Ek Villain Returns: প্রেম-বিরহ-যন্ত্রণায় ভরা 'এক ভিলেন রিটার্নস'-এর গান 'দিল', নজর কাড়ছে কয়েক ঘণ্টার ভিউ
Ek Villain Returns New Song: আজ প্রকাশ্যে এলো ছবির প্রেমের গান 'দিল'। মাত্র কয়েক ঘণ্টাতেই যার ভিউ নজর কাড়ছে।
মুম্বই: আগামী ২৯ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'এক ভিলেন রিটার্নস' (Ek Villain Returns)। নির্মাতাদের পক্ষ থেকে ছবির মুক্তির দিনটিকে 'ভিলেনটাইন্স ডে' বলা হচ্ছে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। যেখানে দর্শকদের মনে প্রশ্ন জেগেছে যে, ছবিতে ভিলেন নারী নাকি পুরুষ? ছবির বহু প্রতীক্ষিত গান 'গলিয়াঁ রিটার্নস'ও ইতিমধ্যেই দর্শক মনে প্রভাব ফেলেছে। আর আজ প্রকাশ্যে এলো ছবির প্রেমের গান 'দিল'। মাত্র কয়েক ঘণ্টাতেই যার ভিউ নজর কাড়ছে।
'এক ভিলেন রিটার্নস' ছবির নতুন গান 'দিল'-
মোহিত সুরির ছবির মানেই সেখানে থাকবে মন ভালো করা গান। তা সে 'আশিকি টু' ছবির 'তুম হি হো' হোক আর 'এক ভিলেন' ছবির 'গলিয়াঁ' হোক। কিংবা 'মলং' ছবির টাইটেল ট্র্যাক। মুক্তি পাওয়া মাত্র শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে এই সমস্ত গান। আর এবার সেই ধাঁচেই 'এক ভিলেন রিটার্নস'-এর নতুন গান 'দিল' মুক্তি পেল। রোম্যান্টিক এই গানটিতে সুর দিয়েছেন কৌশিক-গুড্ডু। কুণাল ভার্মার লেখায় গানটি গেয়েছেন রাঘব চৈতন্য। নেট দুনিয়ায় প্রকাশ পাওয়ার মাত্র কয়েক ঘণ্টাতেই এখনও পর্যন্ত এই গানের ভিউ ছাড়িয়েছে ২২ লক্ষেরও বেশি।
প্রসঙ্গত, 'এক ভিলেন রিটার্নস' ছবিতে প্রথমবার ধূষর চরিত্রে দেখা যেতে চলেছে দিশা পাটানিকে। এর আগে মোহিত সুরির 'মলং' ছবিতে অভিনয় করে দর্শকের মন জিতে নেন দিশা পাটানি। এই নিয়ে দ্বিতীয়বার পরিচালকের ছবিতে কাজ করছেন। প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ''মলং' ছবিতে মোহিত স্যরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ। আমি ওই প্রোজেক্টে কাজ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি। এটা আমার ওঁর সঙ্গে দ্বিতীয় ছবি। আশা করি উনি আমার সঙ্গে কাজ করে একঘেয়ে হয়ে যাননি। কারণ, আমি ওঁর সঙ্গে আরও অনেক কাজ করতে চাই।'
আরও পড়ুন - Dilip Kumar Death Anniversary: দিলীপ কুমারের প্রথম মৃত্যুবার্ষিকীতে হৃদয় বিদারক মন্তব্য সায়রা বানুর
বেশ কিছু বছর আগে মুক্তি পাওয়া 'এক ভিলেন' ছবির সিক্যুয়েল 'এক ভিলেন রিটার্নস'। প্রথম ছবিতে মুখ্য চরিত্রে দেখা যায় সিদ্ধার্থ মলহোত্র, শ্রদ্ধা কপূর ও রীতেশ দেশমুখকে। সিক্যুয়েলে মুখ্য চরিত্রের অভিনেতাদের তালিকায় সম্পূর্ণ বদল এসেছে। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অর্জুন কপূর, দিশা পাটানি, জন আব্রাহাম ও তারা সুতারিয়াকে। প্রথম ছবির ব্যাপক সাফল্যের পর পরবর্তী ছবিকে ঘিরে প্রত্যাশা রয়েছে নির্মাতা থেকে অনুরাগীদের।