Ranbir Kapoor: ছেলে হবে নাকি মেয়ে? রণবীর কপূর কি ভুলবশত সন্তানের লিঙ্গ ফাঁস করলেন?
Ranbir-Alia Updates: এবার কি স্বয়ং রণবীর কপূরই ভুল করে আগত সন্তানের লিঙ্গ ফাঁস করে ফেললেন?
মুম্বই: বলিউডের অন্যতম চর্চিত জুটি রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্ট (Alia Bhatt)। চলতি বছর তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর গত ১৪ এপ্রিল তাঁরা নতুন জীবন শুরু করেন। আর বিয়ের মাস কয়েক যেতে না যেতেই নতুন সুখবর দিলেন তাঁরা। তাঁদের জীবনে যে নতুন অতিথি আসতে চলেছে, তাও জানিয়ে দিয়েছেন জনপ্রিয় এই দম্পতি। রণবীর - আলিয়ার জীবনে নতুন অতিথি আসার কথা জানার পর থেকেই ছেলে হবে নাকি মেয়ে, তা নিয়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। তবে, এবার কি স্বয়ং রণবীর কপূরই ভুল করে আগত সন্তানের লিঙ্গ ফাঁস করে ফেললেন?
রণবীর আলিয়ার ছেলে হবে নাকি মেয়ে?
সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের আগামী ছবি 'শামশেরা'র প্রচারে গিয়েছিলেন রণবীর কপূর। সেখানেই ছোট পর্দার অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে গিয়ে আগত সন্তানকে নিয়ে তথ্য দিয়ে ফেলেন অভিনেতা। একটি ভিডিও প্রকাশ হয়েছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। যেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলছেন রণবীর। অভিনেত্রী তাঁকে কীভাবে বাচ্চাদের ডায়পার বদলাতে হয়, তা শেখাচ্ছেন। সেই সময়ই রণবীরের হাতে একটি বাচ্চা পুতুল দেওয়া হয়। আর পুতুল হাতে নিয়েই রণবীর বলে ওঠেন, 'আলে লে মেরি বেটি... (আমার মেয়ে)।' এই ভিডিও প্রকাশ্যে আসলেই অনুরাগীরা কমেন্টে নানা মন্তব্য করছেন। তাঁরা একপ্রকার ধরেই নিয়েছেন যে, আলিয়া ভট্টের কোল আলো করে আসতে চলেছে কন্যাসন্তান। অনুরাগীরা কমেন্টে এটা বলতেও বাকি রাখেননি যে, বাচ্চার পুতুল হাতে পেয়েই 'রকস্টার' তারকার মুখ ফসকে আসল সত্যিটা বেরিয়ে পড়েছে।
আরও পড়ুন - Ek Villain Returns: প্রেম-বিরহ-যন্ত্রণায় ভরা 'এক ভিলেন রিটার্নস'-এর গান 'দিল', নজর কাড়ছে কয়েক ঘণ্টার ভিউ
প্রসঙ্গত, চলতি বছরটা রণবীর কপূরের কাছে একটু বেশিই স্পেশাল। এই বছরই তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বাবা হতে চলেছেন তিনি। আবার কেরিয়ারের দিক থেকে দীর্ঘ ৮ বছর পর পর্দায় ফিরতে চলেছেন অভিনেতা। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'সঞ্জু'। এরপর দীর্ঘ বিরতি নিয়ে ফিরতে চলেছেন অভিনেতা। এবছরই মাত্র কয়েক দিনের ব্যবধানে মুক্তি পেতে চলেছে তাঁর পর-পর দুটি ছবি। প্রথমে মুক্তি পাবে 'শামশেরা'। আর তার মাত্র ৪৫ দিনের মধ্যেই মুক্তি পাবে 'ব্রহ্মাস্ত্র'। এই ছবি দিয়েই পর্দায় প্রথমবার জুটি বাঁধতে চলেছেন রণবীর-আলিয়া।