Diwali 2021: দীপাবলিতে কার সঙ্গে নাচে মগ্ন হৃত্বিক রোশন? ভিডিও ভাইরাল
সারাদেশ জুড়ে পালিত হচ্ছে আলোর উৎসব (Diwali 2021)। সাধারণ মানুষ থেকে বলিউডের (Bollywood) সেলেবরা প্রত্যেকেই মেতে উঠেছেন দীপাবলিতে। পরিবার, বন্ধু, আত্মীয়দের সঙ্গে চলছে আনন্দ উৎসব পালন।
মুম্বই: উৎসবের মরশুম চলছে। গত প্রায় দুটো বছর ধরে করোনা পরিস্থিতি চলার কারণে বিভিন্ন উৎসবের মতো দীপাবলিতেও (Diwali 2021) তার প্রভাব পড়েছে। যদিও গত বছরের তুলনায় চলতি বছর অনেকটাই বেশি আলোর উৎসব উদযাপন করতে দেখা গেল। দীপাবলি উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে জ্বলে উঠল আলো। দেখা গেল আতশবাজিরও ঝলকানি। তাতে সামিল হলেন সাধারণ মানুষ থেকে তারকারাও।
সারাদেশ জুড়ে পালিত হচ্ছে আলোর উৎসব। সাধারণ মানুষ থেকে বলিউডের সেলেবরা প্রত্যেকেই মেতে উঠেছেন দীপাবলিতে। পরিবার, বন্ধু, আত্মীয়দের সঙ্গে চলছে আনন্দ উৎসব পালন। করিনা কপূর খান, অমিতাভ বচ্চন, শিল্পা শেট্টি, অজয় দেবগন থেকে ইয়ামি গৌতমের মতো অন্যান্য তারকারাও তাঁদের নিজেদের নিজেদের মতো করে দীপাবলি সেলিব্রেট করেছেন এবং সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এবার বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃত্বিক রোশনকে দেখা গেল জমিয়ে দীপাবলি সেলিব্রেট করতে।
আরও পড়ুন - Srilekha Mitra: ফেসবুক লাইভে এসে ফুঁপিয়ে কাঁদলেন শ্রীলেখা, কেন?
সম্প্রতি বলিউডের গ্রিক গড হৃত্বিক রোশন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কিছু ছবি এবং ভিডিও পোস্ট করেছেন। যেখানে অভিনেতাকে পরিবারের সঙ্গে দীপাবলি সেলিব্রেট করতে দেখা যাচ্ছে। ছবি এবং ভিডিও পোস্ট করে অভিনেতা লিখেছেন, 'হৃদয়ে ভালোবাসা পরিপূর্ণ। চোখে আশা এবং স্বপ্ন ভরা। এবার সময় এসেছে প্রিয়জনদের দেখভাল করার। শুভ দীপাবলি।'
শুধু তাই নয়। দীপবালির শুভ মুহূর্তে হৃত্বিক রোশনকে দেখা গিয়েছে মা পিঙ্কি রোশনের সঙ্গে জমিয়ে নাচ করতে। হৃত্বিক রোশনের মা তাঁর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে সেই ভিডিও পোস্ট করে লিখেছেন, 'সূর্য আরও উজ্জ্বল হয়ে ওঠে, যখন আমি আমার ছেলের সঙ্গে ডান্স করি। আর তাতেই দুনিয়া উজ্জ্বল হয়ে ওঠে।' মায়ের সঙ্গে 'কহো না পেয়ার হ্যায়' তারকার নাচের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরাও।
প্রসঙ্গত, বলিউডের সুপারস্টার হৃত্বিক রোশনকে খুব শীঘ্রি পরিচালক সিদ্ধার্থ আনন্দের পরবর্তী ছবি 'ফাইটার'-এ দেখা যেতে চলেছে। এই ছবিতেই তাঁর বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। এছাড়াও সেফ আলি খানের সঙ্গে তাঁকে দেখা যাবে 'বিক্রম বেদা' ছবিতে।