Divya Dutta Salman Pic: সলমনের সঙ্গে প্রথম সাক্ষাতের ছবি পোস্ট অভিনেত্রী দিব্যা দত্তের
Divya Dutta Salman Pic: ছবিতে দেখা যায় দিব্যা দত্ত ও তাঁর ভাই 'দবং' অভিনেতার পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন। দিব্যার পোস্টে কমেন্টে ভরিয়েছেন একাধিক তারকা থেকে শুরু করে অনুরাগীরা
মুম্বই: বলিউড অভিনেত্রী দিব্যা দত্ত (Divya Dutta) খানিক নস্ট্যালজিয়ায় ভাসলেন সোমবার। খুঁজে পেলেন একটি পুরনো ছবি, সঙ্গে সলমন খান (Salman Khan)। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করলেন একটি 'থ্রোব্যাক' (Throwback) ছবি। সঙ্গে অবশ্যই রইল মিষ্টি একটি নোট। প্রথমবার সলমনের সঙ্গে দেখা হওয়ার স্মৃতি রোমন্থন করলেন জনপ্রিয় এই অভিনেত্রী।
একটি পুরনো ছবি পোস্ট করে দিব্যা লেখেন, 'একটা বহু পুরনো ছবি খুঁজে পেলাম! যখন গ্রীষ্মের ছুটিতে মুম্বই গিয়েছিলাম এবং আমি ও আমার বন্ধু, আমার চিরকালের প্রিয় সলমন খানের সঙ্গে ছবি তুলতে পেরেছিলাম। আমার উত্তেজিত এক্সপ্রেশন দেখো। এবং অবশ্যই আমাদের একই পোজ। কিছু বছর পর যখন আমি সিনেমা করতে শুরু করলাম, ওঁর সঙ্গে কাজ করেছি... জীবন। ভালবাসা।'
View this post on Instagram
ছবিতে দেখা যায় দিব্যা দত্ত ও তাঁর ভাই 'দবং' অভিনেতার পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন। দিব্যার পোস্টে কমেন্টে ভরিয়েছেন একাধিক তারকা থেকে শুরু করে অনুরাগীরা। তাঁর ছবিতে কমেন্ট করে চিত্র নির্মাতা তাহিরা কাশ্যপ লেখেন, 'কী মিষ্টি'। 'তোমার এক্সপ্রেশন দেখার মতো,' এক অনুরাগী লিখেছেন। দিব্যা দত্ত ও সলমন খান একসঙ্গে 'বীরগতি' ও 'বাগবান' ছবিতে কাজ করেছেন।
আরও পড়ুন: Drashti Dhami Covid Positive: করোনায় আক্রান্ত 'গীত' অভিনেত্রী দ্রাষ্টি ধামি