এক্সপ্লোর
Advertisement
ফিল্মি দুনিয়া থেকে দূরে কেমন কাটছে দিন, ছবি ও ভিডিও পোস্ট করে নিজেই জানালেন ধর্মেন্দ্র
নয়াদিল্লি: সিনে দুনির গ্ল্যামার-চাকচিক্য-ব্যস্ততাকে পিছনে ফেলে প্রকৃতির সান্নিধ্যে দিন কাটাচ্ছেন পুরানোর দিনের বলিউড তারকা ধর্মেন্দ্র। বেশ কিছুদিন ধরেই লাইমলাইট থেকে দূরে রয়েছেন তিনি। অনুরাগীরা জানতে আগ্রহী যে, তিনি এখন কি করছেন? আসলে ধর্মেন্দ্র এখন খুবই সাধাসিধে জীবন কাটাচ্ছেন। বিগত কয়েকদিনে ধর্মেন্দ্র তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিও ছবিগুলি অনুরাগীদের খুবই পছন্দ হয়েছে।
[embed]https://www.instagram.com/p/Bjji7LvH7KD/?utm_source=ig_embed[/embed]
ভিডিও ও ছবিগুলি ধর্মেন্দ্র ফার্মহাউসের। ধর্মেন্দ্র এখন বেশিরভাগ সময় এই ফার্ম হাউসেই কাটান। এখানের প্রকৃতির সান্নিধ্য উপভোগ করেন তিনি। কোনও কোনও ছবিতে তাঁকে ক্ষেতে দুহাত ছড়িয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। আবার কোনও কোনও ছবিতে ঝুড়ি মাথায় দেখা যাচ্ছে তাঁকে। ভিডিওতে তাঁকে গরুদের মুখে খাবার তুলে দিতে দেখা গিয়েছে।
[embed]https://www.instagram.com/p/Bjjs02PnD42/?utm_source=ig_embed[/embed]
ফার্ম হাউসের গাছে প্রচুর আজ হয়েছে। সেই আম হাতে তোলা ভিডিও তাঁর মুখে যেন শৈশবের উচ্ছ্বাস। ভিডিওতে নিজের ক্ষেতের গাছ থেকে পেড়ে আনা আমগুলির বৈশিষ্ট্য বলতে শোনা গিয়েছে তাঁকে।
[embed]https://www.instagram.com/p/BjeMnrrn8oF/?utm_source=ig_embed[/embed]
বয়স হলেও এখনও দারুণ চনমনে ধর্মেন্দ্র। আসলে প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠতাই তাঁর এই তরতাজা থাকার চাবিকাঠি। ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত বিজেপির সাংসদ ছিলেন তিনি। এখন অবশ্য রাজনীতি থেকেও দূরে তিনি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement