এক্সপ্লোর
আমার জন্য তো আপনি পাগল, আমার অফিসে চাকরি করবেন? কঙ্গনাকে দলজিতের প্রস্তাব
কঙ্গনা দলজিতের ছবি শেয়ার করে লেখেন, বাঃ ভাই! দেশে আগুন লাগিয়ে চাষীদের রাস্তায় বসিয়ে পাড়া বিপ্লবীরা সব বিদেশে গিয়ে শীত উপভোগ করছে!!
![আমার জন্য তো আপনি পাগল, আমার অফিসে চাকরি করবেন? কঙ্গনাকে দলজিতের প্রস্তাব Diljit Dosanjh Offers Kangana Ranaut His PR Person's Job, Says 'Don't Think PUNJABIS Will Forget What You've Done' আমার জন্য তো আপনি পাগল, আমার অফিসে চাকরি করবেন? কঙ্গনাকে দলজিতের প্রস্তাব](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2021/01/05153200/kangana-diljit.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: দলজিৎ দোসাঞ্জ আর কঙ্গনা রানাওয়াতের ঝগড়াঝাঁটি থামছেই না। দলজিৎ কদিন আগে তাঁর বেড়াতে যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। এতে কঙ্গনা তাঁকে কটাক্ষ করেন লোকাল ক্রান্তিকারী বা পাড়া বিপ্লবী বলে। জবাবে দলজিৎ তাঁকে নিজের অফিসে জনসংযোগ সামলানোর প্রস্তাব দিয়েছেন।
কঙ্গনা দলজিতের ছবি শেয়ার করে লেখেন, বাঃ ভাই! দেশে আগুন লাগিয়ে চাষীদের রাস্তায় বসিয়ে পাড়া বিপ্লবীরা সব বিদেশে গিয়ে শীত উপভোগ করছে!!
এর জবাবে দলজিৎ টুইট করে বলেন, কঙ্গনা তো দেখা যাচ্ছে তাঁর জন্য পাগল, তিনি তাঁকে তাঁর জনসংযোগ আধিকারিকের চাকরি দিতে চান।
দলজিৎ একটি ভিডিও শেয়ার করেন, তাতে দেখা যাচ্ছে, কঙ্গনার সমালোচনা করছেন এক বয়স্ক মহিলা। পঞ্জাবিতে দলজিৎ লিখেছেন, তাঁর আনুগত্য সর্বদা পঞ্জাবের প্রতি ছিল, আছে আর থাকবে। কঙ্গনাকে তিনি লিখেছেন, নিজের সম্পর্কে আপনার প্রচুর ভুল ধারণা, আপনি যা করেছেন, ভাববেন না, পঞ্জাবিরা তা ভুলে গিয়েছেন। আমরা শিগগিরই আপনাকে জবাব দেব।
দলজিৎ আরও লিখেছেন, আমি জানি না ম্যাডাম, আপনার কৃষকদের নিয়ে সমস্যাটা কী। গোটা পঞ্জাব রয়েছে কৃষকদের পাশে, কেউ তো আপনার সম্পর্কে কথা বলছে না।
জবাব দিতে ছাড়েননি কঙ্গনাও। হিন্দিতে লিখেছেন, সময় বলবে বন্ধু, কে কৃষকদের অধিকারের জন্য লড়েছে, কে বিরোধিতা করেছে.. ১০০টা মিথ্যে একটা সত্য ঢাকতে পারে না, যদি কারও ব্যাপারে আপনার সত্যিই আগ্রহ থাকে তবে আপনাকে কেউ ঘৃণা করতে পারবে না। আপনি মনে করছেন গোটা পঞ্জাব আমার বিরোধী? এত বড় স্বপ্ন দেখবেন না, বুক ভেঙে যাবে।
কৃষক আন্দোলন নিয়ে বিপরীত অবস্থানে থাকার জেরে একাধিকবার টুইটারে কঙ্গনা-দলজিতের তুমুল ঝামেলা হয়েছে। কঙ্গনা আন্দোলনে যোগ দেওয়া এক বৃদ্ধাকে শাহিনবাগের বিলকিস বানো বলে দাবি করেন। তার সমালোচনা করেন দলজিৎ। তখন থেকে তাঁদের কার্যত মুখ দেখাদেখি বন্ধ।
![আমার জন্য তো আপনি পাগল, আমার অফিসে চাকরি করবেন? কঙ্গনাকে দলজিতের প্রস্তাব](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2021/01/05153336/Untitled.jpg)
![আমার জন্য তো আপনি পাগল, আমার অফিসে চাকরি করবেন? কঙ্গনাকে দলজিতের প্রস্তাব](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2021/01/05153434/Untitled-1.jpg)
![আমার জন্য তো আপনি পাগল, আমার অফিসে চাকরি করবেন? কঙ্গনাকে দলজিতের প্রস্তাব](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2021/01/05153537/Untitled-2.jpg)
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)