Diwali 2022: বরুণ-অনন্যা-আদিত্য-ভিকি-কার্তিক! কৃতী শ্যাননের দিওয়ালি পার্টিতে চাঁদের হাট
Kriti Sanon: মুক্তির অপেক্ষায় বরুণ ধবন, কৃতী শ্যানন অভিনীত 'ভেড়িয়া'। এদিনের পার্টিতে সস্ত্রীক বরুণ ধবন পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাঁকে দেখে সমবেত 'নেকড়ে'র ডাক শোনা যায় পাপারাৎজিদের মধ্যে।
নয়াদিল্লি: আলোর উৎসব আসতে দিন কয়েক দেরি থাকলেও গোটা দেশই সাজতে শুরু করে দিয়েছে। বলিপাড়াতেও পুরো দমে চলছে দিওয়ালি সেলিব্রেশন। প্রায়ই তারকারা ক্যামেরাবন্দি হচ্ছেন বিভিন্ন উদযাপনে। গত বুধবার গোটা বলিউড (Bollywood) হাজির হয়েছিল কৃতী শ্যাননের (Kriti Sanon) দীপাবলির পার্টিতে (Diwali 2022)। কে ছিলেন না সেখানে! ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল।
কৃতী শ্যাননের দীপাবলি সেলিব্রেশনে চাঁদের হাট
বুধবার কৃতী শ্যানন দিওয়ালি পার্টির আয়োজন করেছিলেন। হাজির হয়েছিলেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan), বরুণ ধবন (Varun Dhawan) ও তাঁর স্ত্রী নাতাশা দালাল, ভিকি কৌশল (Vicky Kaushal), একতা কপূর (Ekta Kapoor), আদিত্য রায় কপূর (Aditya Roy Kapoor), অনন্যা পাণ্ডে (Ananya Panday), কর্ণ জোহর (Karan Johar), রাজকুমার রাও (Rajkummar Rao), পত্রলেখা (Patralekhaa)। অন্যদিকে এসেছিলেন হুমা কুরেশি (Huma Qureshi), সোহা আলি খান (Soha Ali Khan), কুণাল খেমু (Kunal Khemmu), আথিয়া শেট্টি (Athiya Shetty), নেহা ধুপিয়া (Neha Dhupia), অঙ্গদ বেদি (Angad Bedi)।
একাধিক ছবি, ভিডিও পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। পাপারাৎজিরা তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একের পর এক ভিডিও, ছবি পোস্ট করতেই থাকেন। সেখানে দেখা যায় বাণী কপূর, বরুণ শর্মা, রকুলপ্রীত সিংহ, তাহিরা কাশ্যপ, অপারশক্তি খুরানা, সানি সিংহ, দীপক ডোব্রিয়ল, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রত্যেকেই পাপারাৎজিদের জন্য দাঁড়িয়ে পোজও দেন।
সকলের সাজই ছিল নজরকাড়া। তার মধ্যেও বেশ কয়েকজনের সাজ মনে গেঁথে যাওয়ার মতো। রুপোলি-সাদা শেরওয়ানিতে বরুণ, সঙ্গে ক্রিম রঙা শাড়িতে নজর কাড়েন নাতাশা। ভিকি কৌশল নীল সাদা এথনিক পোশাকে এসেছিলেন। কার্তিক একেবারে সাদা এথনিক পোশাকে এসেছিলেন। সাদা কালো পোশাকে দেখা গেল কর্ণ জোহরকে। পোজ দিলেন নেহা ও অঙ্গদের সঙ্গে।
View this post on Instagram
প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় বরুণ ধবন, কৃতী শ্যানন অভিনীত 'ভেড়িয়া'। এদিনের পার্টিতে সস্ত্রীক বরুণ ধবন পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাঁকে দেখে সমবেত 'নেকড়ে'র ডাক শোনা যায় পাপারাৎজিদের মধ্যে। স্বভাব সুলভ ভঙ্গিতে তাতে অংশ নেন অভিনেতা। পোজ দেন ছবির জন্য।