেমনই তিনি সুবক্তাও। মঙ্গলবার ম্যাচের শেষে কেকেআরের ড্রেসিংরুমে পৌঁছে গিয়েছিলেন শাহরুখ খান। সেখানে গিয়ে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) দলের সঙ্গে যখন কথা বলছেন তিনি, সেই ঝলক দেখে মনে পড়ে যায় 'চক দে ইন্ডিয়া' (Chak De! India)-র কবীর খানকে। দলকে উজ্জীবিত করতে শাহরুখের মতো মহৌষধি বোধহয় আর নেই। কেকেআরের তরফ থেকে প্রকাশ করা হয়েছে দলের ড্রেসিং রুমের একটি ভিডিও। সেখানেই কিং খানকে বলতে শোনা গেল, 'জীবনে এমন অনেক দিন আসে, যেদিন আমাদের হারা উচিত নয়। আবার এমন অনেক দিন আসে, যেদিন জিতে যাওয়াও উচিত নয়। খেলার ক্ষেত্রে তো এই বিষয়টা খুব হয়। এক একটা দিন সমস্ত হিসাবের গোলমাল হয়ে যায়। তবে আজ আমাদের হেরে যাওয়া উচিত ছিল না। প্রত্যেকে ভীষণ ভাল খেলেছো। প্লিজ কেউ মনখারাপ কোরো না, মুখ ভার করে রেখো না। জয়ের পরে যতটা আনন্দ নিয়ে চেঞ্জিংরুমে ফেরো, তেমনই থাকো। হতাশ হওয়ার মতো কিচ্ছু হয়নি। আসল জিনিসটাই হল আমাদের এনার্জি, উৎসাহ। মাঠে সেটা ভরপুর ছিল। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ভাল সম্পর্কও মাঠে ধরা পড়েছে। সত্যি বলছি, আজকের দিনটা আমার কাছে গর্বের। আমি কারও একার নাম নিতে চাই না। জিজি (গৌতম গম্ভীর) খারাপ কোরো না। আজকের দিনটা বোধহয় ভগবান এমনভাবেই ঠিক করেছিলেন। হয়তো উনি আমাদের জন্য আরও ভাল কিছু পরিকল্পনা করে রেখেছেন। আগামীর জন্য শুভেচ্ছা।'

আরও পড়ুন: Srikanto Acharya: সেলসের চাকরি থেকে সঙ্গীতজগতের নক্ষত্র.. গান গাইবেন, কখনও ভাবেননি শ্রীকান্ত আচার্য্য!

 

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: বাংলায় পর পর জালে জঙ্গি, উদ্বেগ বাড়াচ্ছে কাঁটাতারহীন সীমান্ত
বাংলায় পর পর জালে জঙ্গি, উদ্বেগ বাড়াচ্ছে কাঁটাতারহীন সীমান্ত
HIDCO: সরলেন ফিরহাদ, এবার মুখ্যমন্ত্রীর অধীনে হিডকো
সরলেন ফিরহাদ, এবার মুখ্যমন্ত্রীর অধীনে হিডকো
WB Primary Semester System: বদলে যাচ্ছে খোলনলচে, এবার প্রাথমিকে পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের সিদ্ধান্ত
বদলে যাচ্ছে খোলনলচে, এবার প্রাথমিকে পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের সিদ্ধান্ত
Terrorist Arrest: অসম STF-এর অপারেশন 'প্রঘাত', ধুবড়ি থেকে গ্রেফতার এক জঙ্গি
অসম STF-এর অপারেশন 'প্রঘাত', ধুবড়ি থেকে গ্রেফতার এক জঙ্গি
Advertisement
ABP Premium

ভিডিও

India-Bangladesh Border: রাজ্যে ভারত-বাংলাদেশ সীমান্তের ৯৬৩ কিমি এলাকাতেই নেই কাঁটাতার।Militant News Update: পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদে তালহা সইদের সঙ্গে জাভেদের বৈঠকIndian Super League: ১১ জানুয়ারি যুবভারতীতে আইএসএলের ডার্বি ঘিরে জটিলতা | ABP Ananda LiveJob Seeker Protest News: হাইকোর্টে নির্দেশে বাতিল হয়েছে প্যানেল, অবস্থানে বসেছেন শিক্ষকরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: বাংলায় পর পর জালে জঙ্গি, উদ্বেগ বাড়াচ্ছে কাঁটাতারহীন সীমান্ত
বাংলায় পর পর জালে জঙ্গি, উদ্বেগ বাড়াচ্ছে কাঁটাতারহীন সীমান্ত
HIDCO: সরলেন ফিরহাদ, এবার মুখ্যমন্ত্রীর অধীনে হিডকো
সরলেন ফিরহাদ, এবার মুখ্যমন্ত্রীর অধীনে হিডকো
WB Primary Semester System: বদলে যাচ্ছে খোলনলচে, এবার প্রাথমিকে পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের সিদ্ধান্ত
বদলে যাচ্ছে খোলনলচে, এবার প্রাথমিকে পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের সিদ্ধান্ত
Terrorist Arrest: অসম STF-এর অপারেশন 'প্রঘাত', ধুবড়ি থেকে গ্রেফতার এক জঙ্গি
অসম STF-এর অপারেশন 'প্রঘাত', ধুবড়ি থেকে গ্রেফতার এক জঙ্গি
New Year Weather: বর্ষবরণের রাতে জাঁকিয়ে ঠান্ডা? নতুন বছরে শীতের দাপট, বড় আপডেট আবহাওয়ার
বর্ষবরণের রাতে জাঁকিয়ে ঠান্ডা? নতুন বছরে শীতের দাপট, বড় আপডেট আবহাওয়ার
Manmohan Singh CV : মিতভাষী বলে উপহাস করতেন নিন্দুকরা ! মনমোহন সিংহের সিভি দেখলে অবাক হবেন ?
মিতভাষী বলে উপহাস করতেন নিন্দুকরা ! মনমোহন সিংহের সিভি দেখলে অবাক হবেন ?
Gold Rate: বিয়ের জন্য সোনার গয়না গড়াবেন ভাবছেন ? আজ সোনা কিনলে সাশ্রয় হবে কি ? দেখুন রেটচার্ট
বিয়ের জন্য সোনার গয়না গড়াবেন ভাবছেন ? আজ সোনা কিনলে সাশ্রয় হবে কি ? দেখুন রেটচার্ট
Fraud Case: অভিষেকের নাম করে তোলাবাজির চেষ্টার অভিযোগ, পুলিশের জালে তিন
অভিষেকের নাম করে তোলাবাজির চেষ্টার অভিযোগ, পুলিশের জালে তিন
Embed widget