Diljit Dosanjh Concert: গানে অ্যালকোহল, ড্রাগের প্রচার নয়, হায়দরাবাদ কনসার্টের আগে আইনি নোটিশ দিলজিৎকে
Diljit Dosanjh: এই নোটিশে বলা হয়েছে যে দিলজিৎ যেন কোনোভাবেই এই কনসার্টে এমন কোনো গান না গান যাতে অ্যালকোহল, ড্রাগ কিংবা হিংসার প্রচার করা হয়েছে।
হায়দরাবাদ: আজ ১৫ নভেম্বর ২০২৪ শুক্রবার হায়দরাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা দিল-লুমিনাটি কনসার্ট, আর তার আগে তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে নোটিশ পেলেন সঙ্গীতশিল্পী দিলজিৎ দোসাঞ্ঝ (Diljit Dosanjh) এবং তাঁর এই অনুষ্ঠানের আয়োজকরা। এই নোটিশে বলা হয়েছে যে দিলজিৎ যেন কোনোভাবেই এই কনসার্টে এমন কোনো গান না গান যাতে অ্যালকোহল, ড্রাগ কিংবা হিংসার প্রচার করা হয়েছে। এর আগেও এমন কিছু কিছু গান নিয়ে বিতর্কের (Diljit Dosanjh Concert) মুখে পড়েছিলেন দিলজিৎ দোসাঞ্ঝ। তাই এবার অনুষ্ঠানের আগেই আগাম সতর্কবাণী জারি করেছে তেলেঙ্গানা সরকার।
শুধু এখানেই শেষ নয়, এই নির্দেশিকায় চণ্ডীগড় থেকে পণ্ডিতিরাও ধারেনভার নামে এক ব্যক্তির তোলা ভিডিয়ো ফুটেজে আগের কোনো অনুষ্ঠানে এমন কিছু বিতর্কিত গানের পারফরম্যান্সের উল্লেখ করা হয়েছে। এর আগে এই বছর দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়াম এবং জয়পুরে আয়োজিত 'দিল-লুমিনাটি' কনসার্ট নিয়েও প্রশ্ন উঠেছে। কিছু আন্তর্জাতিক স্তরের অনুষ্ঠানেও তাঁর গানে এমন বিতর্কের প্রকাশ ঘটেছে।
দিলজিৎ দোসাঞ্ঝের অনুরাগীরা বহু সময় ধরেই অপেক্ষায় ছিলেন এই হায়দরাবাদের কনসার্ট নিয়ে। একটি টিকিটও বাকি থাকেনি বিক্রি হতে। ২৬ অক্টোবর নয়া দিল্লি দিয়ে শুরু হয়েছিল এই বছরের 'দিল-লুমিনাটি' ট্যুর যা মোট দেশের ১১টি শহরে আয়োজিত হবে। দিল্লি, জয়পুরে হয়ে গিয়েছে, এবার হবে হায়দরাবাদে এবং বাকি আরও ৮টি শহরে হবে এই অনুষ্ঠান।
কিন্তু এই আবহে দিলজিৎকে পাঠানো এই নোটিশ তাঁর কোটি কোটি অনুরাগীকে আহত করেছে। যে উত্তেজনা ছিল অনুরাগীদের মনে তাতে ভাটা ফেলেছে। নারী ও শিশু সুরক্ষা কল্যাণ মন্ত্রক, রঙ্গা রেড্ডি জেলার প্রতিবন্ধী এবং প্রবীণদের পক্ষ থেকে পণ্ডিতিরাও ধারেনভারের পেশ করা ভিডিয়োর নিরিখে এই নোটিশ জারি করেছে। এমনকী এই নোটিশে বলা হয়েছে যে এই অনুষ্ঠান চলাকালীন আয়োজক কিংবা সঙ্গীতশিল্পী কেউই যেন কোনো শিশুকে ব্যবহার না করেন। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী উচ্চ মাত্রার শব্দের থেকে শিশুদের দূরে রাখা উচিত, আর এই নির্দেশিকার কথাও কনসার্টের আগে মনে করিয়ে দেওয়া হয় দিলজিৎকে।
WHO-এর মতে ১৩ বছরের কম বয়সী শিশুর ক্ষেত্রে ১২০ ডেসিবেলের উপর শব্দ প্রাণহানির কারণ হতে পারে। এছাড়া কনসার্টে উচ্চ মাত্রার শব্দ, তীব্র আলোর ব্যবহার হয়ে থাকে যা শিশুর স্বাস্থ্যে গভীর প্রভাব ফেলতে পারে। অনুষ্ঠানের আগে দিলজিৎ এবং তাঁর অনুষ্ঠানের আয়োজকরা এই নির্দেশিকা মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন।