Defamation Case: শিল্পা শেট্টি-রাজ কুন্দ্রার বিরুদ্ধে 'হুমকি'-এর অভিযোগ, পুলিশের দ্বারস্থ শার্লিন চোপড়া
এএনআইকে তিনি বলেন, 'রাজ কুন্দ্রা এবং শিল্পা শেট্টি আমাকে 'আন্ডারওয়ার্ল্ড'-এর হুমকি দিয়েছিলেন এবং এখন আমাকে মানহানির নোটিস পাঠিয়েছেন। কিন্তু আমি ভয় পাচ্ছি না।'
![Defamation Case: শিল্পা শেট্টি-রাজ কুন্দ্রার বিরুদ্ধে 'হুমকি'-এর অভিযোগ, পুলিশের দ্বারস্থ শার্লিন চোপড়া Defamation Case: Sherlyn Chopra Accuses Shilpa Shetty-Raj Kundra Of Underworld Threat Defamation Case: শিল্পা শেট্টি-রাজ কুন্দ্রার বিরুদ্ধে 'হুমকি'-এর অভিযোগ, পুলিশের দ্বারস্থ শার্লিন চোপড়া](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/27/6278606cf4bf6da4ccfca2aa66b91c0e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি এবং তাঁর স্বামী রাজ কুন্দ্রা সম্প্রতি শার্লিন চোপড়ার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেছেন। শার্লিন তাঁদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। এএনআই সূত্রে খবর, তাঁর অভিযোগে শার্লিন বলেন যে তিনি মানসিকভাবে হয়রানি এবং প্রতারণার শিকার হয়েছিলেন। এখন তিনি শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন।
এএনআইকে 'বিগ বস ৩' প্রতিযোগী জানান, তিনি শিল্পা ও রাজকে একটি পাল্টা নোটিস পাঠিয়েছেন। সেখানে তিনি মানসিকভাবে হয়রানি করার জন্য ৭৫ কোটি টাকা দাবি করেছেন। তাঁর বয়ান রেকর্ড করার জন্যও আবেদন জানিয়েছেন পুলিশের কাছে।
এএনআইকে তিনি বলেন, 'রাজ কুন্দ্রা এবং শিল্পা শেট্টি আমাকে 'আন্ডারওয়ার্ল্ড'-এর হুমকি দিয়েছিলেন এবং এখন আমাকে মানহানির নোটিস পাঠিয়েছেন। কিন্তু আমি ভয় পাচ্ছি না। আমি পুলিশকে আমার বিবৃতি রেকর্ড করার জন্য অনুরোধ করছি যাতে আমার অভিযোগটিকে গুরুত্ব দেওয়া যায়। আমি মানসিক হয়রানির জন্য ৭৫ কোটি টাকা চেয়ে পাল্টা নোটিস পাঠিয়েছি।'
Raj Kundra & Shilpa Shetty threatened me with underworld&now sent me defamation notice but I'll not get scared. I request police to record my statement so that cognizance can be taken of my complaint. I've sent reply notice asking for Rs75 cr for mental harassment: Sherlyn Chopra pic.twitter.com/cn8eFPcjtW
— ANI (@ANI) October 27, 2021
প্রতারণার অভিযোগ করে ১৪ অক্টোবর শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে অভিযোগ করেন শার্লিন চোপড়া। মিডিয়াকে তিনি জানান যে রাজ কুন্দ্রা তাঁকে একাধিকবার হুমকি দিয়েছেন এবং তাই তাঁর আগের অভিযোগ তুলে নিতে বাধ্য হন। ২০১৯ সালের ২৭ মার্চ রাজ কুন্দ্রা তাঁকে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ শার্লিনের। ২৯ মার্চ তাঁকে দিয়ে 'জোর করে' একটি ফটোশ্যুট করানো হয় বলেও অভিযোগ করেন তিনি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)