Deepika Padukone Update: সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা শেয়ার দীপিকা পাড়ুকোনের
বুধবার ৬৬ বছরে পা দিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। ভিডিওতে তাঁর বলিউড জার্নি সঙ্গে তাঁর কিছু মনের কথা দেখা যাচ্ছে।
মুম্বই: গতকাল ছিল বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) জন্মদিন। দেখতে দেখতে ৩৬ বছরে পা দিলেন অভিনেত্রী। জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ শুভেচ্ছাবার্তা। অনুরাগী থেকে তারকারা এবং প্রিয়জনেরা অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিলেন। আর এত শুভেচ্ছা পেয়ে আপ্লুত দীপিকা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন এক আবেগঘন বার্তা। যাতে আবার ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেট নাগরিক থেকে তারকারা।
আরও পড়ুন - Salman Khan: কেন সম্পর্ক ভাঙে সলমনের সঙ্গে? বিস্ফোরক ভাইজানের প্রাক্তন প্রেমিকা
বুধবার ৬৬ বছরে পা দিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। ভিডিওতে তাঁর বলিউড জার্নি সঙ্গে তাঁর কিছু মনের কথা দেখা যাচ্ছে। ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে, সেরা অভিনেত্রীর জন্য তাঁর নাম ঘোষণা করছেন পরিচালক সঞ্জয়লীলা বনশালী। এরপর একের পর এক ছবি যাচ্ছে আর দীপিকা তাঁর মনের কথা বলছেন। ভিডিওতে অভিনেত্রী বলছেন, 'আমি একজন মানুষ। মানুষ হিসেবে আমি একরকম। অভিনেতা হিসেবে আমি আলাদা। ব্যক্তি হিসেবে আমি আলাদা। আমি এমনই।' এমনই নিজের সম্পর্কে অনেক কথা বলছেন অভিনেত্রী।
বলিউডের সফল অভিনেত্রীদের তালিকায় দীপিকা পাড়ুকোনের নাম বেশ উপরের দিকেই থাকবে। তাঁর অনুরাগীর সংখ্যাও চোখে পড়ার মতো। তাঁর কেরিয়ারের দিকে তাকালে সেখানে তাবড় সমস্ত তারকাদের সঙ্গে ছবির নাম চোখে পড়বে। শুধু স্ক্রিনই শেয়ার করেননি, কেরিয়ারটাই শুরু করেছেন শাহরুখ খানের সঙ্গে। এরপর কখনও তাঁকে দেখা গিয়েছে অমিতাভ বচ্চনের সঙ্গে চুটিয়ে অভিনয় করতে। আবার কখনও হালের সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন। কখনও তাঁর সঙ্গে রণবীর কপূরের সম্পর্ক এবং পরবর্তীকালে বিচ্ছেদ। আবার কেরিয়ারের মধ্য গগনে বলিউডের আর এক জনপ্রিয় তারকা রণবীর সিংহকে রাজকীয় কায়দায় বিয়ে করে তাঁর সঙ্গে জমিয়ে সংসার। সবমিলিয়ে দীপিকা পাড়ুকোনের জীবন বর্ণময়। সদ্যই মুক্তি পেয়েছে তাঁর বহু প্রতীক্ষিত ছবি 'এইট্টি থ্রি'। দীপিকা পাড়ুকোনকে আগামীতে দেখা যাবে 'গহেরাইয়া' ছবিতে।