Drishyam 2: দ্বিতীয় দিনে কত টাকার ব্যবসা করল অজয়-অক্ষয়ের 'দৃশ্যম ২'?
Drishyam 2 Box Office Collection: প্রথম দিনের পর দ্বিতীয় দিন আরও ভালো ব্যবসা করল 'দৃশ্যম ২'।
মুম্বই: সদ্যই মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা অজয় দেবগনের (Ajay Devgn) বহু প্রতীক্ষিত ছবি 'দৃশ্যম ২' (Drishyam 2)। অভিষেক পাঠক পরিচালিত অজয় দেবগণ- তব্বু অভিনীত এই ছবি বক্স অফিসে বেশ ভালই শুরু করেছে। প্রথম দিনে বেশ ভাল রিভিউও পেয়েছে ছবিটি। এবারের ছবিতে শ্রিয়া সরণ, ঈশিতা দত্তের সঙ্গে অক্ষয় খন্নাও (Akshaye Khanna) যোগ দিয়েছেন। আর প্রথম দিনের পর দ্বিতীয় দিন (Drishyam 2 Box Office Collection) আরও ভালো ব্যবসা করল 'দৃশ্যম ২'।
'দৃশ্যম ২' বক্স অফিস কালেকশন-
এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'দৃশ্যম ২'-এর দ্বিতীয় দিনের বক্স অফিস কালেকশন শেয়ার করেছেন। তাঁর পোস্ট থেকে জানা যাচ্ছে, দ্বিতীয় দিন আরও বেড়েছে 'দৃশ্যম ২'-এর বক্স অফিস কালেকশন। প্রথমদিন ১৫.৩৮ কোটি টাকার পর দ্বিতীয় দিন এই ছবি ব্যবসা করেছে ২১.৫৯ কোটি টাকার। অর্থাত, মোট দুদিনে এই ছবি ব্যবসা করেছে ৩৬.৯৭ কোটি টাকার। সারাদেশেই এই ছবির ব্যবসা অত্যন্ত আশাজনক।
All estimations and calculations go for a toss… #Drishyam2 is SENSATIONAL on Day 2... East. West. North. South. The REMARKABLE RUN continues PAN-#India… Multiplexes superb, mass pockets join the party… Fri 15.38 cr, Sat 21.59 cr. Total: ₹ 36.97 cr. #India biz. 🔥🔥🔥 pic.twitter.com/mc8xJdQsD6
— taran adarsh (@taran_adarsh) November 20, 2022">
'দৃশ্যম ২' ছবিটি অভিষেক পাঠক পরিচালনা করেছেন। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত মালয়লম ছবির রিমেক এটি। এছাড়া ২০১৫ সালে মুক্তি পাওয়া 'দৃশ্যম'-এর সিক্যুয়েলও বটে। এই ছবিতে ফের বিজয় সালগাঁওকরের চরিত্রে ফিরেছেন অজয় দেবগণ। সঙ্গে তব্বু ও অক্ষয় খন্নার জোড়া ফলা।
#Drishyam2 at *national chains*… *Day 1* vs *Day 2* biz…
⭐️ #PVR: 3.45 cr / 5 cr
⭐️ #INOX: 2.75 cr / 4.10 cr
⭐️ #Cinepolis: 1.40 cr / 2.05 cr
⭐️ Total: ₹ 7.60 cr / ₹ 11.15 cr
⭐️ Growth on Day 2: 46.71% 🔥🔥🔥 pic.twitter.com/QnQhfe0SE0
">